ETV Bharat / state

'অভিযোগ প্রত্যাহার করছি না', অধ্যক্ষের হস্তক্ষেপেও নিজের অবস্থানে অনড় তপন - Tapan and Suvendu - TAPAN AND SUVENDU

TMC MLA Tapan Chatterjee: বিধানসভার বিরোধী দলনেতার মন্তব্য়ে থানায় অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় ৷ দুই বিধায়কের মধ্যে বাদানুবাদে বৃহস্পতিবার হস্তক্ষেপ করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও নিজের অবস্থানে অনড় তপন চট্টোপাধ্যায়।

Suvendu Adhikari and Tapan Chatterjee
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করলেন না তপন চট্টোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 25, 2024, 10:58 PM IST

কলকাতা, 25 জুলাই: রাজ্য বিধানসভায় গতকাল দুই বিধায়কের প্রকাশ্যে বাদানুবাদকে অনভিপ্রেত আখ্যা দিয়েছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বাইরের ঘটনা নিয়ে এভাবে ভিতরে দুই বিধায়কের মধ্যে বাদানুবাদ নজিরবিহীন বলেছিলেন তিনি। একইসঙ্গে তাঁর বক্তব্য ছিল এই ধরনের ঘটনা আর না-ঘটাই ভালো। কিন্তু এরপরেও এই নিয়ে সংঘাত যেন থামছেই না।

অধ্যক্ষের হস্তক্ষেপেও নিজের অবস্থানে অনড় তপন (ইটিভি ভারত)

আজ, বৃহস্পতিবার স্পিকারের এহেন বক্তব্যের পর ফের বিস্ফোরক পূর্বস্থলী উত্তরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তপন চট্ট্যোপাধ্যায়। তিনি এদিন দাবি করেছেন, বিরোধী দলনেতার বিরুদ্ধে খুনের অভিযোগ প্রত্যাহার করছেন না তিনি। বিধানসভায় তিনি আজ বলেন, "তাঁর মেয়ের সব এডুকেশনাল সার্টিফিকেট অধ্যক্ষের কাছে জমা করে দিয়েছেন তিনি।" তাঁর স্পষ্ট বক্তব্য, "যিনি বাংলার মুখ্যমন্ত্রীকে অসম্মান করবেন তাঁকে তিনি ছাড়বেন না।" একইসঙ্গে তিনি এও জানিয়েছেন, "তাঁর মেয়ের অসম্মানও তিনি মেনে নেবেন না ৷"

এদিন তাঁকে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়, অধ্যক্ষের কথাই তো শেষ কথা। অধ্যক্ষ বলছেন, এই ধরনের ঘটনা না-হওয়া ভালো, এপ্রসঙ্গে তাঁর কী বক্তব্য! জবাবে তপন চট্টোপাধ্যায় বলেন, "বিরোধী দলনেতা বলেছিলেন, আমার মেয়ে থার্ড ডিভিশনে পাশ করে প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছেন। তাঁর নামে দু'টো ফ্ল্যাট রয়েছে। আজ অধ্যক্ষের কাছে আমার মেয়ের পড়াশোনার সমস্ত কাগজপত্র জমা করেছি। আমার ছেলে নেই, বউ মারা গিয়েছেন। মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে ৷ তাঁর সম্পর্কে মিথ্যাচার বললে তাঁর তো সম্মানহানি হবে। এনিয়ে গতকালই হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেছিলাম। অধ্যক্ষের সিদ্ধান্ত মাথা পেতে নিচ্ছি, কিন্তু অভিযোগ প্রত্যাহার করছি না।"

কলকাতা, 25 জুলাই: রাজ্য বিধানসভায় গতকাল দুই বিধায়কের প্রকাশ্যে বাদানুবাদকে অনভিপ্রেত আখ্যা দিয়েছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বাইরের ঘটনা নিয়ে এভাবে ভিতরে দুই বিধায়কের মধ্যে বাদানুবাদ নজিরবিহীন বলেছিলেন তিনি। একইসঙ্গে তাঁর বক্তব্য ছিল এই ধরনের ঘটনা আর না-ঘটাই ভালো। কিন্তু এরপরেও এই নিয়ে সংঘাত যেন থামছেই না।

অধ্যক্ষের হস্তক্ষেপেও নিজের অবস্থানে অনড় তপন (ইটিভি ভারত)

আজ, বৃহস্পতিবার স্পিকারের এহেন বক্তব্যের পর ফের বিস্ফোরক পূর্বস্থলী উত্তরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তপন চট্ট্যোপাধ্যায়। তিনি এদিন দাবি করেছেন, বিরোধী দলনেতার বিরুদ্ধে খুনের অভিযোগ প্রত্যাহার করছেন না তিনি। বিধানসভায় তিনি আজ বলেন, "তাঁর মেয়ের সব এডুকেশনাল সার্টিফিকেট অধ্যক্ষের কাছে জমা করে দিয়েছেন তিনি।" তাঁর স্পষ্ট বক্তব্য, "যিনি বাংলার মুখ্যমন্ত্রীকে অসম্মান করবেন তাঁকে তিনি ছাড়বেন না।" একইসঙ্গে তিনি এও জানিয়েছেন, "তাঁর মেয়ের অসম্মানও তিনি মেনে নেবেন না ৷"

এদিন তাঁকে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়, অধ্যক্ষের কথাই তো শেষ কথা। অধ্যক্ষ বলছেন, এই ধরনের ঘটনা না-হওয়া ভালো, এপ্রসঙ্গে তাঁর কী বক্তব্য! জবাবে তপন চট্টোপাধ্যায় বলেন, "বিরোধী দলনেতা বলেছিলেন, আমার মেয়ে থার্ড ডিভিশনে পাশ করে প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছেন। তাঁর নামে দু'টো ফ্ল্যাট রয়েছে। আজ অধ্যক্ষের কাছে আমার মেয়ের পড়াশোনার সমস্ত কাগজপত্র জমা করেছি। আমার ছেলে নেই, বউ মারা গিয়েছেন। মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে ৷ তাঁর সম্পর্কে মিথ্যাচার বললে তাঁর তো সম্মানহানি হবে। এনিয়ে গতকালই হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেছিলাম। অধ্যক্ষের সিদ্ধান্ত মাথা পেতে নিচ্ছি, কিন্তু অভিযোগ প্রত্যাহার করছি না।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.