ETV Bharat / state

তৃণমূল বিধায়ককে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর, সকাল সকাল উত্তেজনা বিষ্ণুপুরে - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 8:24 AM IST

Bankura Election: ষষ্ঠ দফার ভোট শুরু হয়েছে সকাল সাতটা থেকে ৷ আর বিষ্ণুপুরের একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বড়জোড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখোপাধ্যায়কে ভোটগ্রহণ কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে ৷

Bankura Election
তৃণমূল বিধায়ককে বুথে ঢুকতে বাধা (নিজস্ব চিত্র)

বিষ্ণুপুর, 25 মে: ভোট শুরুর থেকেই একাধিক বিক্ষিপ্ত ঘটনা বিষ্ণুপুরে ৷ কোথাও তৃণমূল বিধায়ককে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ কোথাও আবার বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল এক স্থানীয় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ৷ যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেত্রী ৷

শনিবার ষষ্ঠ দফার ভোট শুরু হয়েছে সকাল সাতটা থেকে ৷ আর বিষ্ণুপুরের একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বড়জোড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখোপাধ্যায়কে ভোটগ্রহণ কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ নিজেদের কর্তব্যে অনড় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। জানা গিয়েছে, বড়জোড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখোপাধ্যায় বড়জোড়া এদিন সকালে স্থানীয় স্কুলে 62 নম্বর বুথে নিজের ভোটদান কেন্দ্রে ভোট দিতে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে আটকে দিয়ে লাইনে দাঁড়াতে জানান। এরপরে তৃণমূল বিধায়কের মোবাইলগুলি বাইরে রাখতেও বলেন জওয়ানরা। এতেই ব্যাপক চটে যান তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়। এরপরেই তিনি সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন।

আরও পড়ুন: ভোটের আগে মহিষাদলে কুপিয়ে খুন তৃণমূল নেতা, রিপোর্ট চাইল কমিশন

তৃণমূল বিধায়ক বলেন, "কেন্দ্রীয় বাহিনী অমিত শাহের কথামত এবং নির্বাচন কমিশন নরেন্দ্র মোদির কথায় কাজ করছে। প্রবীণ নাগরিকদের এবং অসুস্থদের জন্য আলাদা ভোটদানের ব্যবস্থা করা হয়নি। মোদি এবং অমিত শাহ কুক্ষিগত করে রেখেছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে। মোদি যেটা বলবেন নির্বাচন কমিশনার তাই করবেন। আর এই বিএসএফ, সিআরপিএফ, এরা হচ্ছে অমিত শাহের কুক্ষিগত লোক। যাতে করে মমতার সরকার আসতে না পারে তাই এরা অতি সক্রিয়তা দেখাতে বাধ্য হবেন।"

অন্যদিকে, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বড়জোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এই মহিলা তৃণমূল কর্মীকে দেখা গেল সকাল থেকেই ভোটারদের লাইনে ভোটারদের সঙ্গে কথা বলতে। একেবারে বুথের সামনে উনি ভোটারদেরকে বোঝাতে শুরু করছেন। যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেত্রী ৷ এদিন সকাল থেকেই প্রচণ্ড গরম এবং আর্দ্রতাকে উপেক্ষা করেই সকালবেলায় মহিলাদের লম্বা লাইন দেখা গেল বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে। প্রায় সাড়ে 17 লক্ষ ভোটার রয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। 87 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি প্রায় সাড়ে সাত হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে বিষ্ণুপুরে।

আরও পড়ুন: তাম্রলিপ্ত কার দখলে ? ‘অভিজিৎ’ মূহূর্তের অপেক্ষায় দেবাংশু-সায়নের সঙ্গে প্রাক্তন বিচারপতিও

বিষ্ণুপুর, 25 মে: ভোট শুরুর থেকেই একাধিক বিক্ষিপ্ত ঘটনা বিষ্ণুপুরে ৷ কোথাও তৃণমূল বিধায়ককে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ কোথাও আবার বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল এক স্থানীয় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ৷ যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেত্রী ৷

শনিবার ষষ্ঠ দফার ভোট শুরু হয়েছে সকাল সাতটা থেকে ৷ আর বিষ্ণুপুরের একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বড়জোড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখোপাধ্যায়কে ভোটগ্রহণ কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ নিজেদের কর্তব্যে অনড় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। জানা গিয়েছে, বড়জোড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখোপাধ্যায় বড়জোড়া এদিন সকালে স্থানীয় স্কুলে 62 নম্বর বুথে নিজের ভোটদান কেন্দ্রে ভোট দিতে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে আটকে দিয়ে লাইনে দাঁড়াতে জানান। এরপরে তৃণমূল বিধায়কের মোবাইলগুলি বাইরে রাখতেও বলেন জওয়ানরা। এতেই ব্যাপক চটে যান তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়। এরপরেই তিনি সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন।

আরও পড়ুন: ভোটের আগে মহিষাদলে কুপিয়ে খুন তৃণমূল নেতা, রিপোর্ট চাইল কমিশন

তৃণমূল বিধায়ক বলেন, "কেন্দ্রীয় বাহিনী অমিত শাহের কথামত এবং নির্বাচন কমিশন নরেন্দ্র মোদির কথায় কাজ করছে। প্রবীণ নাগরিকদের এবং অসুস্থদের জন্য আলাদা ভোটদানের ব্যবস্থা করা হয়নি। মোদি এবং অমিত শাহ কুক্ষিগত করে রেখেছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে। মোদি যেটা বলবেন নির্বাচন কমিশনার তাই করবেন। আর এই বিএসএফ, সিআরপিএফ, এরা হচ্ছে অমিত শাহের কুক্ষিগত লোক। যাতে করে মমতার সরকার আসতে না পারে তাই এরা অতি সক্রিয়তা দেখাতে বাধ্য হবেন।"

অন্যদিকে, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বড়জোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এই মহিলা তৃণমূল কর্মীকে দেখা গেল সকাল থেকেই ভোটারদের লাইনে ভোটারদের সঙ্গে কথা বলতে। একেবারে বুথের সামনে উনি ভোটারদেরকে বোঝাতে শুরু করছেন। যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেত্রী ৷ এদিন সকাল থেকেই প্রচণ্ড গরম এবং আর্দ্রতাকে উপেক্ষা করেই সকালবেলায় মহিলাদের লম্বা লাইন দেখা গেল বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে। প্রায় সাড়ে 17 লক্ষ ভোটার রয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। 87 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি প্রায় সাড়ে সাত হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে বিষ্ণুপুরে।

আরও পড়ুন: তাম্রলিপ্ত কার দখলে ? ‘অভিজিৎ’ মূহূর্তের অপেক্ষায় দেবাংশু-সায়নের সঙ্গে প্রাক্তন বিচারপতিও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.