জামালপুর, 7 এপ্রিল: বাঁশের সেতু থেকে আস্ত চারচাকা গাড়ি, হঠাৎ ঝড়ে উলটে গেল সবকিছুই। তৃণমূল নেতা-সহ ঘটনায় আহত দুই। রবিবার সকালে পূর্ব বর্ধমানের জামালপুরের অমরপুর এলাকায় ঝড়ে বেশ কিছু কাঁচা-পাকা অ্যাসবেসটসের বাড়ির চালও উড়ে গিয়েছে। ভেঙে পড়ে একাধিক বড় গাছ। অমরপুর, কোঁড়া, শিয়ালী প্রভৃতি এলাকা ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি ওই সব এলাকায় ত্রিপল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমরপুর এলাকার গ্রামবাসীদের দামোদর নদের উপর দিয়ে পাকা সেতু করার দাবি দীর্ঘদিনের। সেই সেতু না-হওয়ায় ভরসা বাঁশের সেতুই। নিয়ম না-মেনে সেই সেতু দিয়ে ভারী যানবাহনও চলাচল করে। ফলে বিপদের আশঙ্কা থেকে যায়। মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনাও থাকে। রবিবার সকালের দিকে সেই বাঁশের সেতু দিয়ে চারচাকা গাড়িতে চেপে পারাপার করছিলেন তৃণমূল নেতা তপন কুমার দে । তিনি জ্যোৎশ্রীরাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি । হঠাৎ ঝড় শুরু হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যায় । স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর হাসপাতালে পাঠায়। পরে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
গ্রামবাসীদের অভিযোগ, নদীর উপর পাকা সেতুর দাবি দীর্ঘদিনের । প্রতিবার নির্বাচন এলেই বিভিন্ন রাজনৈতিক দল পাকা সেতুর প্রতিশ্রুতি দেয় । কিন্তু নির্বাচন মিটে গেলে আর তাদের দেখা পাওয়া যায় না । চলতি লোকসভা নির্বাচনেও তাদের দাবি পাকা সেতু না পেলে তাঁরা ভোট বয়কট করবেন ।
স্থানীয় বাসিন্দা কামরুল মির্জার কথায়, "সকাল নাগাদ হঠাৎ ঝড় ওঠে । সেই সময় জামালপুরের অমরপুরে কাঠের অস্থায়ী সেতুর উপর দিয়ে পার হচ্ছিলেন। চারচাকা গাড়িটা সেতু থেকে নিচে পড়ে যায় । তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তপন কুমার দে-সহ মোট দু'জন আহত হন । স্থানীয়রা তাদের উদ্ধার করেন ।"
এই ঘটনায় তৃণমূল নেতা ভূতনাথ মালিক বলেন, "আমাদের দীর্ঘদিনের দাবি যে এখানে একটা পাকা ব্রিজ হোক । কিন্তু সেই ব্রিজ হয়নি । তাই ভরসা বাঁশের সেতু । এই সেতুতে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে থাকে । আজকেও একটা ঘটনা ঘটেছে । ঝড়ের সময় একটা গাড়ি উলটে যায় । দু'জন আহত হয়েছে ।"
আরও পড়ুন :