কলকাতা, 25 মার্চ: খাতায়-কলমে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক হলেও নিজের পাড়ায় তিনি দক্ষ সংগঠক। সাংবাদিক পরিচয়ের বাইরেও বিভিন্ন সামাজিক কাজকর্মে নানা সময়ে তাঁর দেখা মেলে। দোলের দিন প্রথাগত ব্যস্ততা খানিকটা কম। আর তাই এই দিনটিতে তাঁর পাড়ার ক্লাব রামমোহন সম্মিলনীর হয়ে প্রভাত ফেরিতে দেখা গেল কুণাল ঘোষকে। হলুদ পাঞ্জাবী, রবীন্দ্র সংগীত আর আবির নিয়ে কচিকাঁচাদের সঙ্গে পথ হাঁটলেন তিনি। তবে এখানেই শেষ নয়, আর পাঁচটা দিনের থেকে আলাদা মুডে ব্যাট হাতেও ছক্কা হাঁকাতে দেখা গেল তৃণমূল নেতাকে ৷
এমনিতে লোকসভা ভোট সামনেই, তাই শহর এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসংযোগে মেতেছেন নেতা থেকে প্রার্থী কিংবা মন্ত্রীরা ৷ ভোটের রং আর দলের রং সেখানে মিলেমিশে একাকার। কিন্তু কুণাল ঘোষকে বিভিন্ন সময় এই রামমোহন সম্মিলনীর নানা অনুষ্ঠানে দেখা যায়। ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষকও তিনি। খুব স্বাভাবিকভাবেই দোলের দিন প্রভাতফেরিতে অংশগ্রহণে তেমন নতুনত্ব নেই। তবে ছুটির মেজাজে যেভাবে ব্যাট হাতে তাঁকে পাওয়া গেল সেটা অবশ্যই নতুন।
এমনিতে বিভিন্ন সময় ময়দানের টেন্টে ফুটবল পায়ে দেখা গিয়েছে তাঁকে। ফুটবল পায়ে বেশ সাবলীল তিনি। কিন্তু এদিন ব্যাট হাতেও বুঝিয়ে দিলেন ক্রিকেটটা নিতান্তই মন্দ খেলেন না তিনি। এদিন এই নিয়ে কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটাই চিরন্তন উত্তর কলকাতার ট্র্যাডিশন। দোল নিয়ে কচিকাঁচা থেকে শুরু করে প্রৌঢ় সকলেরই আনন্দ মোটামুটি এক। আমরা সারা বছর রাজনীতি করি মানুষের পাশে থাকি, তাই এই দিনটাই আলাদা করে রাজনীতির কথা বলতে রাজি নই আমি। বরং আজকের দিনটায় আমি তোমাদের লোক।" দোল উৎসব উদযাপনের ছবি তৃণমূল নেতা এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন নিজেই ৷
আরও পড়ুন: