ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর সভায় যাওয়া নিয়ে বচসা, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত সাঁইথিয়া - TMC Inner Clash

author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 6:03 PM IST

TMC factionalism
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ (নিজস্ব ছবি)

Lok Sabha Election 2024: এক কিলোমিটার দূরে মঞ্চে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঠিক সেই সময় সাঁইথিয়ায় গোষ্ঠী সংঘর্ষে জড়়ালেন শাসকদলের কর্মীরা ৷ দু'পক্ষের হাতাহাতিতে জখম হয়েছেন বেশ কয়েকজন ৷

সাঁইথিয়া, 6 মে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সাঁইথিয়া ৷ বাসে করে সভায় আসা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় । সেই বচসা থেকে প্রথমে হাতাহাতি, পরে তা সংঘর্ষের আকার নেয়। মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় তৎপর হয়ে ওঠে পুলিশ। তড়িঘড়ি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায় ৷

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া রেল মন্দিরের কাছে ৷ বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল-কংগ্রেস প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়ের সমর্থনে সাঁইথিয়ার 16 নম্বর ওয়ার্ডের মেলার মাঠে জনসভা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জনসভা চলাকালীন সভাস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটে ৷ সাঁইথিয়ার রক্ষাকালীতলায় বাঁশ-লাঠি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারামারি হয় । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷

তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী সভায় আসছিলেন দলীয় কর্মীরা। বাসে করে সভায় আসা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। ভাঙচুর করা হয় বাস ৷ ঝামেলা গড়ায় হাতাহাতিতে। ঘটনায় দু'পক্ষের বেশ কয়েকজন অল্পবিস্তর জখম হন ৷ আহতদের সাঁইথিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় ৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূল সাঁইথিয়া 1 ব্লকের সভাপতি সাবের আলির গোষ্ঠীর সঙ্গে সাঁইথিয়া পৌরসভার চেয়ারম্যান বিপ্লব দত্তের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয় ৷ যদিও এই প্রসঙ্গে কোন মন্তব্য করতে চাননি তৃণমূলের বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায় । তবে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য বলেন, "তৃণমূল তো কোন দল নয়, নিজেদের মধ্যে বখরার ভাগ নিয়ে লড়াই ৷ ওদের কোন শৃঙ্খলা নেই, তাই নিজেদের মধ্যে এই মারামারি ।"

আরও পড়ুন:

  1. 'সন্দেশখালি বিজেপি'র ভোটে জেতার ব্লু-প্রিন্ট', বীরভূম থেকে মোদি-শাহকে আক্রমণ মমতার
  2. দ্বিতীয় দফা মিটতেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজিতে আহত 10
  3. ভোটের মুখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল মিনাখাঁ, জখম বিধায়ক ঘনিষ্ঠ 3 কর্মী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.