দুর্গাপুর, 6 ডিসেম্বর: ফের প্রকাশ্য়ে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ টেবিল উল্টে মেলা কমিটির সঙ্গে সংঘর্ষ তৃণমূলের একাংশের ৷ স্লোগান উঠলো 'বহিরাগত হটাও' ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের কল্পতরুর মাঠে । দুর্নীতির অভিযোগ বাংলা কমিটির সভাপতির বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার সভাপতির ৷ পরিস্থিতি সামলাতে দুর্গাপুরের কল্পতরু ময়দানে পৌঁছল পুলিশ ।
দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত গ্যামন ব্রিজ ময়দানে নতুন বছরের শুরুর দিনে কল্পতরু মেলার আয়োজন করা হয় ৷ মেলা চলে 10 দিন । মেলা কমিটির সভাপতি তথা প্রশাসক মণ্ডলির চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় । দিনকয়েক আগে গতবারের মেলা কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তৃণমূলের দুই ওয়ার্ড সভাপতি দেবনারায়ণ সিং এবং দলের কর্মীরা ৷ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় ক্লাব ও দলের কর্মীদের নিয়ে কমিটি তৈরি করে মেলা পরিচালনা করার জন্য লিখিত চিঠি দেন তাঁরা ৷
শুক্রবার হঠাৎ অভিযোগকারী তৃণমূল কর্মীরা এসে দেখেন মেলার স্টল বন্টন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তারপরই উত্তেজনা শুরু হয় মেলার মাঠের সামনে ৷ ময়দানের সামনে একটি টেবিল উল্টে দেওয়া হয় । যাকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে । পরে পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি । পুলিশের সামনেই মেলায় সচ্চতা আনার দাবিতে শুরু হয় তৃণমূল কর্মীদের স্লোগান । যতক্ষণ সুবিচার না-মিলছে ততদিন এই আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরত তৃণমূল কর্মীরা । যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন মেলা কমিটির সভাপতি।
তবে কমিটি তৈরি নিয়ে জেলার দুই মন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানান দুর্গাপুরের প্রাক্তন মেয়র । এদিকে, মেলার দখল কাদের হাতে থাকবে ? এই প্রশ্নে সুর চড়িয়েছে বিরোধীরা ৷ মেলা থেকে প্রচুর রোজগার হয় বলেই এতো লড়াই, এই অভিযোগ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের । সব মিলিয়ে কল্পতরু উৎসব শুরুর আগে থেকে উত্তপ্ত দুর্গাপুর ৷