ETV Bharat / state

আড়িয়াদহর ঘটনায় ফেরার মূল অভিযুক্ত জয়ন্ত সিং, দলীয় কর্মীর কুকীর্তিতে চাপে তৃণমূল - ARIADAHA LYNCHING INCIDENT - ARIADAHA LYNCHING INCIDENT

TMC Under Pressure in Belgharia Incident: তোলাবাজি থেকে শুরু করে জুয়ার ঠেক বা মধুচক্র চালানোর অভিযোগ উঠেছে জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে ৷ তিনি তৃণমূলের সক্রীয় কর্মী ৷ দলীয় কর্মীর বিরুদ্ধে একের পর এক কুকীর্তি সামনে আসায় অস্বস্তিতে ঘাসফুল শিবির ৷

Mob Lynching in Belgharia
তৃণমূল কর্মী জয়ন্ত সিং (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 8:38 PM IST

বেলঘরিয়া, 3 জুলাই: আড়িয়াদহ-কাণ্ডে 'ফেরার' মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের কুকীর্তির যেন কোনও শেষ নেই ! এবারই প্রথম নয় । এক বছর আগেও তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে আড়িয়াদহে গুলি চালানোর অভিযোগ উঠেছিল এই 'বাহুবলী'-র বিরুদ্ধে । গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কারও প্রাণ যায়নি ৷ তবে কয়েকদিন পর তাঁর গুন্ডাবাহিনীর হামলায় গুরুতর জখম হন তৃণমূলের এক যুব নেতা ।

এখানেই শেষ নয় ৷ এছাড়াও একাধিক অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে শাসক শিবিরের দাপুটে এই কর্মীর বিরুদ্ধে । এলাকায় কান পাতলেই শোনা যায় তাঁর কথা । মা ও ছেলেকে মারধরের ঘটনার পর এলাকার লোকজনের ক্ষোভই বলে দিয়েছিল, তাঁরা কতটা ক্ষুদ্ধ এই জয়ন্ত সিংয়ের 'দাদাগিরি' নিয়ে । ভয়ে এতদিন যাঁরা মুখ খোলার সাহস পেতেন না, তাঁরাই এখন এই 'বাহুবলী'র কুকর্মের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন ।

কিন্তু কেন তিনি এতটা বেপরোয়া ? কার হাত রয়েছে এই জয়ন্ত সিংয়ের মাথায় ?এই নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে । জয়ন্তর সঙ্গে একাধিক শাসক নেতার ছবি সামনে এসেছে । তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কামারহাটির 'গ্ল্যামারাস' বিধায়ক মদন মিত্র। তাঁর সঙ্গে জয়ন্তর ছবি প্রকাশ্যে আসায় নতুন করে এনিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতি মহলে । মদন মিত্রের ঘনিষ্ঠ হওয়ায় কী তাঁর এত দাপট এলাকায় ? এই মদন মিত্রের হাত ধরেই একসময় তৃণমূলে যোগদান করেন জয়ন্ত সিং। পরবর্তীতে তাঁর সঙ্গে নাকি মদন মিত্রের দূরত্ব তৈরি হয় । যদি তাই হয়ে থাকে তাহলে তিনি কার মদতে এলাকা দাপিয়ে বেড়াচ্ছিলেন- এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনীতির অন্দরে ।

সূত্রের খবর, তাঁকে এলাকায় 'জায়েন্ট সিং' নামে চিনত সকলে । আড়িয়াদহ এলাকায় কেউ তাঁকে বলেন 'ডন' ৷ কেউ আবার বলেন 'বস'। এলাকায় তিনি সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। পার্টিতে যোগ দিয়েই তিনি এলাকার প্রভাবশালী শাসক নেতাদের সংস্পর্শে চলে আসেন । যার ফলে আড়িয়াদহ এলাকায় দাপট বাড়তে শুরু করে তাঁর । একদিকে, এলাকার দখলদারি কায়েম করতে নিজস্ব বাহিনী তৈরি করে গুণ্ডাগিরি করা । অন‍্যদিকে, তোলাবাজি করা থেকে শুরু করে সাট্টা-জুয়ার ঠেক বা মধুচক্র মতো অপরাধেও হাত পাকিয়ে ছিলেন দাপুটে এই শাসক দলের কর্মী । তাঁর একের পর এক কুকীর্তি সামনে আসায় অস্বস্তিতে শাসক শিবির । ইতিমধ্যে আড়িয়াদহর ঘটনায় তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, গুরুতর আঘাত-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে বেলঘরিয়া থানার পুলিশ । এর মধ্যে কয়েকটি জামিন অযোগ্য ধারাও রয়েছে । এই মুহূর্তে জয়ন্ত সিংয়ের কোনও খোঁজ নেই । ঘটনার তিনদিন পরেও অধরা আড়িয়াদহ-কাণ্ডের 'মাস্টারমাইন্ড' ! পুলিশ বলছে, "তাঁর খোঁজে তল্লাশি চলছে ।" কিন্তু তারপরও প্রশ্ন থেকেই যায়, শাসকদলের প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ হওয়ার কারণেই কী তাঁকে ধরছে না পুলিশ ? উত্তর মিলবে সময়ে ৷

বেলঘরিয়া, 3 জুলাই: আড়িয়াদহ-কাণ্ডে 'ফেরার' মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের কুকীর্তির যেন কোনও শেষ নেই ! এবারই প্রথম নয় । এক বছর আগেও তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে আড়িয়াদহে গুলি চালানোর অভিযোগ উঠেছিল এই 'বাহুবলী'-র বিরুদ্ধে । গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কারও প্রাণ যায়নি ৷ তবে কয়েকদিন পর তাঁর গুন্ডাবাহিনীর হামলায় গুরুতর জখম হন তৃণমূলের এক যুব নেতা ।

এখানেই শেষ নয় ৷ এছাড়াও একাধিক অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে শাসক শিবিরের দাপুটে এই কর্মীর বিরুদ্ধে । এলাকায় কান পাতলেই শোনা যায় তাঁর কথা । মা ও ছেলেকে মারধরের ঘটনার পর এলাকার লোকজনের ক্ষোভই বলে দিয়েছিল, তাঁরা কতটা ক্ষুদ্ধ এই জয়ন্ত সিংয়ের 'দাদাগিরি' নিয়ে । ভয়ে এতদিন যাঁরা মুখ খোলার সাহস পেতেন না, তাঁরাই এখন এই 'বাহুবলী'র কুকর্মের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন ।

কিন্তু কেন তিনি এতটা বেপরোয়া ? কার হাত রয়েছে এই জয়ন্ত সিংয়ের মাথায় ?এই নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে । জয়ন্তর সঙ্গে একাধিক শাসক নেতার ছবি সামনে এসেছে । তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কামারহাটির 'গ্ল্যামারাস' বিধায়ক মদন মিত্র। তাঁর সঙ্গে জয়ন্তর ছবি প্রকাশ্যে আসায় নতুন করে এনিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতি মহলে । মদন মিত্রের ঘনিষ্ঠ হওয়ায় কী তাঁর এত দাপট এলাকায় ? এই মদন মিত্রের হাত ধরেই একসময় তৃণমূলে যোগদান করেন জয়ন্ত সিং। পরবর্তীতে তাঁর সঙ্গে নাকি মদন মিত্রের দূরত্ব তৈরি হয় । যদি তাই হয়ে থাকে তাহলে তিনি কার মদতে এলাকা দাপিয়ে বেড়াচ্ছিলেন- এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনীতির অন্দরে ।

সূত্রের খবর, তাঁকে এলাকায় 'জায়েন্ট সিং' নামে চিনত সকলে । আড়িয়াদহ এলাকায় কেউ তাঁকে বলেন 'ডন' ৷ কেউ আবার বলেন 'বস'। এলাকায় তিনি সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। পার্টিতে যোগ দিয়েই তিনি এলাকার প্রভাবশালী শাসক নেতাদের সংস্পর্শে চলে আসেন । যার ফলে আড়িয়াদহ এলাকায় দাপট বাড়তে শুরু করে তাঁর । একদিকে, এলাকার দখলদারি কায়েম করতে নিজস্ব বাহিনী তৈরি করে গুণ্ডাগিরি করা । অন‍্যদিকে, তোলাবাজি করা থেকে শুরু করে সাট্টা-জুয়ার ঠেক বা মধুচক্র মতো অপরাধেও হাত পাকিয়ে ছিলেন দাপুটে এই শাসক দলের কর্মী । তাঁর একের পর এক কুকীর্তি সামনে আসায় অস্বস্তিতে শাসক শিবির । ইতিমধ্যে আড়িয়াদহর ঘটনায় তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, গুরুতর আঘাত-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে বেলঘরিয়া থানার পুলিশ । এর মধ্যে কয়েকটি জামিন অযোগ্য ধারাও রয়েছে । এই মুহূর্তে জয়ন্ত সিংয়ের কোনও খোঁজ নেই । ঘটনার তিনদিন পরেও অধরা আড়িয়াদহ-কাণ্ডের 'মাস্টারমাইন্ড' ! পুলিশ বলছে, "তাঁর খোঁজে তল্লাশি চলছে ।" কিন্তু তারপরও প্রশ্ন থেকেই যায়, শাসকদলের প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ হওয়ার কারণেই কী তাঁকে ধরছে না পুলিশ ? উত্তর মিলবে সময়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.