কলকাতা, 4 এপ্রিল: কোচবিহারে হাইভোল্টেজ নির্বাচনী প্রচার হয়ে গেল বৃহস্পতিবার বিকেলে ৷ একইদিনে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লোকসভা নির্বাচনের প্রচার ঝড়ের মাঝেই একে অপরকে টেক্কা দেওয়ার পালা চলল সোশাল মিডিয়াতেও। ভোটের ময়দানে তৃণমূল-বিজেপি কেউ কাউকে জমি ছাড়তে নারাজ ৷ তবে সোশাল মিডিয়ার এই যুদ্ধে টিম বিজেপিকে মাত দিল টিম তৃণমূল ।
প্রধানমন্ত্রী কোচবিহারের রাসমেলার ময়দানে সভা করেন আজ । দিনভর তাই আলোচনায় যে তিনি থাকবেন সেটাই স্বাভাবিক । বৃহস্পতিবার তাই সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে ট্রেন্ডিং সাবজেক্টের অন্যতম বিষয়বস্তু ছিলেন নরেন্দ্র মোদি ৷ তবে প্রথম নয়, এক্স হ্যান্ডেলে তৃতীয় স্থানে ছিল #modimoyposchimbonga । তবে মোদির রাজ্য সফরের দিনেই সকলকে চমকে দিয়েছে আরও একটি বিষয়, যা সরাসরি পশ্চিমবঙ্গের সঙ্গেই সম্পর্কযুক্ত। তা হল সোশাল মিডিয়ার দ্বিতীয় ট্রেন্ড ৷ সেখানে ট্রেন্ডিং হিসাবে জায়গা করে নিয়েছে #releasewhitepaper । বুধবারই তৃণমূলের তরফে নরেন্দ্র মোদিকে আবাস যোজনা ইস্যুতে কোচবিহারের সভা থেকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছোড়া হয় ৷ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই চ্যালেঞ্জ করেছেন মোদিকে ৷
দেখা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল চারটে পর্যন্ত এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর রাজ্যে সফর ঘিরে পোস্ট হয়েছে 17.8 হাজার। অন্যদিকে তৃণমূল কংগ্রেস গত কয়েক দিন ধরে আবাস যোজনা নিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে যে শ্বেতপত্রের দাবি জানাচ্ছিল সেই সংক্রান্ত পোস্ট হয়েছে 39.6 হাজার । স্বাভাবিকভাবেই সোশাল মিডিয়ার যুদ্ধে রীতিমতো গেরুয়া শিবিরকে টেক্কা দিয়েছে তৃণমূল কংগ্রেস, তার প্রমাণ হাতেনাতে ৷
এদিন এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "পাঁচশো ঘণ্টারও বেশি অতিবাহিত হয়ে গিয়েছে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে চ্যালেঞ্জ করেছেন তা অব্যাহত । প্রধানমন্ত্রী বাংলার মানুষ আপনার জবাব চায় । আপনি কি শ্বেতপত্র প্রকাশ করবেন ?"
রাজ্যের শাসক দলের অপর নেত্রী তথা মন্ত্রী শশী পাঁজা বলেন, "আবাস যোজনা নিয়ে জেনে শুনে মিথ্যাচার করছে বিজেপি । তাই বাংলার মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে শ্বেতপত্র চাইছেন । সাধারণ মানুষের উদ্দেশ্যে সেই শ্বেতপত্র প্রকাশ করা কী প্রধানমন্ত্রীর দায়িত্ব নয় ।" সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শ্বেতপত্রের দাবি নিয়ে তিনি কী বলেন তা জানতে আগ্রহী গোটা দেশ । জবাব দেবেন কি প্রধানমন্ত্রী ?
আরও পড়ুন: