ETV Bharat / state

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি, ইডি দফতরে হাজিরা পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলরের - বাপ্পাদিত্য দাসগুপ্ত

Teacher Recruitment Scam: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত কলকাতা পৌরনিগমের 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্ত।

Etv Bharat
ইডি দফতরে পার্থ ঘনিষ্ট কাউন্সিলর বাপ্পাদিত্য
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 5:52 PM IST

ইডি দফতরে হাজিরা দিলেন বাপ্পাদিত্য

কলকাতা, 8 ফেব্রুয়ারি: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট কলকাতা পৌর সভার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্ত। নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে তাঁকে ইডির মুখোমুখি হতে হয়েছে বলে জানা গিয়েছে ৷ সম্পত্তির হিসেব ও ব্যাংকের লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ইডির প্রশ্নের মুখে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত বাপ্পাদিত্য ৷

বৃহস্পতিবার ইডি দফতরে প্রবেশ করার সময় ব্যাপাদিত্য বলেন, "আজকে ইনকাম স্টেটমেন্ট, আইটি রিটার্ন, অ্যাসেট লায়াবিলিটি ডিটেলস-এর কাগজগুলো চেয়েছে, সেগুলো নিয়ে এসেছি। দেখা যাক। কথা বলি। আইটি রিটার্ন রয়েছে 12 বছরের। যা যা কাগজ চেয়েছে সেইগুলো নিয়ে এসেছি। আমি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই হয়তো আমায় ডাকা হচ্ছে । প্রাথমিকের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। সিবিআই যখন বাড়িতে রেড করে যে এডমিট কার্ড পেয়েছে একটাও প্রাথমিকের নয়। সেগুলো জমা করে দেবো।"

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে নিয়োগকাণ্ডে নাম জড়ায় বাপ্পাদিত্যের। তাঁর পাটুলির বৈষ্ণবঘাটার বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । সেখান থেকে দুটি মোবাইল ফোন-সহ বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছিল । তার মধ্যে চাকরি সংক্রান্ত নথিও পাওয়া গিয়েছিল বলে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বাপ্পাদিত্যের। সেই কারণে নিয়োগ মামলায় পার্থ-র ভূমিকা সম্পর্কে বাপ্পাদিত্য অনেকটাই জানেন বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । প্রাথমিকের নিয়োগের ব্যাপারে পার্থর কী ভূমিকা ছিল, তা-ও খতিয়ে দেখতে চাইছে ইডি। সেই কারণেই ইডি মনে করছে ব্যাপাদিত্যকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বেরিয়ে আসবে। এর আগে 25 জানুয়ারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন বাপ্পাদিত্য দাসগুপ্ত ৷

আরও পড়ুন:

1. শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতারির দাবি, গ্রামবাসীদের ক্ষোভে অগ্নিগর্ভ সন্দেশখালি

2. রাজ্যে সংশোধনাগারে লালসার শিকার 196 মহিলা সন্তানের জন্ম দিয়েছেন ! বিস্মিত হাইকোর্ট

3. মালদায় নাবালিকা খুনে 'নরবলি' তত্ত্ব, ময়নাতদন্তের রিপোর্ট পেতেই মত পুলিশের একাংশের

ইডি দফতরে হাজিরা দিলেন বাপ্পাদিত্য

কলকাতা, 8 ফেব্রুয়ারি: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট কলকাতা পৌর সভার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্ত। নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে তাঁকে ইডির মুখোমুখি হতে হয়েছে বলে জানা গিয়েছে ৷ সম্পত্তির হিসেব ও ব্যাংকের লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ইডির প্রশ্নের মুখে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত বাপ্পাদিত্য ৷

বৃহস্পতিবার ইডি দফতরে প্রবেশ করার সময় ব্যাপাদিত্য বলেন, "আজকে ইনকাম স্টেটমেন্ট, আইটি রিটার্ন, অ্যাসেট লায়াবিলিটি ডিটেলস-এর কাগজগুলো চেয়েছে, সেগুলো নিয়ে এসেছি। দেখা যাক। কথা বলি। আইটি রিটার্ন রয়েছে 12 বছরের। যা যা কাগজ চেয়েছে সেইগুলো নিয়ে এসেছি। আমি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই হয়তো আমায় ডাকা হচ্ছে । প্রাথমিকের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। সিবিআই যখন বাড়িতে রেড করে যে এডমিট কার্ড পেয়েছে একটাও প্রাথমিকের নয়। সেগুলো জমা করে দেবো।"

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে নিয়োগকাণ্ডে নাম জড়ায় বাপ্পাদিত্যের। তাঁর পাটুলির বৈষ্ণবঘাটার বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । সেখান থেকে দুটি মোবাইল ফোন-সহ বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছিল । তার মধ্যে চাকরি সংক্রান্ত নথিও পাওয়া গিয়েছিল বলে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বাপ্পাদিত্যের। সেই কারণে নিয়োগ মামলায় পার্থ-র ভূমিকা সম্পর্কে বাপ্পাদিত্য অনেকটাই জানেন বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । প্রাথমিকের নিয়োগের ব্যাপারে পার্থর কী ভূমিকা ছিল, তা-ও খতিয়ে দেখতে চাইছে ইডি। সেই কারণেই ইডি মনে করছে ব্যাপাদিত্যকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বেরিয়ে আসবে। এর আগে 25 জানুয়ারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন বাপ্পাদিত্য দাসগুপ্ত ৷

আরও পড়ুন:

1. শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতারির দাবি, গ্রামবাসীদের ক্ষোভে অগ্নিগর্ভ সন্দেশখালি

2. রাজ্যে সংশোধনাগারে লালসার শিকার 196 মহিলা সন্তানের জন্ম দিয়েছেন ! বিস্মিত হাইকোর্ট

3. মালদায় নাবালিকা খুনে 'নরবলি' তত্ত্ব, ময়নাতদন্তের রিপোর্ট পেতেই মত পুলিশের একাংশের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.