ETV Bharat / state

খড়গ্রামে চলল গুলি, গ্রেফতার তৃণমূলের অঞ্চল সভাপতি - TMC Congress Clash

Gun Fire at Khargram: ভোটের আবহে ফের উত্তেজনা মুর্শিদাবাদে ৷ এবার খড়গ্রামে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার তৃণমূলের অঞ্চল সভাপতি ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 5:07 PM IST

Updated : May 1, 2024, 6:21 PM IST

খড়গ্রামে চলল গুলি

খড়গ্রাম, 1 মে: ভোটের বাকি আর মাত্র 6 দিন ৷ কিন্তু তার আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে চলল গুলি। খড়গ্রাম থানার দিয়ার মল্লিকপুরে তৃণমূলের পতাকা হাতে প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ উঠল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। পরপর দু'রাউন্ড গুলি চালানো হয়েছে বলে খবর। অভিযুক্ত অঞ্চল তৃণমূল সভাপতি কবীর শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

খড়গ্রামের বিধায়ক আশিষ মার্জিত বলেন, "আমি মুখ্যমন্ত্রীর সভায় ব্যস্ত ছিলাম। কী হয়েছে খোঁজ নিয়ে দেখছি। অপরাধী যেই হোক আইন সবার জন্য সমান।" কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী বলেন, "তৃণমূলের সর্বনাশের দিন খুবই সামনে। নিজেদের সর্বনাশ বুঝতে পেরে তৃণমূল নেতারা বেপরোয়া হয়ে উঠেছে।"

গত কয়েকদিন ধরে বিস্ফোরণ, বোমাবাজিতে উত্তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদ। কার্যত বেলডাঙা, রেজিনগর, নবগ্রাম জ্বলছে। নির্বাচন যত এগিয়ে আসেছে মুর্শিদাবাদ ততই অগ্নিগর্ভ হয়ে উঠছে। পঞ্চায়েত নির্বাচনে এখানেই রাজনীতির বলি হয়েছিলেন এক কংগ্রেস সমর্থক। খড়গ্রামের সাদলে সেই খুনের ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস গিয়েছিলেন মৃতের পরিবারে দেখা করতে।

জানা গিয়েছে, এদিন জমি সংক্রান্ত বিবাদ নিতে প্রথমে দু'পক্ষের মধ্যা বচসা শুরু হয় ৷ পরে তা হাতাহাতিতে পৌঁছয়। ঘটনাকে কেন্দ্র করে অগ্মিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূলের পতাকা হাতেই গুলি চালাতে দেখা গিয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতিকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রথমে আটক করে থানায় নিয়ে যাওয়া হলেও পরে অঞ্চল সভাপতি কবীর শেখকে গ্রেফতার করে পুলিশ ৷

এদিন একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ যেখানে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে তৃণমূল ও কংগ্রেসের সমর্থকদের মধ্যে বচসা হতে দেখা যায় ৷ পুরো ঘটনাটি ঘর থেকে কেউ রেকর্ডিং করেন ৷ সেখানে দেখা যায় বচসা বাড়তে বাড়তে হাতাহাতিতে পৌঁছয় ৷ তারপরেই এক ব্যক্তি, তৃণমূলের অঞ্চল সভাপতিকে বন্দুক হাতে দেখা যায় ৷ ইতিমধ্যে গত দু'দিনে রেজিনগরে 57টি বোমা উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন

1. কাঁটা মুর্শিদাবাদ, তৃতীয় দফায় শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর কমিশন

2. মুর্শিদাবাদ ইস্যুতে কড়া কমিশন, বেলডাঙা বিস্ফোরণ কাণ্ডের রিপোর্ট তলব

3. মুর্শিদাবাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কমিশন

খড়গ্রামে চলল গুলি

খড়গ্রাম, 1 মে: ভোটের বাকি আর মাত্র 6 দিন ৷ কিন্তু তার আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে চলল গুলি। খড়গ্রাম থানার দিয়ার মল্লিকপুরে তৃণমূলের পতাকা হাতে প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ উঠল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। পরপর দু'রাউন্ড গুলি চালানো হয়েছে বলে খবর। অভিযুক্ত অঞ্চল তৃণমূল সভাপতি কবীর শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

খড়গ্রামের বিধায়ক আশিষ মার্জিত বলেন, "আমি মুখ্যমন্ত্রীর সভায় ব্যস্ত ছিলাম। কী হয়েছে খোঁজ নিয়ে দেখছি। অপরাধী যেই হোক আইন সবার জন্য সমান।" কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী বলেন, "তৃণমূলের সর্বনাশের দিন খুবই সামনে। নিজেদের সর্বনাশ বুঝতে পেরে তৃণমূল নেতারা বেপরোয়া হয়ে উঠেছে।"

গত কয়েকদিন ধরে বিস্ফোরণ, বোমাবাজিতে উত্তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদ। কার্যত বেলডাঙা, রেজিনগর, নবগ্রাম জ্বলছে। নির্বাচন যত এগিয়ে আসেছে মুর্শিদাবাদ ততই অগ্নিগর্ভ হয়ে উঠছে। পঞ্চায়েত নির্বাচনে এখানেই রাজনীতির বলি হয়েছিলেন এক কংগ্রেস সমর্থক। খড়গ্রামের সাদলে সেই খুনের ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস গিয়েছিলেন মৃতের পরিবারে দেখা করতে।

জানা গিয়েছে, এদিন জমি সংক্রান্ত বিবাদ নিতে প্রথমে দু'পক্ষের মধ্যা বচসা শুরু হয় ৷ পরে তা হাতাহাতিতে পৌঁছয়। ঘটনাকে কেন্দ্র করে অগ্মিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূলের পতাকা হাতেই গুলি চালাতে দেখা গিয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতিকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রথমে আটক করে থানায় নিয়ে যাওয়া হলেও পরে অঞ্চল সভাপতি কবীর শেখকে গ্রেফতার করে পুলিশ ৷

এদিন একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ যেখানে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে তৃণমূল ও কংগ্রেসের সমর্থকদের মধ্যে বচসা হতে দেখা যায় ৷ পুরো ঘটনাটি ঘর থেকে কেউ রেকর্ডিং করেন ৷ সেখানে দেখা যায় বচসা বাড়তে বাড়তে হাতাহাতিতে পৌঁছয় ৷ তারপরেই এক ব্যক্তি, তৃণমূলের অঞ্চল সভাপতিকে বন্দুক হাতে দেখা যায় ৷ ইতিমধ্যে গত দু'দিনে রেজিনগরে 57টি বোমা উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন

1. কাঁটা মুর্শিদাবাদ, তৃতীয় দফায় শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর কমিশন

2. মুর্শিদাবাদ ইস্যুতে কড়া কমিশন, বেলডাঙা বিস্ফোরণ কাণ্ডের রিপোর্ট তলব

3. মুর্শিদাবাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কমিশন

Last Updated : May 1, 2024, 6:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.