কলকাতা, 13 মার্চ: রাজ্যের জনগণের অধিকারের পক্ষে সওয়াল করে 'বাংলার অধিকার যাত্রা' শুরু করল তৃণমূল কংগ্রেস । বুধবার বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা অধিকার যাত্রায় অংশ নেন ৷ তাঁদের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা করছে ।
তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এ দিন মানুষের কথা শোনার এবং তাঁদের উদ্বেগ বোঝার গুরুত্বের উপর জোর দিয়েছেন । তিনি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বর্গাভীমা মন্দিরে যান এবং রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগে সরব হন ৷ জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করেন দেবাংশু ৷
দলের সোশাল মিডিয়া শাখার প্রধান দেবাংশু বলেন, "আমি এখানে মানুষের সমস্যার কথা শুনতে এবং তাঁদের পাশে থাকার জন্য আমার প্রতিশ্রুতি নিশ্চিত করতে এসেছি । আমাদের প্রচারাভিযানগুলি তাঁদের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য ।"
প্রচারের সময় 'খেলা হবে' স্লোগান তোলের দেবাংশু ৷ তাঁর পরামর্শ, বিজেপি শাসনের অধীনে জনগণের গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম ইতিমধ্যেই শুরু হয়েছে । ব্রিগেড সমাবেশের তিন দিন পরে আজ শুরু হয় এই বাংলার অধিকার যাত্রা ৷ সরকারি প্রকল্পের অধীনে দরিদ্রদের জন্য ন্যায্য মজুরি নিশ্চিত করতে এই যাত্রার ডাক দিয়েছে তৃণমূল ৷ দলের প্রার্থীরা 'কেন্দ্রের বৈষম্য' তুলে ধরতে প্রতিটি নির্বাচনী এলাকায় মনরেগা এবং আবাস যোজনার মতো প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে দেখা করতে চান ।
10 দিনের এই প্রচার শুরু হয়েছে মেদিনীপুর, বালুরঘাট, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা উত্তর ও মালদা দক্ষিণ-সহ বিভিন্ন নির্বাচনী এলাকায় । মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করতে এবং তাঁদের সমস্যাগুলি সমাধানের জন্য দরজায় দরজায় যাওয়া থেকে শুরু করে পদযাত্রায় অংশ নেন ৷
তিনি বলেন, "আমি এখানে এসেছি জনগণের অধিকারের জন্য লড়াই করার জন্য আমার দলের প্রতিশ্রুতির কথা জানাতে । আমরা 'মা-মাটি-মানুষ'-এর 'অধিকার'-এ বিশ্বাস করি । প্রচারাভিযান চলবে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 16 মার্চ একটি সভায় ভাষণ দিতে আসবেন ।"
অন্যান্য তৃণমূল প্রার্থী, যেমন ঘাটাল থেকে দেব এবং কোচবিহার থেকে পার্থপ্রতিম রায়ও প্রচারে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন । (পিটিআই)
আরও পড়ুন: