ETV Bharat / state

'আমাকে নয়, ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে', ভোটপ্রচারে বার্তা শর্মিলার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: বর্ধমান কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন চিকিৎসক শর্মিলা সরকার ৷ তিনি পেশায় মনোরোগ বিশেষজ্ঞ ৷ তাঁর প্রতিপক্ষ বিজেপির অসীম সরকার ৷ ভোটের প্রচারে

ETV Bharat
নির্বাচনী প্রচারে শর্মিলা সরকার
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 2:01 PM IST

কালনা, 28 মার্চ: প্রচারে নেমে তৃণমূলের প্রার্থী ডাঃ শর্মিলা সরকারকে কটাক্ষ করে গান বেঁধেছিলেন বিজেপি প্রার্থী অসীম সরকার ৷ বুধবার প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী টিপ্পনি কেটে বলেন, "তিনি যত এই ধরনের মন্তব্য করবেন ততই তৃণমূলের লাভ হবে ৷" বিজেপির প্রার্থী ঘোষণার পরেই প্রচারে নামেন অসীম সরকার ৷

তিনি গানের সুরে আক্রমণ করেন পূর্ব বর্ধমানের তৃণমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকারকে ৷ অসীম বলেন, "আমি গুনগুন করে একটা গান বাঁধছিলাম ৷ সেটা হচ্ছে 'ওমা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার ৷ তুমি অদৃশ্য মন দেখতে পারো, কিন্তু চোর দেখার চোখ নেই তো মা, শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার' ৷"

বুধবার কালনা এলাকায় প্রচার করতে যান তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার ৷ সেখানে বিভিন্ন এলাকায় তিনি প্রচার করেন ৷ প্রচার করতে গিয়ে শর্মিলা জানান, তিনি কাটোয়ার অগ্রদ্বীপ এলাকার মেয়ে ৷ সেখানেই তাঁর স্কুল ও কলেজ জীবন কেটেছে ৷ পরে তিনি আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগ দেন ৷ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন বলে জানান শর্মিলা ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাঁর সঙ্গী হওয়ার জন্যই আজ তিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন ৷ মানুষের আশীর্বাদ পেলে সাধারণ মানুষের কথা সংসদে পৌঁছে দেবেন তিনি ৷ তাই তাঁকে দেখে নয়, মানুষ যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয় ৷ বিজেপি প্রার্থী অসীম সরকারের কটাক্ষ প্রসঙ্গে শর্মিলা বলেন, "তিনি বয়স্ক মানুষ ৷ তাঁর প্রচার করার ধারা আলাদা ৷ তিনি এইসব কথা বলে আনন্দ পেতে চান ৷ তাই তাঁকে কিছু বলার জন্য বাধা দিতে চাই না ৷ বরং তিনি কিছু বললে আখেরে তৃণমূলেরই লাভ হবে ৷"

আরও পড়ুন:

  1. কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারে ব্যস্ত! দিল্লিতে ইডি হাজিরা দিলেন না মহুয়া
  2. 'কংগ্রেসে দাঁড়িয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছিল, এবার কী হয়!', কীর্তি আজাদকে কটাক্ষ দিলীপের

কালনা, 28 মার্চ: প্রচারে নেমে তৃণমূলের প্রার্থী ডাঃ শর্মিলা সরকারকে কটাক্ষ করে গান বেঁধেছিলেন বিজেপি প্রার্থী অসীম সরকার ৷ বুধবার প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী টিপ্পনি কেটে বলেন, "তিনি যত এই ধরনের মন্তব্য করবেন ততই তৃণমূলের লাভ হবে ৷" বিজেপির প্রার্থী ঘোষণার পরেই প্রচারে নামেন অসীম সরকার ৷

তিনি গানের সুরে আক্রমণ করেন পূর্ব বর্ধমানের তৃণমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকারকে ৷ অসীম বলেন, "আমি গুনগুন করে একটা গান বাঁধছিলাম ৷ সেটা হচ্ছে 'ওমা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার ৷ তুমি অদৃশ্য মন দেখতে পারো, কিন্তু চোর দেখার চোখ নেই তো মা, শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার' ৷"

বুধবার কালনা এলাকায় প্রচার করতে যান তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার ৷ সেখানে বিভিন্ন এলাকায় তিনি প্রচার করেন ৷ প্রচার করতে গিয়ে শর্মিলা জানান, তিনি কাটোয়ার অগ্রদ্বীপ এলাকার মেয়ে ৷ সেখানেই তাঁর স্কুল ও কলেজ জীবন কেটেছে ৷ পরে তিনি আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগ দেন ৷ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন বলে জানান শর্মিলা ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাঁর সঙ্গী হওয়ার জন্যই আজ তিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন ৷ মানুষের আশীর্বাদ পেলে সাধারণ মানুষের কথা সংসদে পৌঁছে দেবেন তিনি ৷ তাই তাঁকে দেখে নয়, মানুষ যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয় ৷ বিজেপি প্রার্থী অসীম সরকারের কটাক্ষ প্রসঙ্গে শর্মিলা বলেন, "তিনি বয়স্ক মানুষ ৷ তাঁর প্রচার করার ধারা আলাদা ৷ তিনি এইসব কথা বলে আনন্দ পেতে চান ৷ তাই তাঁকে কিছু বলার জন্য বাধা দিতে চাই না ৷ বরং তিনি কিছু বললে আখেরে তৃণমূলেরই লাভ হবে ৷"

আরও পড়ুন:

  1. কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারে ব্যস্ত! দিল্লিতে ইডি হাজিরা দিলেন না মহুয়া
  2. 'কংগ্রেসে দাঁড়িয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছিল, এবার কী হয়!', কীর্তি আজাদকে কটাক্ষ দিলীপের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.