ব্যারাকপুর, 4 জুন: ব্যারাকপুরে গড় ধরে রাখতে পারলেন না অর্জুন সিং ৷ দলবদলের পর লোকসভা নির্বাচনে পরাজিত তিনি ৷ তাঁকে হারিয়ে জয়ী হলেন পার্থ ভৌমিক। রাজ্যে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর অন্যতম চর্চিত হয়ে উঠেছিল পার্থ-ভৌমিক ব্যাটলের কারণেই। একদিকে, ভাটপাড়া, জগদ্দলের মতো জায়গায় ভোট পূর্ববর্তী সময়ে লাগাতার অশান্তি, অন্যদিকে ব্যারাকপুরের সাংসদের বারংবার দলবদল ৷ সবমিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই লোকসভা কেন্দ্র।
গণনার মাঝপর্ব থেকেই যা ট্রেন্ড ছিল, তাতে বোঝাই যাচ্ছিল জয় পার্থ ভৌমিকেরই হচ্ছে ৷ শেষমেশ লিড ধরে রেখে শেষ হাসি হাসলেন রাজ্যের মন্ত্রী ৷ পার্থ ভৌমিক এই জয়কে 'ব্যারাকপুরের মা-মাটি-মানুষের জয়' বলে উল্লেখ করেন। আগামিদিনে ব্যারাকপুরে গুন্ডারাজ হতে দেবেন না বলে জানান প্রতিজ্ঞাবদ্ধ পার্থ ভৌমিক। প্রতিদ্বন্দ্বী অর্জুন সিংকে একদা তাঁর সতীর্থ হারালেন 64 হাজার 438 ভোটের ব্যবধানে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নৈহাটি, ব্যারাকপুর এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা আসন গঠিত।
গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছিলেন অর্জুন সিং। তারপরে আবার একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। কিন্তু 2024-র লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রে তাঁকে টিকিট দেয়নি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ তাতে অভিমানী হয়ে ফের ফুল বদল করেন অর্জুন। বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাঁকে ব্যারাকপুর কেন্দ্রের টিকিট দেওয়া হয়। কিন্তু গেরুয়া শিবিরে পদ্ম ফোটাতে পারলেন না তিনি ৷ কিন্তু তৃণমূল কংগ্রেস আগে থেকেই পরিকল্পনা করে পার্থ ভৌমিককে প্রার্থী করেছিলেন ব্যারাকপুর কেন্দ্রে। দলকে নিরাশ নয়, বরং জিতে সংসদে যাচ্ছেন পার্থ ভৌমিক ৷