বাগদা, 10 জুলাই: ভোটের দিন ভারত সরকারের স্টিকার লাগানো গাড়িতে চড়ার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের বিরুদ্ধে ৷ যদিও সেই অভিযোগকে আমল দিতে নারাজ বাগদার তৃণমূল প্রার্থী ৷
বুধবার চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন চলছে ৷ এর মাঝেই ভারত সরকারের স্টিকার লাগানো গাড়ি চড়ে বুথে বুথে ঘুড়ছেন বাগদার তৃণমূল প্রার্থী ৷ ওই গাড়িতে ছিলেন মধুপর্ণা ঠাকুরের মা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরও । যা নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷ সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মমতাবালা ঠাকুর জানান, ভোটের দিন প্রার্থী এই গাড়িটা ব্যবহার করবেন বলে নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন অনুমতি দেওয়ার পর মধুপর্ণা সেই গাড়ি ব্যবহার করছেন বলেও জানান তৃণমূল রাজ্যসভার সাংসদ।
যদিও বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আর বিতর্ক শুরু হতেই কেন্দ্রীয় সরকারের বরাদ্দ করা ওই গাড়ির নেমপ্লেট ঢেকে দেওয়া হয়। পরে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর বলেন, "গাড়ি দেখে তো মানুষ ভোট দেবে না ৷ মানুষ দল এবং মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দেখে ভোট দেবেন ৷ বিজেপি জানে হেরে গিয়েছে ওরা, তাই মিডিয়ার সামনে তামাশা করছে ৷" একই সঙ্গে, সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া চলছে বলেও দাবি বাগদার তৃণমূল প্রার্থীর ৷
মধুপর্ণা ঠাকুরের এই ধরনের নির্বাচনে লড়াইয়ের অতীত অভিজ্ঞতা নেই । যদিও ঠাকুরবাড়ির এই সদস্যকে এখানে প্রার্থী করার পিছনে তৃণমূল কংগ্রেসের মূল ভাবনা ছিল মতুয়া ভোটব্যাঙ্ক । সীমান্ত লাগোয়া এই বিধানসভার একটা বড় অংশ মতুয়া সম্প্রদায়ের মানুষ । তাই এই আসনে ভোটের লড়াইয়ে ঠাকুরবাড়ির বড় ভূমিকা রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আর তাই এই হারা আসন জেতার জন্য মধুপর্ণাকে সামনে রেখে লড়াই করছে তৃণমূল কংগ্রেস । এই ভোটে মধুপর্ণা জিতলে তিনি হবেন এই মুহূর্তে রাজ্যের কনিষ্ঠ বিধায়ক ।