ETV Bharat / state

'আমি শো-কজ পেলে হিরণ পাগলু ডান্স করত', একদা সতীর্থকে নিয়ে ক্ষুব্ধ দেব - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: ঘাটালে মুখোমুখি দুই তারকা প্রার্থী দেব ও হিরণ ৷ বিজেপির লোকসভা প্রার্থী হিরণ একের পর এক ব্যক্তিগত আক্রমণ শানাচ্ছেন তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে ৷ এবার দেবও হিরণ প্রসঙ্গে মুখ খুললেন ৷

ETV Bharat
হিরণকে কড়া আক্রমণ করলেন দেব
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 11:28 AM IST

হিরণের ব্যক্তিগত আক্রমণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা তথা সাংসদ প্রার্থী দেব

মাদপুর, 29 মার্চ: "আমি শো-কজ পেলে ও এখানে নাচত, পাগলু ডান্স করে নিত", প্রতিপক্ষ হিরণকে বিঁধে এমনটাই বললেন তাঁরই একদা সতীর্থ অভিনেতা দেব ৷ গত মঙ্গলবার, 26 মার্চ বিজেপি প্রার্থী হিরণ ট্যাবাগেড়িয়া ব্রিজ ভেঙে যাওয়ার প্রতিবাদ করেন ৷ সেখানে বিডিওকে সরাসরি আক্রমণ করেন হিরণ ৷ যার জন্য তাঁকে শোকজ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷ এই প্রসঙ্গে দেব এই মন্তব্য করেন ৷ তিনি আরও বলেন, "হিরণ খুব ইন্টেলিজেন্ট ছেলে ৷ যে এতগুলো দল বদলেছে, তাঁর নিশ্চয়ই কিছু বুদ্ধি থাকবে ৷ ও নিশ্চয়ই বুঝবে এর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে ৷ ও ঠিকঠাক লাইনে চলে আসবে ৷"

বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরে মাদপুরে আসেন কর্মিসভা করতে আসেন দেব ৷ সেখানে এদিকে তাঁর একদা সতীর্থ হিরণের ব্যক্তিগত আক্রমণ নিয়ে সাংবাদিকদের খোলাখুলি বলেন ৷ এখানে বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়কে কড়া আক্রমণ করে তৃণমূল প্রার্থী দেব বলেন, "হিরণ আর আমি, আমরা দু'জন একসঙ্গে সিনেমায় কেরিয়ার শুরু করেছিলাম ৷ ও হয়তো আমার চেয়ে একটু সিনিয়রও হতে পারে ৷ হয়তো আমি একটা জায়গায় পৌঁছে গিয়েছি ৷ আর তিনি (হিরণ) পৌঁছতে পারেনি ৷ সেই আক্ষেপটা এখানে মেটাচ্ছে ৷"

হিরণের ব্যক্তিগত আক্রমণ নিয়ে ক্ষুব্ধ দেব বলেন, "এত ব্যক্তিগত আক্রমণ! ভারতী ঘোষের বিরুদ্ধেও আমি লড়েছি ৷ তাঁর বিরুদ্ধে লড়াইটা কঠিন ছিল ৷ ভারতীদির সঙ্গে আমার সম্পর্ক হিরণের থেকে কম হলেও ভালো সম্পর্ক ৷ 2019 সালে ভারতীদি আমায় নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেননি ৷ আজ পর্যন্ত আমায় নিয়ে এত নীচে কেউ নামেনি ৷"

এই প্রসঙ্গে দেব বিজেপির তাবড় নেতাদের নাম উল্লেখ করে বলেন, "শুভেন্দুদা, সুকান্তদা, এমনকী মিঠুনদাও যখন কথা বলেন, রুদ্রনীল ঘোষও টিভিতে এসে বলেছেন, তাঁরা প্রত্যেকে সম্মান দিয়েছেন ৷ আর যাঁরা সম্মান দেননি, সেটা রাজনৈতিক মতাদর্শের কারণে ৷ ব্যক্তিগত আক্রমণ কেউ করেনি ৷ কিন্তু হিরণবাবু এমন ব্যক্তিগত আক্রমণ করছেন, আমিও ভাবছি, মানুষ জেতার জন্য কতটা নীচে নামতে পারে ৷ আমি আক্রমণ করতে চাই না ৷"

আরও পড়ুন:

  1. ঘাটাল মাস্টার প্ল্যান থেকে উন্নয়ন, আসতকাচের তলায় সাংসদ দেব
  2. ঘাটালে ‘হিরোগিরি’ ! আস্তিন গুটিয়ে লড়াইয়ে নেমেছেন বায়োস্কোপের দুই তারকা
  3. দেবকে 'সেতু চোর' তকমা দিয়ে বিক্ষোভে হিরণ

হিরণের ব্যক্তিগত আক্রমণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা তথা সাংসদ প্রার্থী দেব

মাদপুর, 29 মার্চ: "আমি শো-কজ পেলে ও এখানে নাচত, পাগলু ডান্স করে নিত", প্রতিপক্ষ হিরণকে বিঁধে এমনটাই বললেন তাঁরই একদা সতীর্থ অভিনেতা দেব ৷ গত মঙ্গলবার, 26 মার্চ বিজেপি প্রার্থী হিরণ ট্যাবাগেড়িয়া ব্রিজ ভেঙে যাওয়ার প্রতিবাদ করেন ৷ সেখানে বিডিওকে সরাসরি আক্রমণ করেন হিরণ ৷ যার জন্য তাঁকে শোকজ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷ এই প্রসঙ্গে দেব এই মন্তব্য করেন ৷ তিনি আরও বলেন, "হিরণ খুব ইন্টেলিজেন্ট ছেলে ৷ যে এতগুলো দল বদলেছে, তাঁর নিশ্চয়ই কিছু বুদ্ধি থাকবে ৷ ও নিশ্চয়ই বুঝবে এর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে ৷ ও ঠিকঠাক লাইনে চলে আসবে ৷"

বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরে মাদপুরে আসেন কর্মিসভা করতে আসেন দেব ৷ সেখানে এদিকে তাঁর একদা সতীর্থ হিরণের ব্যক্তিগত আক্রমণ নিয়ে সাংবাদিকদের খোলাখুলি বলেন ৷ এখানে বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়কে কড়া আক্রমণ করে তৃণমূল প্রার্থী দেব বলেন, "হিরণ আর আমি, আমরা দু'জন একসঙ্গে সিনেমায় কেরিয়ার শুরু করেছিলাম ৷ ও হয়তো আমার চেয়ে একটু সিনিয়রও হতে পারে ৷ হয়তো আমি একটা জায়গায় পৌঁছে গিয়েছি ৷ আর তিনি (হিরণ) পৌঁছতে পারেনি ৷ সেই আক্ষেপটা এখানে মেটাচ্ছে ৷"

হিরণের ব্যক্তিগত আক্রমণ নিয়ে ক্ষুব্ধ দেব বলেন, "এত ব্যক্তিগত আক্রমণ! ভারতী ঘোষের বিরুদ্ধেও আমি লড়েছি ৷ তাঁর বিরুদ্ধে লড়াইটা কঠিন ছিল ৷ ভারতীদির সঙ্গে আমার সম্পর্ক হিরণের থেকে কম হলেও ভালো সম্পর্ক ৷ 2019 সালে ভারতীদি আমায় নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেননি ৷ আজ পর্যন্ত আমায় নিয়ে এত নীচে কেউ নামেনি ৷"

এই প্রসঙ্গে দেব বিজেপির তাবড় নেতাদের নাম উল্লেখ করে বলেন, "শুভেন্দুদা, সুকান্তদা, এমনকী মিঠুনদাও যখন কথা বলেন, রুদ্রনীল ঘোষও টিভিতে এসে বলেছেন, তাঁরা প্রত্যেকে সম্মান দিয়েছেন ৷ আর যাঁরা সম্মান দেননি, সেটা রাজনৈতিক মতাদর্শের কারণে ৷ ব্যক্তিগত আক্রমণ কেউ করেনি ৷ কিন্তু হিরণবাবু এমন ব্যক্তিগত আক্রমণ করছেন, আমিও ভাবছি, মানুষ জেতার জন্য কতটা নীচে নামতে পারে ৷ আমি আক্রমণ করতে চাই না ৷"

আরও পড়ুন:

  1. ঘাটাল মাস্টার প্ল্যান থেকে উন্নয়ন, আসতকাচের তলায় সাংসদ দেব
  2. ঘাটালে ‘হিরোগিরি’ ! আস্তিন গুটিয়ে লড়াইয়ে নেমেছেন বায়োস্কোপের দুই তারকা
  3. দেবকে 'সেতু চোর' তকমা দিয়ে বিক্ষোভে হিরণ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.