ETV Bharat / state

সরকারি চাল চুরি করে বিজেপির পিকনিক ! গোবর দিয়ে নষ্ট করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - TMC BJP Clash at Khanakul

TMC-BJP Clash at Khanakul: হুগলির খানাকুল 2 ব্লকে সরকারি চাল চুরি করে পিকনিক করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷ সেই নিয়ে প্রতিবাদ করে তৃণমূল ৷ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তারা সেখানে রান্না করা খাবারে গোবর ফেলে দেয় ৷ এই নিয়ে উত্তেজনা ছড়ায়৷ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷

TMC-BJP Clash at Khanakul
খানাকুলে পিকনিক ঘিরে উত্তেজনা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 8:21 PM IST

আরামবাগ, 11 জুন: পিকনিক করাকে কেন্দ্র করে উত্তেজনা হুগলির খানাকুলে । সরকারি ত্রাণের চাল নিয়ে পিকনিক করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । ঘটনার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকেরা । অভিযোগ, পিকনিকে রান্না করা খাবারে গোবর ফেলে দেন তৃণমূল কর্মীরা । ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়ায় হুগলির খানাকুল 2 নম্বর ব্লক অফিস সংলগ্ন এলাকায় । ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন ।

সরকারি চাল চুরি করে বিজেপির পিকনিক ! গোবর দিয়ে নষ্ট করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে (ইটিভি ভারত)

এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, খানাকুল 2 পঞ্চায়েত সমিতিতে বিজেপি ক্ষমতা দখলের পর থেকেই দুর্নীতি হচ্ছে ৷ সেই সব দাবি নিয়ে প্রতিবাদ জানিয়ে খানাকুল 2 ব্লকে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছিলেন তৃণমূল নেতৃত্ব । তাঁদের নজরে আসে সরকারি ত্রাণের চালের বস্তা নিয়ে পাশেই চলছে পিকনিক । সেই চিত্র দেখে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা ।

অভিযোগ, বিজেপির নেতা-কর্মীরাই এই পিকনিক করছেন দাবি তুলে পিকনিক বন্ধ করে দেওয়া হয় । রান্না করা খাবারে গোবর ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ বিজেপির । এরপরে তৃণমূল কর্মী ও বিজেপি কর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ।

এই ঘটনায় খানাকুল 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিক বলেন, ‘‘ওই জায়গায় পিকনিক চলছিল বিজেপির । সরকারি চাল চুরি করে জমায়েত করেছিল তারা । সেই চালে রান্না চলছিল আর সেটাই হাতে নাতে ধরে ফেলি আমরা ।’’

অন্যদিকে বিজেপির বিরুদ্ধে তোলা চুরির অভিযোগে অস্বীকার করেন বিজেপি নেতৃত্ব । খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, ‘‘তৃণমূল ঝামেলা করার জন্য এসেছিল । এখন রেশনে মানুষ 5 থেকে 6 কেজি করে চাল পান । আর সেই চাল নিয়ে এসেছিলেন পিকনিক করবেন বলে । তৃণমূল ইচ্ছা করে তাঁদের খাবার নষ্ট করেছে ।’’

এই বিষয়ে খানাকুল 2-এর বিডিও মধুমিতা ঘোষ বলেন, ‘‘অভিযোগ পেয়েছি, ঠিক কী হয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ।’’

আরামবাগ, 11 জুন: পিকনিক করাকে কেন্দ্র করে উত্তেজনা হুগলির খানাকুলে । সরকারি ত্রাণের চাল নিয়ে পিকনিক করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । ঘটনার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকেরা । অভিযোগ, পিকনিকে রান্না করা খাবারে গোবর ফেলে দেন তৃণমূল কর্মীরা । ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়ায় হুগলির খানাকুল 2 নম্বর ব্লক অফিস সংলগ্ন এলাকায় । ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন ।

সরকারি চাল চুরি করে বিজেপির পিকনিক ! গোবর দিয়ে নষ্ট করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে (ইটিভি ভারত)

এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, খানাকুল 2 পঞ্চায়েত সমিতিতে বিজেপি ক্ষমতা দখলের পর থেকেই দুর্নীতি হচ্ছে ৷ সেই সব দাবি নিয়ে প্রতিবাদ জানিয়ে খানাকুল 2 ব্লকে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছিলেন তৃণমূল নেতৃত্ব । তাঁদের নজরে আসে সরকারি ত্রাণের চালের বস্তা নিয়ে পাশেই চলছে পিকনিক । সেই চিত্র দেখে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা ।

অভিযোগ, বিজেপির নেতা-কর্মীরাই এই পিকনিক করছেন দাবি তুলে পিকনিক বন্ধ করে দেওয়া হয় । রান্না করা খাবারে গোবর ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ বিজেপির । এরপরে তৃণমূল কর্মী ও বিজেপি কর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ।

এই ঘটনায় খানাকুল 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিক বলেন, ‘‘ওই জায়গায় পিকনিক চলছিল বিজেপির । সরকারি চাল চুরি করে জমায়েত করেছিল তারা । সেই চালে রান্না চলছিল আর সেটাই হাতে নাতে ধরে ফেলি আমরা ।’’

অন্যদিকে বিজেপির বিরুদ্ধে তোলা চুরির অভিযোগে অস্বীকার করেন বিজেপি নেতৃত্ব । খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, ‘‘তৃণমূল ঝামেলা করার জন্য এসেছিল । এখন রেশনে মানুষ 5 থেকে 6 কেজি করে চাল পান । আর সেই চাল নিয়ে এসেছিলেন পিকনিক করবেন বলে । তৃণমূল ইচ্ছা করে তাঁদের খাবার নষ্ট করেছে ।’’

এই বিষয়ে খানাকুল 2-এর বিডিও মধুমিতা ঘোষ বলেন, ‘‘অভিযোগ পেয়েছি, ঠিক কী হয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.