ETV Bharat / state

বুধে সন্দেশখালির ভাইরাল ভিডিয়োয় রেখা পাত্র, নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল - TMC on Sandeshkhali Viral Video - TMC ON SANDESHKHALI VIRAL VIDEO

TMC to Election Commission: সন্দেশখালি নিয়ে দিল্লি নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল ৷ আজই কমিশনের অফিসে যাচ্ছেন সাগরিকা ঘোষ ৷ তৃণমূলের অভিযোগ, লোকসভা ভোটের আগে রাজনৈতিক কারণে সন্দেশখালিতে সুপরিকল্পিতভাবে অশান্তির ঘটনা ঘটানো হয়েছে ৷

TMC on Sandeshkhali
সন্দেশখালির ভাইরাল হওয়া ভিডিয়ো নিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল (ছবি সৌজন্য সাগরিকা ঘোষের এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 2:42 PM IST

কলকাতা, 9 মে: দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ ৷ গত 4 মে সন্দেশখালি নিয়ে একটি স্টিং অপারেশন ভিডিয়ো ভাইরাল হয় ৷ তাতে সন্দেশখালির 2 নম্বর ব্লক সভাপতি গঙ্গাধর কয়ালের গলায় বলতে শোনা যায়, সন্দেশখালিতে মহিলাদের ধর্ষণের ঘটনা ঘটেনি ৷ এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং তার নেপথ্যে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

এরপর বৃহস্পতিবার, 9 মে তৃতীয় ভিডিয়ো ভাইরাল হয় ৷ তাতে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র ও মাম্পি দাসকে বলতে শোনা যায়, রাষ্ট্রপতির সঙ্গে যে নির্যাতিতাদের দলটি দেখা করতে গিয়েছিল, সেখানে তাঁরা ছিলেন না ৷ এর মাঝে দ্বিতীয় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ এই তিনটি ভিডিয়োকে প্রামাণ্য ধরে তৃণমূল দাবি করেছে, সন্দেশখালি ইস্যু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপির চক্রান্ত মাত্র ৷ স্বভাবত সন্দেশখালি ভাইরাল ভিডিয়ো কাণ্ডে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

তৃণমূলের অভিযোগ লোকসভা ভোটের আগে রাজনৈতিক কারণে সন্দেশখালিতে সুপরিকল্পিত ভাবে অশান্তির ঘটনা ঘটানো হয়েছে ৷ এটি বিজেপির চক্রান্ত ৷ এই ইস্যুতে এবার দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল ৷

বুধবার তৃণমূল মহিলা কংগ্রেসের অনুষ্ঠান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় ৷ উলটে সে সময় প্রতিক্রিয়া দিতে দেখা যায় বিরোধী দলনেতাকেও ৷ উত্তেজিত হয়ে তিনি ওই মহিলা কর্মীদের বক্তব্যের পালটা অশ্রাব্য গালিগালাজ করেন বলে অভিযোগ ৷ সন্দেশখালির পাশাপাশি বিরোধী দলনেতার এই আচরণ নিয়েও কমিশনে নালিশ জানাতে পারেন তৃণমূলের রাজ্যসভার চেয়ারম্যান সাগরিকা ঘোষ ৷

দলের তরফ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশন থেকে বেরনোর পরে সাংবাদিকদের মুখোমুখি হবেন তৃণমূল কংগ্রেস সাংসদ ৷ সেখানেই তিনি খোলসা করে নির্বাচন কমিশনে যাওয়ার কারণ বলবেন ৷ আজ 9 মে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র মনোনয়ন পেশ করেছেন ৷ এই মনোনয়নকে কেন্দ্র করে শোভাযাত্রা করেছেন স্বয়ং শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন:

  1. সাদা কাগজে সই করিয়ে দায়ের হয়েছিল ধর্ষণের 'মিথ্যা অভিযোগ', দাবি আরও এক মহিলার
  2. সন্দেশখালির ভিডিয়ো ভাইরাল! মুখ খুললেন শেখ শাহজাহান
  3. 'সন্দেশখালি বিজেপি'র ভোটে জেতার ব্লু-প্রিন্ট', বীরভূম থেকে মোদি-শাহকে আক্রমণ মমতার

কলকাতা, 9 মে: দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ ৷ গত 4 মে সন্দেশখালি নিয়ে একটি স্টিং অপারেশন ভিডিয়ো ভাইরাল হয় ৷ তাতে সন্দেশখালির 2 নম্বর ব্লক সভাপতি গঙ্গাধর কয়ালের গলায় বলতে শোনা যায়, সন্দেশখালিতে মহিলাদের ধর্ষণের ঘটনা ঘটেনি ৷ এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং তার নেপথ্যে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

এরপর বৃহস্পতিবার, 9 মে তৃতীয় ভিডিয়ো ভাইরাল হয় ৷ তাতে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র ও মাম্পি দাসকে বলতে শোনা যায়, রাষ্ট্রপতির সঙ্গে যে নির্যাতিতাদের দলটি দেখা করতে গিয়েছিল, সেখানে তাঁরা ছিলেন না ৷ এর মাঝে দ্বিতীয় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ এই তিনটি ভিডিয়োকে প্রামাণ্য ধরে তৃণমূল দাবি করেছে, সন্দেশখালি ইস্যু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপির চক্রান্ত মাত্র ৷ স্বভাবত সন্দেশখালি ভাইরাল ভিডিয়ো কাণ্ডে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

তৃণমূলের অভিযোগ লোকসভা ভোটের আগে রাজনৈতিক কারণে সন্দেশখালিতে সুপরিকল্পিত ভাবে অশান্তির ঘটনা ঘটানো হয়েছে ৷ এটি বিজেপির চক্রান্ত ৷ এই ইস্যুতে এবার দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল ৷

বুধবার তৃণমূল মহিলা কংগ্রেসের অনুষ্ঠান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় ৷ উলটে সে সময় প্রতিক্রিয়া দিতে দেখা যায় বিরোধী দলনেতাকেও ৷ উত্তেজিত হয়ে তিনি ওই মহিলা কর্মীদের বক্তব্যের পালটা অশ্রাব্য গালিগালাজ করেন বলে অভিযোগ ৷ সন্দেশখালির পাশাপাশি বিরোধী দলনেতার এই আচরণ নিয়েও কমিশনে নালিশ জানাতে পারেন তৃণমূলের রাজ্যসভার চেয়ারম্যান সাগরিকা ঘোষ ৷

দলের তরফ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশন থেকে বেরনোর পরে সাংবাদিকদের মুখোমুখি হবেন তৃণমূল কংগ্রেস সাংসদ ৷ সেখানেই তিনি খোলসা করে নির্বাচন কমিশনে যাওয়ার কারণ বলবেন ৷ আজ 9 মে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র মনোনয়ন পেশ করেছেন ৷ এই মনোনয়নকে কেন্দ্র করে শোভাযাত্রা করেছেন স্বয়ং শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন:

  1. সাদা কাগজে সই করিয়ে দায়ের হয়েছিল ধর্ষণের 'মিথ্যা অভিযোগ', দাবি আরও এক মহিলার
  2. সন্দেশখালির ভিডিয়ো ভাইরাল! মুখ খুললেন শেখ শাহজাহান
  3. 'সন্দেশখালি বিজেপি'র ভোটে জেতার ব্লু-প্রিন্ট', বীরভূম থেকে মোদি-শাহকে আক্রমণ মমতার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.