ETV Bharat / state

তালিকায় 40 নাম, নবীন-প্রবীণ মিলেই নির্বাচনী প্রচারে তৃণমূল - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: তৃণমূলের 40 জন তারকা প্রচারকের নাম জমা পড়ল নির্বাচন কমিশনে ৷ রাজ্যে লোকসভা নির্বাচনে এই নেতা-নেত্রীরা দলের হয়ে প্রচারে অংশগ্রহণ করবেন। নবীন-প্রবীণ নিয়ে আলোচনার মাঝেই এই তালিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 10:54 PM IST

কলকাতা, 26 মার্চ: তৃণমূল কংগ্রেসের নির্বাচনের তারকা প্রচারকের তালিকায় 40 জনের নাম। এই তালিকায় একদিকে যেমন রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে রয়েছেন দেব, রচনা, শতাব্দী, সৌরভ দাসের মতো টলি তারকারাও।

তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনে দেওয়া 40 জন তারকা প্রচারকের নাম সামনে আনা হয়েছে। তাতেই তাঁদের নাম দলের তরফ থেকে জানানো হয়েছে। দলের তরফ থেকে যে তালিকা দেওয়া হয়েছে তাতে মমতা, অভিষেক ছাড়াও রয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো অভিজ্ঞরা। একইসঙ্গে রয়েছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ, পার্থ ভৌমিক, স্নেহাশিষ চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজার ও দেবাংশুদের মতো নতুনদের নাম। নবীন-প্রবীণ নিয়ে আলোচনার মাঝেই এই তালিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে তৃণমূলের অন্তরে নবীন-প্রবীণের দ্বন্দ্ব থাকলেও নির্বাচনী লড়াইয়ে যে এক বৃহৎ পরিবার, তা এই 40 জনের তারকা প্রচারকের তালিকা প্রমাণ। আরও ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে এই তারকা প্রচারকের তালিকায় সব শ্রেণিকে সমানভাবে জায়গা করে দেওয়া হয়েছে। রাজবংশী, মতুয়া, সংখ্যালঘু, সংখ্যাগুরু এমনকী মহিলা প্রতিনিধিত্ব কেউ নিশ্চিত করা হয়েছে। এদিন লোকসভা নির্বাচনে তৃণমূলের তারকা প্রচারকদের তালিকা প্রসঙ্গে দলের এক শীর্ষ নেতা বলেন, "বিজেপি যতই প্রচার করুক সব শ্রেণি, সব সম্প্রদায়, সব মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের এই প্রচার তালিকা বৃহত্তর তৃণমূল সংসারের উৎকৃষ্ট পরিচয়।

আরও পড়ুন:

  1. ঘাটালে 'হিরোগিরি' ! আস্তিন গুটিয়ে লড়াইয়ে নেমেছেন বায়োস্কোপের দুই তারকা
  2. সিপিএমকে ভোট নয়, যাদবপুরে আর্জি বিজেপি প্রার্থীর; পালটা দিলেন সৃজনও
  3. 'সংসদে প্রশ্ন করেননি, ভোট চাওয়ার অধিকার নেই'; সুদীপকে নিশানা তাপসের

কলকাতা, 26 মার্চ: তৃণমূল কংগ্রেসের নির্বাচনের তারকা প্রচারকের তালিকায় 40 জনের নাম। এই তালিকায় একদিকে যেমন রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে রয়েছেন দেব, রচনা, শতাব্দী, সৌরভ দাসের মতো টলি তারকারাও।

তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনে দেওয়া 40 জন তারকা প্রচারকের নাম সামনে আনা হয়েছে। তাতেই তাঁদের নাম দলের তরফ থেকে জানানো হয়েছে। দলের তরফ থেকে যে তালিকা দেওয়া হয়েছে তাতে মমতা, অভিষেক ছাড়াও রয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো অভিজ্ঞরা। একইসঙ্গে রয়েছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ, পার্থ ভৌমিক, স্নেহাশিষ চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজার ও দেবাংশুদের মতো নতুনদের নাম। নবীন-প্রবীণ নিয়ে আলোচনার মাঝেই এই তালিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে তৃণমূলের অন্তরে নবীন-প্রবীণের দ্বন্দ্ব থাকলেও নির্বাচনী লড়াইয়ে যে এক বৃহৎ পরিবার, তা এই 40 জনের তারকা প্রচারকের তালিকা প্রমাণ। আরও ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে এই তারকা প্রচারকের তালিকায় সব শ্রেণিকে সমানভাবে জায়গা করে দেওয়া হয়েছে। রাজবংশী, মতুয়া, সংখ্যালঘু, সংখ্যাগুরু এমনকী মহিলা প্রতিনিধিত্ব কেউ নিশ্চিত করা হয়েছে। এদিন লোকসভা নির্বাচনে তৃণমূলের তারকা প্রচারকদের তালিকা প্রসঙ্গে দলের এক শীর্ষ নেতা বলেন, "বিজেপি যতই প্রচার করুক সব শ্রেণি, সব সম্প্রদায়, সব মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের এই প্রচার তালিকা বৃহত্তর তৃণমূল সংসারের উৎকৃষ্ট পরিচয়।

আরও পড়ুন:

  1. ঘাটালে 'হিরোগিরি' ! আস্তিন গুটিয়ে লড়াইয়ে নেমেছেন বায়োস্কোপের দুই তারকা
  2. সিপিএমকে ভোট নয়, যাদবপুরে আর্জি বিজেপি প্রার্থীর; পালটা দিলেন সৃজনও
  3. 'সংসদে প্রশ্ন করেননি, ভোট চাওয়ার অধিকার নেই'; সুদীপকে নিশানা তাপসের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.