কোচবিহার, 11 সেপ্টেম্বর: মেখলিগঞ্জে নাবালিকাকে নির্যাতনের ঘটনা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে । নির্যাতিতার পরিবার কোন দল করে, তাই নিয়ে শুরু হয়েছে টানাটানি ৷ নির্যাতিতার পরিবারের সদস্যদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভামঞ্চে হাজির করিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে বিজেপি । এদিকে, তৃণমূলের দাবি নির্যাতিতার বাবা তৃণমূলের সদস্য, অভিযুক্ত বিজেপি কর্মী ৷
বিজেপির জলপাইগুড়ি জেলার সাংগঠনিক সভাপতি দধিরান রায় বলেন, "নির্যাতিতার পরিবার বিজেপি করে । আমরাই তাদের থানায় নিয়ে গিয়ে ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ করিয়েছি । অভিযুক্ত যুবক তৃণমূল করে । আর আজ জেলা সভাপতি মেখলিগঞ্জে গিয়ে নাটক করছে ।"
অপরদিকে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক মঙ্গলবার নির্যাতিতার বাড়িতে যান । তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন । অভিযুক্তের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বিক্ষোভ সভা করে সেখান থেকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেও সরব হন তিনি । জেলা তৃণমূলের সভাপতির দাবি, "অভিযুক্ত ব্যক্তি বিজেপি করে । তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ।"
প্রসঙ্গত, এক নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায় মেখলিগঞ্জে । সম্প্রতি বিষয়টি জানাজানি হতেই ওই নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ দায়ের করে । এরপরই বিষয়টি নিয়ে আসরে নামে তৃণমূল ও বিজেপি । মঙ্গলবার মাথাভাঙায় শুভেন্দু অধিকারীর সভা ছিল । সেই সভামঞ্চে নির্যাতিতার পরিবারকে হাজির করানো হয় ৷ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বিজেপি । ঠিক একই সময় জেলা তৃণমূলের সভাপতি-সহ তৃণমূলের নেতাকর্মীরা অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখান অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে । যদিও অভিযুক্তের বাবা জানিয়েছেন, তিনি তৃণমূল করেন । সবমিলিয়ে জোর রাজনীতি শুরু হয়েছে মেখলিগঞ্জে ।