ETV Bharat / state

মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা, বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বহরমপুর - TMC BJP Clash in Murshidabad - TMC BJP CLASH IN MURSHIDABAD

TMC-BJP Clash in Murshidabad: বিজেপি ও তৃণমূল কর্মী-সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা ছড়াল বহরমপুরে ৷ মুড়ি-মুড়কির মতো পড়েছে বোমা ৷

ETV BHARAT
বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বহরমপুর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 16, 2024, 12:31 PM IST

বহরমপুর, 16 জুন: তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া পঞ্চায়েতের গোয়ালজানে । শনিবার রাতে বিজেপি ও তৃণমূলের মধ্য়ে সংঘর্ষ থেকে শুরু হয় ব্যাপক বোমাবাজি । এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ৷

দিন কয়েক আগে থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছিল । এরপর গতরাতে তৃণমূল এবং বিজেপির কর্মী-সমর্থকরা মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে । সংঘর্ষ শেষ পর্যন্ত বোমাবাজিতে গড়ায় । মুড়ি মুড়কি মতো এলাকায় বোমা পড় । ভাঙচুর করা হয় ক্লাব ও বাড়ি । এছাড়া ভাঙচুর করা হয় একটি মোটরবাইক ।

মুর্শিদাবাদে এবার শান্তিপূর্ণভাবেই ভোট মিটেছে । ভোট মিটলেও ভোট পরবর্তী সন্ত্রাস এখনও মেটেনি । গোয়ালজান এলাকা কার্যত বিজেপির দখলে রয়েছে । পঞ্চায়েতের নির্বাচিত সদস্য বিজেপি । বিজেপির অভিযোগ, নির্বাচনে বুথ লুটে বাধা দেওয়ায় তৃণমূল এলাকায় সন্ত্রাস শুরু করে । এলাকায় একটি মদের ঠেক রয়েছে । তৃণমূল কংগ্রেসের বাহিনী ওই ঠেক নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ । শনিবার রাতে দোকানে মদ্যপানের জন্য জল নিতে এলেই উত্তেজনা শুরু হয় । ছবি ঘোষ নামে এক বিজেপি সমর্থককে মারধর করার প্রতিবাদে পথে নামেন এলাকার মহিলারা । তখন মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ । চলে ব্যাপক বোমাবাজি । বিজেপি সমর্থকদের ক্লাবঘর ভেঙে দেওয়া হয় । একটি বাড়ি ও মোটরবাইকে ভাঙচুর চালানো হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ ৷

দুই মহিলা-সহ ছয়জনকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ । আটক সকলেই বিজেপি সমর্থক । তাতেই আগুনে ঘি পড়েছে । এলাকার মহিলারা ঘটনার প্রতিবাদ জানিয়ে পুলিশের ভূমিকার নিন্দা করেন । তৃণমূল কর্মী জয়ন্ত দে, বরুণ ঘোষ-সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ।

বহরমপুর, 16 জুন: তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া পঞ্চায়েতের গোয়ালজানে । শনিবার রাতে বিজেপি ও তৃণমূলের মধ্য়ে সংঘর্ষ থেকে শুরু হয় ব্যাপক বোমাবাজি । এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ৷

দিন কয়েক আগে থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছিল । এরপর গতরাতে তৃণমূল এবং বিজেপির কর্মী-সমর্থকরা মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে । সংঘর্ষ শেষ পর্যন্ত বোমাবাজিতে গড়ায় । মুড়ি মুড়কি মতো এলাকায় বোমা পড় । ভাঙচুর করা হয় ক্লাব ও বাড়ি । এছাড়া ভাঙচুর করা হয় একটি মোটরবাইক ।

মুর্শিদাবাদে এবার শান্তিপূর্ণভাবেই ভোট মিটেছে । ভোট মিটলেও ভোট পরবর্তী সন্ত্রাস এখনও মেটেনি । গোয়ালজান এলাকা কার্যত বিজেপির দখলে রয়েছে । পঞ্চায়েতের নির্বাচিত সদস্য বিজেপি । বিজেপির অভিযোগ, নির্বাচনে বুথ লুটে বাধা দেওয়ায় তৃণমূল এলাকায় সন্ত্রাস শুরু করে । এলাকায় একটি মদের ঠেক রয়েছে । তৃণমূল কংগ্রেসের বাহিনী ওই ঠেক নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ । শনিবার রাতে দোকানে মদ্যপানের জন্য জল নিতে এলেই উত্তেজনা শুরু হয় । ছবি ঘোষ নামে এক বিজেপি সমর্থককে মারধর করার প্রতিবাদে পথে নামেন এলাকার মহিলারা । তখন মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ । চলে ব্যাপক বোমাবাজি । বিজেপি সমর্থকদের ক্লাবঘর ভেঙে দেওয়া হয় । একটি বাড়ি ও মোটরবাইকে ভাঙচুর চালানো হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ ৷

দুই মহিলা-সহ ছয়জনকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ । আটক সকলেই বিজেপি সমর্থক । তাতেই আগুনে ঘি পড়েছে । এলাকার মহিলারা ঘটনার প্রতিবাদ জানিয়ে পুলিশের ভূমিকার নিন্দা করেন । তৃণমূল কর্মী জয়ন্ত দে, বরুণ ঘোষ-সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.