ETV Bharat / state

ভোট শেষ হতেই দফায় দফায় অশান্তি কোচবিহারে, পরস্পরের বিরুদ্ধে দোষারোপ তৃণমূল-বিজেপির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

BJP-TMC Clash: কোচবিহারে প্রথম দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে ৷ শুক্রবার ভোট শেষ হওয়ার যাওয়ার পর থেকে একের পর অশান্তির খবর সামনে এসেছে ৷ কোথাও আক্রান্ত তৃণমূল, তো কোথাও আক্রান্ত বিজেপি ৷ কোথাও অভিযুক্ত তৃণমূল, তো কোথাও কাঠগড়ায় বিজেপি ৷

Lok Sabha Election 2024
ভোট শেষ হতেই দফায় দফায় অশান্তি কোচবিহারে
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 9:15 PM IST

Updated : Apr 20, 2024, 9:56 PM IST

কোচবিহার, 20 এপ্রিল: লোকসভা নির্বাচন হয়ে গেলেও অশান্তি অব্যাহত কোচবিহারে । অভিযোগ, পানিশালা ও শীতলকুচিতে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে ৷ দিনহাটার বামনহাটে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর ওপর হামলা হয়েছে । দিনহাটার কিশামতদশ গ্রামে তৃণমূল সমর্থকের বাড়িতে হামলা হয়েছে । পুটিমারিতে বিজেপির পোলিং এজেন্টের বাড়ির সামনে বোমা উদ্ধার উদ্ধার হয়েছে ।

অশান্তির ঘটনাগুলোতে তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ পালটা অভিযোগ করছে । বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বলেন, ‘‘লোকসভা ভোট শেষ হওয়ার পর থেকেই কোচবিহার জেলার বিভিন্ন গ্রামগঞ্জে বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে । তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা এই হামলা চালিয়েছে ।’’ যদিও রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেন, ‘‘ওরা নির্বাচনে হেরে যাবে এটা বুঝতে পেরেই নিজেদের মধ্যে গন্ডগোল করছে । বরং বিজেপি বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মীদের ওপর হামলা চালিয়েছে ।’’

কোচবিহারের পানিশালা অঞ্চলের মহিষবাথান এলাকায় ভোটের সমস্ত কাজ করে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে অবিনাশ বর্মন নামে ওই বিজেপি কর্মীর ৷ বর্তমান কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।

অন্যদিকে দিনহাটার বাদলগির গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ । গুরুতর জখম অবস্থায় তিনি কোচবিহারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । দিনহাটার গিতালদহে বিজেপির বুথ সভাপতি বুদা রায়কে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । তিনি কোচবিহার হাসপাতালে ভরতি ।

দিনহাটা-২ ব্লকের কিশামত দশগ্রামে তৃণমূল সমর্থকের বাড়িতে বিজেপি হামলা করেছে বলে অভিযোগ । তাঁর বাড়ি ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি তৃণমূল সমর্থক সুকুমার মালির বাবার হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ ৷ বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । অভিযোগ, অস্বীকার করেছে বিজেপি ।

বিজেপির পোলিং এজেন্টের বাড়ির সামনে দু’টি বোমা উদ্ধার হয়েছে । দিনহাটার পুঁটিমারি-1 গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া এলাকার 239 নম্বর বুথ এলাকায় দুটো তাজা বোমা উদ্ধার হয়েছে । শনিবার সাতসকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সংশ্লিষ্ট এলাকায় । ফণী বর্মন নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে উদ্ধার হয় দু’টি তাজা বোমা । তাঁর ছেলে বিরাজ বর্মন 7/239 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন ।

শনিবার সাতসকালে ঘুম থেকে ওঠার পর ফণী বর্মনের বাড়ির লোকেরা উঠোনে একটি বোমা দেখতে পান । পরবর্তীতে খোঁজাখুঁজির পর বাড়ির নিকটবর্তী একটি ঝোপে অপর একটি বোমা তাঁর প্রতিবেশীদের নজরে পড়ে । পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বোমা দু’টিকে উদ্ধার করে নিয়ে যায় । অভিযোগ তৃণমূল বোমা রেখে গিয়েছে । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

আরও পড়ুন:

  1. তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে উত্তেজনা জলপাইগুড়িতে, 'ভোট শান্তিপূর্ণ' মত পুলিশ পর্যবেক্ষকের
  2. তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়
  3. ফের উত্তপ্ত নন্দীগ্রাম! আগুনে পুড়ে ছাই বিজেপি পার্টি অফিস, অভিযুক্ত তৃণমূল

কোচবিহার, 20 এপ্রিল: লোকসভা নির্বাচন হয়ে গেলেও অশান্তি অব্যাহত কোচবিহারে । অভিযোগ, পানিশালা ও শীতলকুচিতে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে ৷ দিনহাটার বামনহাটে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর ওপর হামলা হয়েছে । দিনহাটার কিশামতদশ গ্রামে তৃণমূল সমর্থকের বাড়িতে হামলা হয়েছে । পুটিমারিতে বিজেপির পোলিং এজেন্টের বাড়ির সামনে বোমা উদ্ধার উদ্ধার হয়েছে ।

অশান্তির ঘটনাগুলোতে তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ পালটা অভিযোগ করছে । বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বলেন, ‘‘লোকসভা ভোট শেষ হওয়ার পর থেকেই কোচবিহার জেলার বিভিন্ন গ্রামগঞ্জে বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে । তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা এই হামলা চালিয়েছে ।’’ যদিও রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেন, ‘‘ওরা নির্বাচনে হেরে যাবে এটা বুঝতে পেরেই নিজেদের মধ্যে গন্ডগোল করছে । বরং বিজেপি বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মীদের ওপর হামলা চালিয়েছে ।’’

কোচবিহারের পানিশালা অঞ্চলের মহিষবাথান এলাকায় ভোটের সমস্ত কাজ করে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে অবিনাশ বর্মন নামে ওই বিজেপি কর্মীর ৷ বর্তমান কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।

অন্যদিকে দিনহাটার বাদলগির গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ । গুরুতর জখম অবস্থায় তিনি কোচবিহারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । দিনহাটার গিতালদহে বিজেপির বুথ সভাপতি বুদা রায়কে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । তিনি কোচবিহার হাসপাতালে ভরতি ।

দিনহাটা-২ ব্লকের কিশামত দশগ্রামে তৃণমূল সমর্থকের বাড়িতে বিজেপি হামলা করেছে বলে অভিযোগ । তাঁর বাড়ি ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি তৃণমূল সমর্থক সুকুমার মালির বাবার হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ ৷ বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । অভিযোগ, অস্বীকার করেছে বিজেপি ।

বিজেপির পোলিং এজেন্টের বাড়ির সামনে দু’টি বোমা উদ্ধার হয়েছে । দিনহাটার পুঁটিমারি-1 গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া এলাকার 239 নম্বর বুথ এলাকায় দুটো তাজা বোমা উদ্ধার হয়েছে । শনিবার সাতসকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সংশ্লিষ্ট এলাকায় । ফণী বর্মন নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে উদ্ধার হয় দু’টি তাজা বোমা । তাঁর ছেলে বিরাজ বর্মন 7/239 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন ।

শনিবার সাতসকালে ঘুম থেকে ওঠার পর ফণী বর্মনের বাড়ির লোকেরা উঠোনে একটি বোমা দেখতে পান । পরবর্তীতে খোঁজাখুঁজির পর বাড়ির নিকটবর্তী একটি ঝোপে অপর একটি বোমা তাঁর প্রতিবেশীদের নজরে পড়ে । পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বোমা দু’টিকে উদ্ধার করে নিয়ে যায় । অভিযোগ তৃণমূল বোমা রেখে গিয়েছে । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

আরও পড়ুন:

  1. তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে উত্তেজনা জলপাইগুড়িতে, 'ভোট শান্তিপূর্ণ' মত পুলিশ পর্যবেক্ষকের
  2. তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়
  3. ফের উত্তপ্ত নন্দীগ্রাম! আগুনে পুড়ে ছাই বিজেপি পার্টি অফিস, অভিযুক্ত তৃণমূল
Last Updated : Apr 20, 2024, 9:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.