ETV Bharat / state

খণ্ডঘোষের 141 নং বুথে ভোটদানে বাধা, নেই বিরোধী এজেন্ট; কাঠগড়ায় তৃণমূল - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের খণ্ডঘোষের 141 নম্বর বুথে বিরোধী সমর্থকদের ভোটদানে বাধা দেওয়া অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ পাশাপাশি বিরোধী পক্ষের এজেন্দের বুথে বসতে না দেওয়ার অভিযোগ করা হয়েছে ৷ ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করা হয়েছে ৷

ETV BHARAT
খণ্ডঘোষে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 10:53 AM IST

খণ্ডঘোষ, 25 মে: বিষ্ণুপুর লোকসভার খণ্ডঘোষে বিরোধীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ৷ খণ্ডঘোষ বিধানসভার কামালপুর খালপাড়া এলাকার 141 নম্বর বুথে কোনও বিরোধী এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে ৷ শুধু তাই নয় বিরোধী দলের সমর্থকদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ৷ বিষয়টি নিয়ে ভোটারেরা ক্ষোভপ্রকাশ করেছেন ৷ তাঁদের আরও অভিযোগ, পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও তারা নিষ্ক্রিয় ৷

খণ্ডঘোষে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ (নিজস্ব চিত্র)

যদিও তৃণমূল কংগ্রেসের তরফে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ পালটা দাবি করা হয়েছে, কামালপুরের 141 নম্বর বুথে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। তৃণমূলের তরফে কাউকে ভোট দিতে বাধা দেওয়া হয়নি বলে দাবি ৷ বিরোধীদের তরফে মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে দাবি স্থানীয় নেতৃত্বের ৷

আরও পড়ুন:

অভিযোগকারী এক ভোটার শেখ কালাম বলেন, "কামালপুর খালপাড়া এলাকায় সকালে আমি ভোট দিতে গিয়েছিলাম ৷ আমাকে ভোট দিতে দিল না ৷ ওরা ধাক্কা মেরে বের করে দিল ৷ সাহেব আর গেঁড়া নামে তৃণমূল কংগ্রেসের দুই কর্মী আমাকে বের করে দিয়েছে ৷ ওরা বলছে আমার নাকি ভোট দেওয়া হয়ে গেছে ৷ অথচ আমি এখনও ভোট দিইনি ৷ সামনেই পুলিশের ভ্যান ছিল ৷ পুলিশ সব দেখেও কিছু বলল না ৷ এমনকি হুমকি দেওয়া হচ্ছে, আজ আমরা ভোট দিলে, কাল আমাদের মেরে ফেলা হবে ৷"

স্থানীয় তৃণমূল নেতা রনি খানের পালটা দাবি, "শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷ কাউকে বাধা দেওয়া হয়নি ৷ ওরা তো অভিযোগ করবেই ৷ এখানে উন্নয়নকে দেখে মানুষ ভোট দিচ্ছে ৷ বিরোধীরা একের পর এক নির্বাচনে হেরে গিয়ে ধরাশায়ী ৷ মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিচ্ছে ৷ আর কোন দলের এজেন্ট বসবে, কি বসবে না, সেই দায়িত্ব তো আমাদের নয় ! আসলে ওরা এজেন্ট বসানোর জন্য কাউকে খুঁজে পায়নি ৷"

আরও পড়ুন:

খণ্ডঘোষ, 25 মে: বিষ্ণুপুর লোকসভার খণ্ডঘোষে বিরোধীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ৷ খণ্ডঘোষ বিধানসভার কামালপুর খালপাড়া এলাকার 141 নম্বর বুথে কোনও বিরোধী এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে ৷ শুধু তাই নয় বিরোধী দলের সমর্থকদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ৷ বিষয়টি নিয়ে ভোটারেরা ক্ষোভপ্রকাশ করেছেন ৷ তাঁদের আরও অভিযোগ, পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও তারা নিষ্ক্রিয় ৷

খণ্ডঘোষে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ (নিজস্ব চিত্র)

যদিও তৃণমূল কংগ্রেসের তরফে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ পালটা দাবি করা হয়েছে, কামালপুরের 141 নম্বর বুথে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। তৃণমূলের তরফে কাউকে ভোট দিতে বাধা দেওয়া হয়নি বলে দাবি ৷ বিরোধীদের তরফে মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে দাবি স্থানীয় নেতৃত্বের ৷

আরও পড়ুন:

অভিযোগকারী এক ভোটার শেখ কালাম বলেন, "কামালপুর খালপাড়া এলাকায় সকালে আমি ভোট দিতে গিয়েছিলাম ৷ আমাকে ভোট দিতে দিল না ৷ ওরা ধাক্কা মেরে বের করে দিল ৷ সাহেব আর গেঁড়া নামে তৃণমূল কংগ্রেসের দুই কর্মী আমাকে বের করে দিয়েছে ৷ ওরা বলছে আমার নাকি ভোট দেওয়া হয়ে গেছে ৷ অথচ আমি এখনও ভোট দিইনি ৷ সামনেই পুলিশের ভ্যান ছিল ৷ পুলিশ সব দেখেও কিছু বলল না ৷ এমনকি হুমকি দেওয়া হচ্ছে, আজ আমরা ভোট দিলে, কাল আমাদের মেরে ফেলা হবে ৷"

স্থানীয় তৃণমূল নেতা রনি খানের পালটা দাবি, "শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷ কাউকে বাধা দেওয়া হয়নি ৷ ওরা তো অভিযোগ করবেই ৷ এখানে উন্নয়নকে দেখে মানুষ ভোট দিচ্ছে ৷ বিরোধীরা একের পর এক নির্বাচনে হেরে গিয়ে ধরাশায়ী ৷ মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিচ্ছে ৷ আর কোন দলের এজেন্ট বসবে, কি বসবে না, সেই দায়িত্ব তো আমাদের নয় ! আসলে ওরা এজেন্ট বসানোর জন্য কাউকে খুঁজে পায়নি ৷"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.