ETV Bharat / state

রিলস বানাতে গিয়ে দামোদরের জলে তলিয়ে গেলেন তিন যুবতী, উদ্ধার দুই - TRAGEDY IN DAMODAR - TRAGEDY IN DAMODAR

Young Girls Drowned in Damodar: রিলস বানাতে গিয়ে ফের বিপত্তি ! অসাবধান হয়ে নদের তীর থেকে গভীর জলে পড়ে গেলেন তিন যুবতী ৷ দু'জন উদ্ধার হলেও এক জনের খোঁজে চলছে তল্লাশি ৷

Young Girls Drowns in Damodar River
দামোদর নদের ঘাট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 6:56 PM IST

অণ্ডাল, 13 জুলাই: বর্ষাকাল, তাই উত্তাল নদ। আর সেই জলপূর্ণ নদের তীরে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলেন তিন যুবতী ৷ তাতেই ঘটল বিপত্তি! নদের জলে তলিয়ে গেলেন তাঁরা। শনিবার অণ্ডালের বাসকা ফিল্টার হাউজ দামোদর নদের ঘাটে দুই যুবতীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা গেলেও অন্যজনের খোঁজে চলছে তল্লাশি।

তলিয়ে গেলেন তিন যুবতী (ইটিভি ভারত)

পশ্চিম বর্ধমানের অণ্ডালের 12 নম্বর রেল কলোনির বাসিন্দা জ্যোতি প্রসাদ (25) ৷ তাঁর দুই আত্মীয় বিউটি পাসোয়ান (20) ও প্রিয়াঙ্কা পাসোয়ান ৷ সকলেই ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা ৷ শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ তাঁরা রিলস বানাতে যান মদনপুর পঞ্চায়েতের বাসকা ফিল্টার হাউজ দামোদর নদের ঘাটে ৷ তখনই ঘটে বিপত্তি! প্রত্যক্ষদর্শী মিন্টু গোস্বামী জানান, ওই তিন যুবতী নদের তীরে দাঁড়িয়ে ভিডিয়ো করছিলেন। সেই সময় অন্যমনস্ক হয়ে নদের জলে পড়ে যান প্রিয়াঙ্কা।

মিন্টু আরও জানান, তাঁকে তুলতে জলে ঝাঁপ দেন জ্যোতি প্রসাদ ও বিউটি পাসোয়ান। প্রিয়াঙ্কা জল থেকে ঘাটে উঠে আসতে সক্ষম হলেও নদের জলে তলিয়ে যান জ্যোতি প্রসাদ ও বিউটি পাসোয়ান। দুই যুবতীর তলিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই নদের ঘাটে ভিড় জমান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অণ্ডাল থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নিখোঁজ দুই যুবতীর খোঁজে নদে নেমে শুরু করে তল্লাশি। কিছুক্ষণ তল্লাশির পর বিউটি পাসোয়ানকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।

চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। নিখোঁজ জ্যোতি প্রসাদের খোঁজে চলছে তল্লাশি। রিলস ও ভিডিয়ো করতে গিয়ে আগেও বহুজনের প্রাণ গিয়েছে বিভিন্ন দুর্ঘটনায়। কিন্তু রিলস তৈরির প্রবণতা তাতেও কমেনি। তারই পরিণিতিতে ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। এই বিষয়ে সচেতনতার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অভিজ্ঞরা ৷

অণ্ডাল, 13 জুলাই: বর্ষাকাল, তাই উত্তাল নদ। আর সেই জলপূর্ণ নদের তীরে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলেন তিন যুবতী ৷ তাতেই ঘটল বিপত্তি! নদের জলে তলিয়ে গেলেন তাঁরা। শনিবার অণ্ডালের বাসকা ফিল্টার হাউজ দামোদর নদের ঘাটে দুই যুবতীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা গেলেও অন্যজনের খোঁজে চলছে তল্লাশি।

তলিয়ে গেলেন তিন যুবতী (ইটিভি ভারত)

পশ্চিম বর্ধমানের অণ্ডালের 12 নম্বর রেল কলোনির বাসিন্দা জ্যোতি প্রসাদ (25) ৷ তাঁর দুই আত্মীয় বিউটি পাসোয়ান (20) ও প্রিয়াঙ্কা পাসোয়ান ৷ সকলেই ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা ৷ শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ তাঁরা রিলস বানাতে যান মদনপুর পঞ্চায়েতের বাসকা ফিল্টার হাউজ দামোদর নদের ঘাটে ৷ তখনই ঘটে বিপত্তি! প্রত্যক্ষদর্শী মিন্টু গোস্বামী জানান, ওই তিন যুবতী নদের তীরে দাঁড়িয়ে ভিডিয়ো করছিলেন। সেই সময় অন্যমনস্ক হয়ে নদের জলে পড়ে যান প্রিয়াঙ্কা।

মিন্টু আরও জানান, তাঁকে তুলতে জলে ঝাঁপ দেন জ্যোতি প্রসাদ ও বিউটি পাসোয়ান। প্রিয়াঙ্কা জল থেকে ঘাটে উঠে আসতে সক্ষম হলেও নদের জলে তলিয়ে যান জ্যোতি প্রসাদ ও বিউটি পাসোয়ান। দুই যুবতীর তলিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই নদের ঘাটে ভিড় জমান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অণ্ডাল থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নিখোঁজ দুই যুবতীর খোঁজে নদে নেমে শুরু করে তল্লাশি। কিছুক্ষণ তল্লাশির পর বিউটি পাসোয়ানকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।

চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। নিখোঁজ জ্যোতি প্রসাদের খোঁজে চলছে তল্লাশি। রিলস ও ভিডিয়ো করতে গিয়ে আগেও বহুজনের প্রাণ গিয়েছে বিভিন্ন দুর্ঘটনায়। কিন্তু রিলস তৈরির প্রবণতা তাতেও কমেনি। তারই পরিণিতিতে ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। এই বিষয়ে সচেতনতার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অভিজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.