কলকাতা, 21 মে: শ্লীলতাহানির ঘটনায় রাজভবনের তিন কর্মী মঙ্গলবার রাতে হাজিরা দিলেন হেয়ার স্ট্রিট থানায় । পুলিশ সূত্রে খবর, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় যে ঘটনার দিন সঠিক কী হয়েছিল । লালবাজার সূত্রে জানা গিয়েছে, বয়ানে কর্মী পুলিশকে জানান ঘটনার দিন কাঁদতে কাঁদতে ওই মহিলা তাঁদের কাছে এসেছিলেন। কিন্তু ওই মহিলাকে তাঁরা কোনওভাবেই আটকে রাখেননি ।
পাশাপাশি ওই মহিলা নাকি তাঁদের কাছে দাবি করেছিলেন যে, রাজ্যপাল তার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন । অবশ্য এই বিষয়ে কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক নিজের প্রকাশ করতে না-চেয়ে জানান, বয়ান রেকর্ড করার পর কর্মীদের ছেড়ে দেওয়া হয় ।
সম্প্রতি রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে সেখানকার এক অস্থায়ী কর্মী শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন । তবে তদন্তে নেমে লালবাজারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে এই ঘটনায় কোনও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে তারা তদন্ত করছেন না ৷ বরং, ঘটনার দিন রাজভবনের অন্দরে কী হয়েছিল তারই খোঁজখবর করা হচ্ছে । এই তিন আধিকারিক-সহ রাজভবনের আরও চার কর্মীকে নতুন করে ডেকে পাঠিয়েছে লালবাজার ।
সেই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিশ একটি রিপোর্ট কলকাতা পুলিশের নগরপালের টেবিলে জমা দিয়েছে । ইতিমধ্যেই এই ঘটনায় তলব করা তিনজন কর্মী মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে গিয়ে আগাম জামিন করান। তবু গ্রেফতারি পরোয়ানার আশঙ্কায এড়াতে রাতে তারা রাতে থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন । এই ঘটনায় ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে দু'টি পৃথক মামলা রুজু করা হয়েছে ।
আরও পড়ুন :