ETV Bharat / state

দ্বিতীয় দফায় প্রচারে ঝড় বিজেপি'র, বঙ্গে একইদিনে অমিত-রাজনাথ; আসছেন যোগীও - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: দ্বিতীয় দফার প্রচারে বাংলায় পদ্ম শিবিরের 'পোস্টার বয়' আদিত্যনাথ যোগী ৷ আগামিকাল দার্জিলিঙে সভা করবেন অমিত শাহ ও রাজনাথ সিংহ ৷ 26 এপ্রিল দ্বিতীয় দফার প্রচারে জোরদার করতেই রাজ্য পদ্ম শিবিরের এই দুই হেভিওয়েট নেতা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 7:50 AM IST

Updated : Apr 20, 2024, 8:21 AM IST

কলকাতা, 20 এপ্রিল: গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের প্রথম দফা শেষ হয়েছে ৷ এবার পালা দ্বিতীয় দফার ৷ আগামী 26 এপ্রিল রাজ্য তথা দেশে দ্বিতীয় দফার ভোট ৷ তাপপ্রবাহ সত্ত্বেও প্রচার জারি রেখেছে সবক'টি রাজনৈতিক দল। দ্বিতীয় দফার আগে বঙ্গে প্রচারের নীল নকশা সাজিয়ে ফেলেছে গেরুয়া শিবির ৷ সেই প্রচারের অংশ হিসেবে দ্বিতীয় দফার আগে রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন বিজেপি'র দুই হেভিওয়েট নেতা অমিত শাহ এবং রাজনাথ সিংহ ৷ তালিকায় নাম রয়েছে যোগী আদিত্যনাথেরও ৷

বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী 21 এপ্রিল দার্জিলিঙে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওইদিনই মুর্শিদাবাদ, মালদা উত্তর এবং দার্জিলিঙে নির্বাচনী প্রচার সারবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ দ্বিতীয় দফার প্রচারের আগে রাজ্যে আসতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও । দলীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সভা করবেন শৈলরানিতে ৷ তবে তিনি কবে সেখানে সভা করবেন সেই তারিখ এখনও চূড়ান্তভাবে দলের পক্ষ থেকে জানানো হয়নি।

দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে নির্বাচন । 2019 লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি ৷ বিজেপি'র টিকিটে জিতেছিলেন রাজু বিস্তা। তাঁর মোট প্রাপ্ত ভোট ছিল 750067। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেসের অমর সিং রাই ৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল 336624। রাজনৈতিক প্রেক্ষিতে দার্জিলিং বেশ গুরুত্বপূর্ণ। সেখানে বিভিন্ন রাজনৈতিক সমীকরণের পাশাপাশি রয়েছে পৃথক রাজ্যের বিষয়টিও। সাধারণত দেখা যায় দার্জিলিঙে একই প্রার্থীকে দু’বার ভোটের টিকিট দেওয়া হয় না ৷ কিন্তু মিথ বদলে এবারেও রাজু বিস্তাতে টিকিট দিয়েছে গেরুয়া শিবির ৷

দার্জিলিং কেন্দ্রটি নিজেদের দখলে রাখতে মরিয়া বিজেপি'র প্রচারে তাই ভরসা শাহ, যোগী ও রাজনাথরা ৷ পদ্ম শিবিরের এই তিন হেভিওয়েট নেতাকে পাঠিয়ে পাহাড়ে পদ্ম ফোটানোর পক্রিয়া জারি রাখতে চাইছে তারা ৷

আরও পড়ুন:

  1. হিন্দুদের বিশ্বাস-আস্থাকে অপমান করছে কংগ্রেস ও 'ইন্ডিয়া' জোট, অভিযোগ মোদির
  2. ভোট প্রক্রিয়া মিটতেই উত্তরের তিন কেন্দ্রে আগাম বিজয় মিছিল তৃণমূলের
  3. তিন জেলায় বিক্ষিপ্ত অশান্তি, ধারা বজায় রেখেই শান্তিপূর্ণ ভোট উত্তরবঙ্গে

কলকাতা, 20 এপ্রিল: গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের প্রথম দফা শেষ হয়েছে ৷ এবার পালা দ্বিতীয় দফার ৷ আগামী 26 এপ্রিল রাজ্য তথা দেশে দ্বিতীয় দফার ভোট ৷ তাপপ্রবাহ সত্ত্বেও প্রচার জারি রেখেছে সবক'টি রাজনৈতিক দল। দ্বিতীয় দফার আগে বঙ্গে প্রচারের নীল নকশা সাজিয়ে ফেলেছে গেরুয়া শিবির ৷ সেই প্রচারের অংশ হিসেবে দ্বিতীয় দফার আগে রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন বিজেপি'র দুই হেভিওয়েট নেতা অমিত শাহ এবং রাজনাথ সিংহ ৷ তালিকায় নাম রয়েছে যোগী আদিত্যনাথেরও ৷

বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী 21 এপ্রিল দার্জিলিঙে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওইদিনই মুর্শিদাবাদ, মালদা উত্তর এবং দার্জিলিঙে নির্বাচনী প্রচার সারবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ দ্বিতীয় দফার প্রচারের আগে রাজ্যে আসতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও । দলীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সভা করবেন শৈলরানিতে ৷ তবে তিনি কবে সেখানে সভা করবেন সেই তারিখ এখনও চূড়ান্তভাবে দলের পক্ষ থেকে জানানো হয়নি।

দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে নির্বাচন । 2019 লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি ৷ বিজেপি'র টিকিটে জিতেছিলেন রাজু বিস্তা। তাঁর মোট প্রাপ্ত ভোট ছিল 750067। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেসের অমর সিং রাই ৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল 336624। রাজনৈতিক প্রেক্ষিতে দার্জিলিং বেশ গুরুত্বপূর্ণ। সেখানে বিভিন্ন রাজনৈতিক সমীকরণের পাশাপাশি রয়েছে পৃথক রাজ্যের বিষয়টিও। সাধারণত দেখা যায় দার্জিলিঙে একই প্রার্থীকে দু’বার ভোটের টিকিট দেওয়া হয় না ৷ কিন্তু মিথ বদলে এবারেও রাজু বিস্তাতে টিকিট দিয়েছে গেরুয়া শিবির ৷

দার্জিলিং কেন্দ্রটি নিজেদের দখলে রাখতে মরিয়া বিজেপি'র প্রচারে তাই ভরসা শাহ, যোগী ও রাজনাথরা ৷ পদ্ম শিবিরের এই তিন হেভিওয়েট নেতাকে পাঠিয়ে পাহাড়ে পদ্ম ফোটানোর পক্রিয়া জারি রাখতে চাইছে তারা ৷

আরও পড়ুন:

  1. হিন্দুদের বিশ্বাস-আস্থাকে অপমান করছে কংগ্রেস ও 'ইন্ডিয়া' জোট, অভিযোগ মোদির
  2. ভোট প্রক্রিয়া মিটতেই উত্তরের তিন কেন্দ্রে আগাম বিজয় মিছিল তৃণমূলের
  3. তিন জেলায় বিক্ষিপ্ত অশান্তি, ধারা বজায় রেখেই শান্তিপূর্ণ ভোট উত্তরবঙ্গে
Last Updated : Apr 20, 2024, 8:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.