ETV Bharat / state

ব্যান্ডেলে কারখানার সুপারভাইজার খুনে গ্রেফতার 3 - Beaten To Death

Arrest Three on Supervisor Murder in Hooghly: খুনের তদন্তে নেমে একদিনের মধ্যে তিনজনকে গ্রেফতার করল পুলিশ ৷ ব্যান্ডেলের কারখানায় সুপারভাইজার খুনে জড়িত বাকিদের গ্রেফতারে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা ৷

Bandel News
ব্যান্ডেলের কারখানায় সুপারভাইজার খুনে ধৃত তিন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 5:14 PM IST

Updated : Sep 17, 2024, 6:33 PM IST

ব্যান্ডেল, 17 সেপ্টেম্বর: 24 ঘণ্টা কাটতে না কাটতেই সুপারভাইজার খুনের ঘটনায় গ্রেফতার তিনজন ৷ সোমবার রাতে ঘটনার পরই তদন্তে নামে চুঁচুড়া থানার পুলিশ ৷ কারখানার ভিতরের কর্মী থেকে শুরু করে বাইরের লোকজন সকলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এরপর মঙ্গলবার একজন সাব কনট্রাকটর-সহ দুই জন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ । ধৃত সাব কনট্রাক্টর শ্যামসুন্দর সাউ ৷ বাড়ি টিটাগড় ৷ বাকি দুই শ্রমিক হল বান্টি দাস ও শর্বন কুমার দাস ৷ তাদের বাড়ি মোল্লাপোতায় ।

ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । 12 দিনের হেফাজতের আবেদন করে ধৃতদের আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয় । বিচারক তা মঞ্জুর করে দেন ৷ সূত্রের খবর, কাজ ও টাকা নিয়ে আগে থেকেই গন্ডগোল ছিল । সেই জেরেই তর্কাতর্কি হওয়ার সময় মারধর শুরু হয় ।

গতকাল বিশ্বকর্মা পুজোর প্রস্তুতির পর বিকেলে কারখানা গেটের বাইরে সুপারভাইজারকে পিটিয়ে খুন করা হয় । তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন দুই শ্রমিক । গুরুতর আহত অবস্থায় সুপারভাইজারকে উদ্ধার করে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ৷ এরপরই চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তদন্তে নামে চন্দননগর কমিশনারেটের গোয়েন্দারা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে বিশ্বকর্মা পুজোর খাওয়াদাওয়ার জন্য টাকা চাওয়া নিয়ে বচসার জেরে সুপারভাইজারকে মারধর করা হয় ৷ তাতেই মৃত্যু হয় ব্যান্ডেলের সাহাগঞ্জে জুপিটার কারখানার সুপারভাইজার পাপ্পু দাসের । সেই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার তিন ৷

ব্যান্ডেল, 17 সেপ্টেম্বর: 24 ঘণ্টা কাটতে না কাটতেই সুপারভাইজার খুনের ঘটনায় গ্রেফতার তিনজন ৷ সোমবার রাতে ঘটনার পরই তদন্তে নামে চুঁচুড়া থানার পুলিশ ৷ কারখানার ভিতরের কর্মী থেকে শুরু করে বাইরের লোকজন সকলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এরপর মঙ্গলবার একজন সাব কনট্রাকটর-সহ দুই জন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ । ধৃত সাব কনট্রাক্টর শ্যামসুন্দর সাউ ৷ বাড়ি টিটাগড় ৷ বাকি দুই শ্রমিক হল বান্টি দাস ও শর্বন কুমার দাস ৷ তাদের বাড়ি মোল্লাপোতায় ।

ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । 12 দিনের হেফাজতের আবেদন করে ধৃতদের আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয় । বিচারক তা মঞ্জুর করে দেন ৷ সূত্রের খবর, কাজ ও টাকা নিয়ে আগে থেকেই গন্ডগোল ছিল । সেই জেরেই তর্কাতর্কি হওয়ার সময় মারধর শুরু হয় ।

গতকাল বিশ্বকর্মা পুজোর প্রস্তুতির পর বিকেলে কারখানা গেটের বাইরে সুপারভাইজারকে পিটিয়ে খুন করা হয় । তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন দুই শ্রমিক । গুরুতর আহত অবস্থায় সুপারভাইজারকে উদ্ধার করে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ৷ এরপরই চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তদন্তে নামে চন্দননগর কমিশনারেটের গোয়েন্দারা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে বিশ্বকর্মা পুজোর খাওয়াদাওয়ার জন্য টাকা চাওয়া নিয়ে বচসার জেরে সুপারভাইজারকে মারধর করা হয় ৷ তাতেই মৃত্যু হয় ব্যান্ডেলের সাহাগঞ্জে জুপিটার কারখানার সুপারভাইজার পাপ্পু দাসের । সেই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার তিন ৷

Last Updated : Sep 17, 2024, 6:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.