দুর্গাপুর, 25 জুন: মুখ্যমন্ত্রীর ধমকের পরেই নড়েচড়ে বসল প্রশাসন ৷ জেলায় জেলায় অ্যাকশনে নামল পুলিশ ও আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তথা আড্ডা ৷ সরকারি জমি দখল করে অবৈধ মদের কারবার চলছিল দুর্গাপুরে ৷ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ ।
আসানসোল দুর্গাপুর-উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন,"শুধু আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদেরই জমি নয়, দখল হয়ে রয়েছে পৌরসভা, বনদফতর-সহ সরকারি নানান দফতরের জমি । তবে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমি দখল মুক্ত করতে কড়া পদক্ষেপ নেওয়া হবে । সেই জন্য এগিয়ে আসতে হবে এলাকার মানুষদের থেকে জনপ্রতিনিধিদেরও । পরবর্তীতে আবার অবৈধভাবে কোনও কাজকর্ম শুরু হলে দ্রুত অভিযোগ জানানোর জন্য দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে । মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে তৎপরতা আরও বেড়েছে ।"
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠক করেন ৷ সেই বৈঠক থেকে রাজ্যের প্রতিটি প্রান্তের প্রশাসনিক আধিকারিকদের কড়া ধমক দিয়ে তিনি বলেন, "কোন অবৈধ কাজ বরদাস্ত করা হবে না । দুর্গাপুরের ওয়ার্ডগুলিতেও কাজ হচ্ছে না । সৌন্দর্যায়নের জন্য এত টাকা খরচ করেছি কিন্তু দেখার কেউ নেই ।" যে ওয়ার্ডগুলিতে কাউন্সিলর নেই সেখানে রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমকে একটি ফর্মুলা বের করার নির্দেশ দেন মমতা । তারপর থেকেই রাজ্যের প্রতিটি প্রান্তেই প্রশাসনিক আধিকারিকদের তৎপরতা দেখা যাচ্ছে । দুর্গাপুরেও শুরু হয়েছে সেই অভিযান ।
অভিযোগ, আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বহু জমি দখল করে চলছে অবৈধ কাজকর্ম । কোথাও ধাবা, গাড়ির গ্যারেজ, হোটেল, পার্কিং, ক্লাব, খাটাল গজিয়ে উঠেছে, ফুটপাতও দখল হয়ে যাচ্ছে । একাধিকবার অভিযান চালানোর পরেও বন্ধ হয়নি সেই অবৈধ কাজকর্ম । দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জাতীয় সড়ক লাগোয়া আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমির বেড়া কেটে গজিয়ে উঠেছে বহু ধাবা । সেখানে অবৈধভাবে মদ বিক্রির পাশাপাশি দুষ্কৃতীদের আনাগোনা লেগেই থাকে । অসামাজিক কাজকর্মও চলতে থাকে বলে অভিযোগ ।
শহরজুড়ে বেআইনি হকার উচ্ছেদ অভিযান, মাথায় হাত হকারদের
মুখ্যমন্ত্রী 'রণংদেহি' মূর্তি ধারণ করতেই নড়েচড়ে বসল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ । সোমবার রাতেই ওই ধাবাগুলিতে অভিযান চালান পুলিশকে সঙ্গে নিয়ে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরা । গ্রেফতার করা হয় তিন অবৈধ কারবারীকে । প্রতিটি প্রান্তেই পর্ষদের জমি দখলকারীদের দ্রুত সরে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় । এই সংক্রান্ত অভিযোগ জানাতে ইতিমধ্যেই 9046223650, 9046223651 দুটি হেল্পলাইন নম্বর চালু করেছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ।
দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন,"মুখ্যমন্ত্রী পৌরসভাগুলিকে নিয়ে যা সমালোচনা করেছেন তা গঠনমূলক । হঠাৎ করে রাতারাতি এসে যারা ফুটপাত এবং জমি দখল করে নিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে । যেহেতু আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদেরই অধিকাংশ জমি । তাই নিশ্চয়ই কঠোর পদক্ষেপ নেবে পর্ষদের আধিকারিকরা ৷ আমরা যথার্থভাবে সহযোগিতা করব । দুর্গাপুর নগর নিগম এলাকায় 43 জন কাউন্সিলর থাকলে যা কাজ হতো তার থেকে 5 জন পৌর প্রশাসক মিলে বেশি কাজ করি ।"
সমালোচনায় সরব হয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন,"প্রোমোটার-দুষ্কৃতী তারা পুকুর বুজিয়ে সরকারি জমি দখল করে নির্মাণ করছে বহুতল । অনুমতি দিচ্ছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ আর পৌরসভা । যারা দখল করছে আসানসোল-দুর্গাপুরে উন্নয়ন পর্ষদের জমি থেকে সরকারি জমি তারা আছে বলেই দলটা আছে । অভিযান শুরু করলে দলটাই উঠে যাবে । আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর বলেছেন, অবৈধ কাজকর্ম করতে দেব না ৷ তাঁকে আমার সাধুবাদ । কিন্তু এতটাই অবৈধ জমি দখল চলছে যে ফোন আসতে আসতে বিরক্ত হয়ে সেই হেল্পলাইন নম্বরও বন্ধ করে দেবে ।"
'ইচ্ছামতো বাইরের লোক বসাচ্ছে সুজিত', পুর-বৈঠকে অগ্নিশর্মা মমতা