ETV Bharat / state

বিমানে যাতায়াত, নামীদামি হোটেলে থাকা; শিলিগুড়ি থেকে গ্রেফতার দুই ‘ভিআইপি’ চোর - Thieves Living Lavishly - THIEVES LIVING LAVISHLY

Thieves arrested in Siliguri: আধুনিক জীবনযাপন ৷ ভালো হোটেলে থাকা, বিমানে যাতায়াত ৷ শিলিগুড়িতে দুই ‘আধুনিক’ চোরকে দেখে চোখ কপালে উঠল দুঁদে পুলিশ কর্তারও ৷

Thieves arrested in Siliguri
শিলিগুড়ি থেকে গ্রেফতার দুই ‘ভিআইপি’ চোর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2024, 12:33 PM IST

শিলিগুড়ি, 22 অগস্ট: হৃতিক রোশনের ‘ধুম 2’ সিনেমার কথা মনে আছে ? সেই সিনেমায় এক আধুনিক চোরের ভূমিকায় অভিনয় করেছিলেন হৃতিক । যে বিমানে যাতায়াত করে, জীবনযাপনও অত্যাধুনিক ৷ একের পর এক চুরির ঘটনা ঘটিয়ে চলছিল ৷ ঠিক সেই কায়দাতেই চুরি করছিল দুই চোর ৷ অবশেষে শিলিগুড়ি থেকে দুই মূর্তিমানকে গ্রেফতার করল পুলিশ ৷

ঠিক কী হয়েছে ?

বুধবার দুই ‘ভিআইপি’ চোরকে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ ৷ শহরে নিতান্ত সাধারণ একটি চুরির ঘটনার তদন্তে গ্রেফতার হয় দুই চোর ৷ পরে তাদের পরিকল্পনা জানতেই তাজ্জব বনে যান পুলিশ আধিকারিকরা । এ যেন কেঁচো খুড়তে কেউটে ! রীতিমতো বিমানে যাতায়াত, দামী হোটেলে থেকে চুরি করাই ছিল এদের পেশা । আর সবটাই পুলিশের চোখে ধূলো দিতে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির ঘটনায় ধৃতরা দু’জন হল আসানসোলের বাসিন্দা সৌমাল্য চৌধুরী ও হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা ভিক্টর ঘোষ ৷ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শিলিগুড়ি থানা ও পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ । বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে । দু’জনের নামে এর আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এসিপি (পূর্ব) ত্রিদীপ সরকার । ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন তিনি ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত ওই দু’জন 19 অগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে শিলিগুড়ি পৌঁছয় । সেখান থেকে প্রধাননগরের এক নামকরা হোটেলে ওঠে তারা ৷ মোট আটদিনের অপারেশন করার পরিকল্পনা করে এসেছিল ওই দু’জন । সেইমতো শিলিগুড়ির হাকিমপাড়ার একটি বাড়িতে কেউ না-থাকার সুযোগে হাত সাফাই করে ৷ নগদ, অলঙ্কার নিয়ে চম্পট দেয় ।

এরপর ওইদিন রাতে বাড়ি ফিরেই লকার ভাঙা অবস্থায় দেখে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক ৷ অভিযোগ পেতেই তদন্তে নামে শিলিগুড়ি থানা ও পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ৷ এরপর 21 অগস্ট অভিযান চালিয়ে পাঞ্জাবীপাড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সৌমাল্যকে । তাকে জিজ্ঞাসাবাদ করে হোটেল থেকে গ্রেফতার করা হয় ভিক্টরকেও । সেখান থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী । যার মধ্যে সাড়ে 10 হাজার টাকা নগদ, বেশ কয়েকটি সোনা ও রুপোর অলঙ্কার, মোবাইল ফোন উদ্ধার হয় ৷

শিলিগুড়ি, 22 অগস্ট: হৃতিক রোশনের ‘ধুম 2’ সিনেমার কথা মনে আছে ? সেই সিনেমায় এক আধুনিক চোরের ভূমিকায় অভিনয় করেছিলেন হৃতিক । যে বিমানে যাতায়াত করে, জীবনযাপনও অত্যাধুনিক ৷ একের পর এক চুরির ঘটনা ঘটিয়ে চলছিল ৷ ঠিক সেই কায়দাতেই চুরি করছিল দুই চোর ৷ অবশেষে শিলিগুড়ি থেকে দুই মূর্তিমানকে গ্রেফতার করল পুলিশ ৷

ঠিক কী হয়েছে ?

বুধবার দুই ‘ভিআইপি’ চোরকে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ ৷ শহরে নিতান্ত সাধারণ একটি চুরির ঘটনার তদন্তে গ্রেফতার হয় দুই চোর ৷ পরে তাদের পরিকল্পনা জানতেই তাজ্জব বনে যান পুলিশ আধিকারিকরা । এ যেন কেঁচো খুড়তে কেউটে ! রীতিমতো বিমানে যাতায়াত, দামী হোটেলে থেকে চুরি করাই ছিল এদের পেশা । আর সবটাই পুলিশের চোখে ধূলো দিতে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির ঘটনায় ধৃতরা দু’জন হল আসানসোলের বাসিন্দা সৌমাল্য চৌধুরী ও হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা ভিক্টর ঘোষ ৷ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শিলিগুড়ি থানা ও পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ । বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে । দু’জনের নামে এর আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এসিপি (পূর্ব) ত্রিদীপ সরকার । ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন তিনি ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত ওই দু’জন 19 অগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে শিলিগুড়ি পৌঁছয় । সেখান থেকে প্রধাননগরের এক নামকরা হোটেলে ওঠে তারা ৷ মোট আটদিনের অপারেশন করার পরিকল্পনা করে এসেছিল ওই দু’জন । সেইমতো শিলিগুড়ির হাকিমপাড়ার একটি বাড়িতে কেউ না-থাকার সুযোগে হাত সাফাই করে ৷ নগদ, অলঙ্কার নিয়ে চম্পট দেয় ।

এরপর ওইদিন রাতে বাড়ি ফিরেই লকার ভাঙা অবস্থায় দেখে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক ৷ অভিযোগ পেতেই তদন্তে নামে শিলিগুড়ি থানা ও পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ৷ এরপর 21 অগস্ট অভিযান চালিয়ে পাঞ্জাবীপাড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সৌমাল্যকে । তাকে জিজ্ঞাসাবাদ করে হোটেল থেকে গ্রেফতার করা হয় ভিক্টরকেও । সেখান থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী । যার মধ্যে সাড়ে 10 হাজার টাকা নগদ, বেশ কয়েকটি সোনা ও রুপোর অলঙ্কার, মোবাইল ফোন উদ্ধার হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.