ETV Bharat / state

'রাজ্যে পর্যাপ্ত জমির সঙ্গে রয়েছে শিল্পের অনুকূল পরিবেশ'; বণিকমহলকে বার্তা মমতার - Mamata Banerjee - MAMATA BANERJEE

Mamata on Bengal Business Summit: বিনিয়োগে জমি কোনও অন্তরায় নয়, শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে বাংলায় ৷ বণিক মহলের উদ্দেশে এমনই বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ যদিও চলতি বছরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সম্ভবত হচ্ছে না ৷

Mamata Banerjee
বণিক মহলকে বার্তা মমতার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 13, 2024, 10:50 PM IST

Updated : Jun 13, 2024, 10:56 PM IST

কলকাতা, 13 জুন: বিনিয়োগে জমি কোনও অন্তরায় নয়, শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে বাংলায় ৷ শিল্পমহলে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ আগামী 20 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর শোকেস বেঙ্গল বিশেষ প্রদর্শনী হবে নিউ টাউনের কনভেনশন সেন্টারে ৷

অতীতে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শোনা গিয়েছে, সকলকে নিয়ে চলার বার্তা। বৃহস্পতিবার শিল্পপতি ও বণিক মহলের সঙ্গে বৈঠকে আরও একবার সকলকে নিয়ে চলার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, শিল্প, কৃষি এবং কর্মসংস্থানের সহাবস্থানই রাজ্যের মূল লক্ষ্য। রাজ্যে শিল্পবন্ধু সরকার রয়েছে বলেও জানিয়েছেন মমতা। তাঁর কথায়, "আমরা শিল্পপতিদের ভয় দেখাই না। বরং আমরা সকলকে সঙ্গে নিয়ে সকলের সঙ্গে সমন্বয় রেখে চলি।"

তাৎপর্যপূর্ণভাবে এদিন এই বৈঠক নিয়ে সরকারিভাবে কোনও বক্তব্য জানানো হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। তবে বিভিন্ন বণিক মহলের থেকে যে বক্তব্য পাওয়া যাচ্ছে তাতে, রাজ্য সরকার যে শিল্পবন্ধু সরকার এমন বার্তাই আরও একবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এবছর সম্ভবত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে না রাজ্যে। তারপর বদলে আগামী বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হতে পারে। যদিও সবটাই আগামী দিনে রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে নবান্ন সূত্রে যতদূর জানা যাচ্ছে, আগামী কুড়ি সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত নিউটাউনের বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে "শোকেস বেঙ্গল" নামে একটি প্রদর্শনী হবে। যেখানে বাংলার বিভিন্ন ক্ষেত্রকে তুলে ধরা হবে এবং যাকে সামনে রেখে বিনিয়োগের বিষয়টিও শিল্পমহলের সামনে তুলে ধরবে রাজ্য সরকার।

এদিন এমনটাও জানা যাচ্ছে, এই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের তৈরি হওয়া পাঁচটি ফ্রেড করিডরের কাজ যাতে দ্রুত সম্পন্ন করা যায় এই বিষয়ে জোর দিয়েছেন। একই সঙ্গে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় সরকারি সমস্ত দফতরের কাজের ক্ষেত্রে সমন্বয়ে রেখে চলার উপর জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনওভাবেই প্রকল্পের কাজ ফেলে রাখা যাবে না। বিনিয়োগের কোনও প্রস্তাব এলে দ্রুত কীভাবে তা রূপায়ণ করা যায় তার জন্য পদক্ষেপ নিতে হবে।

এদিন শিল্পপতিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে জমি অন্তরায় হবে না। রাজ্য সরকারের হাতে পর্যাপ্ত জমি রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কথায়, "'ল্যান্ড ম্যাপ' ও 'ল্যান্ড ব্যাংক' দেখে শিল্পপতিরা চাইলে বিনিয়োগ করতে পারেন। এ রাজ্যে শিল্পের জন্য সবটুকু অনুকূল পরিবেশ রয়েছে।" এদিন মুখ্যমন্ত্রী এও স্পষ্ট করে দিয়েছেন, ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য সরকার পরিকাঠামো উন্নয়নের উপর জোর দিয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে এই পরিকাঠামো উন্নয়নের কাজ এখনও চলছে। সবচেয়ে বড় এই রাজ্যে বনধ সংস্কৃতি এখন অতীত। তাই তিনি মনে করছেন রাজ্যে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে, সব থেকে তাৎপর্যপূর্ণ ছিল এই অংশ। যা জনৈক বণিক মহলের সদস্য জানিয়েছেন ৷ তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী বলেছেন, এই সরকার শিল্প বন্ধু সরকার। আমরা শিল্পপতিদের ভয় দেখাই না। বরঞ্চ বরং সকলের সঙ্গে সমন্বয় রেখে চলি। ফলে রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে ৷"

কলকাতা, 13 জুন: বিনিয়োগে জমি কোনও অন্তরায় নয়, শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে বাংলায় ৷ শিল্পমহলে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ আগামী 20 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর শোকেস বেঙ্গল বিশেষ প্রদর্শনী হবে নিউ টাউনের কনভেনশন সেন্টারে ৷

অতীতে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শোনা গিয়েছে, সকলকে নিয়ে চলার বার্তা। বৃহস্পতিবার শিল্পপতি ও বণিক মহলের সঙ্গে বৈঠকে আরও একবার সকলকে নিয়ে চলার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, শিল্প, কৃষি এবং কর্মসংস্থানের সহাবস্থানই রাজ্যের মূল লক্ষ্য। রাজ্যে শিল্পবন্ধু সরকার রয়েছে বলেও জানিয়েছেন মমতা। তাঁর কথায়, "আমরা শিল্পপতিদের ভয় দেখাই না। বরং আমরা সকলকে সঙ্গে নিয়ে সকলের সঙ্গে সমন্বয় রেখে চলি।"

তাৎপর্যপূর্ণভাবে এদিন এই বৈঠক নিয়ে সরকারিভাবে কোনও বক্তব্য জানানো হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। তবে বিভিন্ন বণিক মহলের থেকে যে বক্তব্য পাওয়া যাচ্ছে তাতে, রাজ্য সরকার যে শিল্পবন্ধু সরকার এমন বার্তাই আরও একবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এবছর সম্ভবত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে না রাজ্যে। তারপর বদলে আগামী বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হতে পারে। যদিও সবটাই আগামী দিনে রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে নবান্ন সূত্রে যতদূর জানা যাচ্ছে, আগামী কুড়ি সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত নিউটাউনের বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে "শোকেস বেঙ্গল" নামে একটি প্রদর্শনী হবে। যেখানে বাংলার বিভিন্ন ক্ষেত্রকে তুলে ধরা হবে এবং যাকে সামনে রেখে বিনিয়োগের বিষয়টিও শিল্পমহলের সামনে তুলে ধরবে রাজ্য সরকার।

এদিন এমনটাও জানা যাচ্ছে, এই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের তৈরি হওয়া পাঁচটি ফ্রেড করিডরের কাজ যাতে দ্রুত সম্পন্ন করা যায় এই বিষয়ে জোর দিয়েছেন। একই সঙ্গে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় সরকারি সমস্ত দফতরের কাজের ক্ষেত্রে সমন্বয়ে রেখে চলার উপর জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনওভাবেই প্রকল্পের কাজ ফেলে রাখা যাবে না। বিনিয়োগের কোনও প্রস্তাব এলে দ্রুত কীভাবে তা রূপায়ণ করা যায় তার জন্য পদক্ষেপ নিতে হবে।

এদিন শিল্পপতিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে জমি অন্তরায় হবে না। রাজ্য সরকারের হাতে পর্যাপ্ত জমি রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কথায়, "'ল্যান্ড ম্যাপ' ও 'ল্যান্ড ব্যাংক' দেখে শিল্পপতিরা চাইলে বিনিয়োগ করতে পারেন। এ রাজ্যে শিল্পের জন্য সবটুকু অনুকূল পরিবেশ রয়েছে।" এদিন মুখ্যমন্ত্রী এও স্পষ্ট করে দিয়েছেন, ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য সরকার পরিকাঠামো উন্নয়নের উপর জোর দিয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে এই পরিকাঠামো উন্নয়নের কাজ এখনও চলছে। সবচেয়ে বড় এই রাজ্যে বনধ সংস্কৃতি এখন অতীত। তাই তিনি মনে করছেন রাজ্যে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে, সব থেকে তাৎপর্যপূর্ণ ছিল এই অংশ। যা জনৈক বণিক মহলের সদস্য জানিয়েছেন ৷ তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী বলেছেন, এই সরকার শিল্প বন্ধু সরকার। আমরা শিল্পপতিদের ভয় দেখাই না। বরঞ্চ বরং সকলের সঙ্গে সমন্বয় রেখে চলি। ফলে রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে ৷"

Last Updated : Jun 13, 2024, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.