কলকাতা, 22 জুলাই: কলকাতায় প্রতিদিন কয়েক লক্ষ গাড়ি পার্কিং হয় । চার চাকার থেকেও সেই সংখ্যাটা বেশি দু'চাকার । তবে বৈধ পার্কিং রয়েছে মাত্র 450টির কিছু বেশি । যেখানে গাড়ি রাখা যেতে পারে মেরেকেটে 34 থেকে 36 হাজার । পুলিশের সঙ্গে লাগাতার অভিযানে পার্কিং নিয়ে সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য ৷ যা দেখে চোখ কপালে ওঠার জোগার কলকাতা পুরনিগমের আধিকারিকদের । অন্যদিকে, শহর জুড়ে 150টির বেশি বেআইনি পার্কিং লট চিহ্নিত করেছে পুরনিগম ।
এই প্রসঙ্গে কলকাতা পুরনিগমের এক আধিকারিক বলেন, "আমরা জানি কলকাতায় নির্দিষ্ট কিছু পার্কিং লট আছে, যাতে সব গাড়ির পার্কিং অপর্যাপ্ত । তবে যে তথ্য এসেছে তাতে নতুন পার্কিং লট করার প্রয়োজন । এই বিষয়টি পার্কিং বিভাগের মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার ও মেয়র ফিরহাদ হাকিমকে জানানো হবে । তবে কিছু করার নেই ৷ বর্তমানে আইন মাফিক আমাদের ব্যবস্থা নিতে হবেই । অবৈধ পার্কিং লট অসাধু কারবারীদের তোলাবাজি বন্ধ করার জন্য পুলিশ আরও কঠোর হোক । আমরাও পার্কিং লট বাড়ানোর বিষয়ে বিবেচনা করছি । যদিও শহরে গাড়ির যা সংখ্যা তাতে রাতারাতি এই সমস্যার সমাধান হবে না ।"
অভিযোগ ছিল, কলকাতায় নানা প্রান্তে চলছে যথেচ্ছ অবৈধ পার্কিং ৷ যেখানে প্রতি মাসে লক্ষ কোটি টাকা রোজগার করেছেন কিছু আসাধু লোক । এরপরেই সেই সমস্ত অবৈধ পার্কিং লটের বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নেওয়া হয় পুরনিগমের তরফে । যথেচ্ছভাবে যে সমস্ত গাড়ি এদিক ওদিক পার্কিং ছিল সেই সমস্ত গাড়িকে জরিমানাও করা হয় । তবে শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালানোর পর কলকাতা পুরনিগম ও কলকাতা পুলিশ তথ্য বিশ্লেষণ করে দেখে, শহরে যে পরিমাণ গাড়ি রাখা হয় তার সিকিভাগও পার্কিং লট নেই ।
ফলে সেই তথ্য পেয়ে বিষয়টি নিয়ে পার্কিং বিভাগের আধিকারিকরা আলোচনা শুরু করেছেন । পুরনিগম সূত্রে খবর, অবৈধ পার্কিং লটগুলো ফের পরিদর্শন করা হবে । তার মধ্যে যে সমস্ত পার্কিং লটের আশপাশে পর্যাপ্ত রাস্তা আছে, সেই সমস্ত পার্কিং লটকে বৈধতা দেওয়া যায় কি না, সেই জায়গা গুলোর টেন্ডার করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে । এই সিদ্ধান্ত কার্যকরী হলে কলকাতা পুরনিগমের আয় বাড়বে ।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরে হকাররাজে লাগাম দিতে বলেছিলেন । পাশাপাশি তিনি বেআইনি পার্কিং বন্ধ করার নির্দেশ দেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই তৎপর হয় কলকাতা পুরনিগম ও লালবাজার । অভিযানে নেমে সামনে আসে নানা তথ্য ৷