মালদা, 20 এপ্রিল: গৌড় এক্সপ্রেসের শীতাতপ নিয়ন্ত্রিত কামরা থেকে চুরির অভিযোগ ৷ এই ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে । প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের নিরাপত্তা নিয়েও । এই ঘটনায় ইতিমধ্যে মালদা জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে সাঁইথিয়া জিআরপি থানার সঙ্গে যোগযোগ করে তদন্ত শুরু করেছে মালদা জিআরপি থানার পুলিশ ।
কলকাতার মেট্রোপলেটিন কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বাসিন্দা সৌমেন্দ্রনারায়ণ ঘোষ । মালদা শহরের এক নম্বর গভর্নমেন্ট কলোনিতেও তাঁর একটি ফ্ল্যাট রয়েছে । প্রতিমাসে একবার করে মালদার ফ্ল্যাটে আসেন সৌমেন্দ্র । শুক্রবার রাতে তিনি গৌড় এক্সপ্রেস ধরে মালদায় আসছিলেন । সে সময় চলন্ত ট্রেনে এই ঘটনা ঘটে ৷
সৌমেন্দ্র বলেন, "গতকাল রাতে আমি শিয়ালদা স্টেশন থেকে গৌড় এক্সপ্রেস ধরে মালদা আসছিলাম । দ্বিতীয় এসির 3-এ কোচে আমার সিট ছিল । ট্রেনে উঠে আমি সাড়ে এগারোটা নাগাদ ঘুমিয়ে যাই । প্রায় পৌনে চারটে নাগাদ আমার ঘুম ভাঙে । ট্রেন সেই সময় পাকুড় স্টেশনে ঢোকার মুখে । সেই সময় দেখি আমার পিঠে নেওয়ার ব্যাগটা নেই । ব্যাগে আমার প্যান্ট ছিল, মানিব্যাগ ছিল । মানি ব্যাগে কিছু নথিপত্র, ক্রেডিট কার্ড দেশি ও বিদেশি টাকা, তিনটে মোবাইল একটি ট্যাব, দুটো খামের মধ্যে 69 হাজার 800 টাকা ছিল । ব্যাগ দেখতে না পেয়ে আমি ট্রেনের টিটিকে খুঁজতে শুরু করি । ওনাকে খুঁজে সমস্ত বিষয় জানাই । আমার সঙ্গে একটি ট্রলি ব্যাগ ছিল । সেটা চেন দিয়ে সিটের তলায় বাঁধা ছিল । ট্রেনের নিরাপত্তারক্ষীরা সেই তালা ভেঙে ট্রলি নেওয়ার ব্যবস্থা করে দেন ।"
তাঁর কথায়, "আজ সকালে মালদা টাউন স্টেশনে নেমে জিআরপি থানায় অভিযোগ জানিয়েছি । দীর্ঘদিন ধরে গৌড় এক্সপ্রেসে যাতায়াত করছি । কিন্তু কোনও দিন আমার সঙ্গে এ ধরণের ঘটনা ঘটেনি । এই ঘটনায় আমি রীতিমতো আতঙ্কে রয়েছি । এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে ট্রেনে নিরাপত্তায় কতটা গাফিলতি রয়েছে ।"
আরও পড়ুন: