ETV Bharat / state

খুব শীঘ্রই গায়ে চাপাতে হবে সোয়েটার, জানাল হাওয়া অফিস - WEST BENGAL WEATHER FORECAST

কয়েকদিন পরেই উত্তরে হাওয়া বইতে শুরু করবে । পারদ নামবে 2 থেকে 3 ডিগ্রি ৷ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস ৷

West Bengal Weather Update on Tuesday
নভেম্বরের মাঝেই কমবে তাপমাত্রা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 6:50 AM IST

কলকাতা, 12 নভেম্বর: ভোরে কুয়াশার চাদর, হাওয়ায় ঠান্ডা শিরশিরানি । বেলায় তার উপস্থিতি আর নেই ৷ বিকেল বা সন্ধ্যায় ফের হাল্কা ঠান্ডার আমেজ । কার্তিক মাসের শেষে অগ্রহায়নের দোরগোড়ায় হেমন্তের হিমের হাওয়ার সরব উপস্থিতি এখনও সেভাবে মালুম হচ্ছে না । কারণ রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পতনের ইঙ্গিত নেই ।

আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, বৃষ্টি আর নেই । শুষ্ক আবহাওয়া বঙ্গজুড়ে । উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া এখনও সেভাবে প্রবেশ করছে না । উত্তর এবং উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে সেভাবে ঠান্ডা না-পড়লে বঙ্গে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম থাকে । হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার থেকে পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা প্রবল । আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে ।

উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা । উত্তরবঙ্গের আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই । তবে সকালের দিকে দু-এক ঘণ্টার জন্য কোথাও কোথাও কুয়াশা কিংবা ধোঁয়াশা হতে পারে । দিন তিনেক পর রাজ্যে পারদ নামবে 2-3 ডিগ্রি সেলসিয়াস । তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচেও নামতে পারে । ফলে সপ্তাহান্তে ঠান্ডার আমেজ থাকবে । অর্থাৎ নভেম্বরের মাঝেই কমবে তাপমাত্রা ।

বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে 15 নভেম্বর থেকে উত্তরে হাওয়া বইতে শুরু করবে । মাসের শেষে নয়, নভেম্বরের মাঝামাঝিতেই শীতের আমেজ আসবে রাজ্যে । শীতের আমেজ তৈরি হওয়ার কথা বলা হলেও ‘শীত এল বঙ্গে’ বলার সময় এখনও আসেনি । সেক্ষেত্রে 15 ডিগ্রি বা তার নীচে পারদ নামতে হবে এবং তা তিনটে দিন থিতু হতে হবে । সাধারণত ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে শীত পড়ে বঙ্গে । তাই সেই পরিস্থিতির জন্য অপেক্ষাই সার । শীতের আমেজ বলতে 20 থেকে 18 ডিগ্রির নীচে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে হবে । বৃহস্পতিবার থেকে পারদ নামার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস । 2-4 ডিগ্রি পারদ নামলে সেই পরিস্থিতি তৈরি হতে চলেছে বলা যায় ।

সোমবার কলকাতা এবং শহরতলি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 98 শতাংশ, সর্বনিম্ন 50 শতাংশ ।

আরও পড়ুন

কলকাতা, 12 নভেম্বর: ভোরে কুয়াশার চাদর, হাওয়ায় ঠান্ডা শিরশিরানি । বেলায় তার উপস্থিতি আর নেই ৷ বিকেল বা সন্ধ্যায় ফের হাল্কা ঠান্ডার আমেজ । কার্তিক মাসের শেষে অগ্রহায়নের দোরগোড়ায় হেমন্তের হিমের হাওয়ার সরব উপস্থিতি এখনও সেভাবে মালুম হচ্ছে না । কারণ রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পতনের ইঙ্গিত নেই ।

আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, বৃষ্টি আর নেই । শুষ্ক আবহাওয়া বঙ্গজুড়ে । উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া এখনও সেভাবে প্রবেশ করছে না । উত্তর এবং উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে সেভাবে ঠান্ডা না-পড়লে বঙ্গে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম থাকে । হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার থেকে পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা প্রবল । আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে ।

উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা । উত্তরবঙ্গের আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই । তবে সকালের দিকে দু-এক ঘণ্টার জন্য কোথাও কোথাও কুয়াশা কিংবা ধোঁয়াশা হতে পারে । দিন তিনেক পর রাজ্যে পারদ নামবে 2-3 ডিগ্রি সেলসিয়াস । তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচেও নামতে পারে । ফলে সপ্তাহান্তে ঠান্ডার আমেজ থাকবে । অর্থাৎ নভেম্বরের মাঝেই কমবে তাপমাত্রা ।

বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে 15 নভেম্বর থেকে উত্তরে হাওয়া বইতে শুরু করবে । মাসের শেষে নয়, নভেম্বরের মাঝামাঝিতেই শীতের আমেজ আসবে রাজ্যে । শীতের আমেজ তৈরি হওয়ার কথা বলা হলেও ‘শীত এল বঙ্গে’ বলার সময় এখনও আসেনি । সেক্ষেত্রে 15 ডিগ্রি বা তার নীচে পারদ নামতে হবে এবং তা তিনটে দিন থিতু হতে হবে । সাধারণত ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে শীত পড়ে বঙ্গে । তাই সেই পরিস্থিতির জন্য অপেক্ষাই সার । শীতের আমেজ বলতে 20 থেকে 18 ডিগ্রির নীচে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে হবে । বৃহস্পতিবার থেকে পারদ নামার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস । 2-4 ডিগ্রি পারদ নামলে সেই পরিস্থিতি তৈরি হতে চলেছে বলা যায় ।

সোমবার কলকাতা এবং শহরতলি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 98 শতাংশ, সর্বনিম্ন 50 শতাংশ ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.