ETV Bharat / state

বাগান খুললে ফিরবে 'ভালো দিন', আশায় ভোট দান চা শ্রমিকদের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Raipur Tea Estate Workers: দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে চা-বাগান ৷ সংসার চলছে কোনও মতে ৷ ভালো দিনের আশায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ চা শ্রমিকদের ৷ বাগান খুললে রোজগার আসবে ৷ সেই আশায় দিন গুনছেন চা শ্রমিকরা ৷

Etv Bharat
ভোট দান চা শ্রমিকদের
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 4:31 PM IST

বাগান খুললে ফিরবে 'ভালো দিন'

জলপাইগুড়ি, 19 এপ্রিল: চা বাগান রয়েছে, কারখানা রয়েছে ৷ রয়েছে মালিকও ৷ কিন্তু সবই খাতায়কলমে ৷ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে রায়পুর চা বাগান ৷ কাজ নেই শ্রমিকদের ৷ ভোটের লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আশা একটাই, খুলে থাক বন্ধ চা-বাগান ৷

আসলে এই চা বাগানের মালিক দক্ষিণ ভারতের বাসিন্দা ৷ খাতায় কলমে খোলাও রয়েছে চা-বাগান ৷ তবে তা বন্ধই বলা যায় ৷ কারখানা আছে মেশিন নেই ৷ অপারেটিং কমিটি তৈরি করে শ্রমিকরা রোজ 150 টাকা মজুরিতে চা পাতা বিক্রি করে দিন গুজরান করছেন ৷ লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করার একটাই ৷ ফের যদি খুলে যায় বন্ধ এই কারখানা ৷ তাহলে মুখে হাসি ফুটবে কয়েকশো শ্রমিকদের ৷

এক চা শ্রমিক জানান, অবস্থা খুব খারাপ ৷ এই আশায় ভোট দিয়েছি যাতে বাগানটা খুলে যায় ৷ তাহলে কাজ পাব ৷ রোজগার হবে ৷ বাচ্চারা পড়াশোনা করতে পারবে ৷ অন্য কোথাও কাজ করতে গেলে সংসার চলবে না ৷ সেখানে সপ্তাহে বা দিনের দিন টাকা দেবে না ৷ মাস শেষ হলে দেবে ৷ তাই আমরা চাই কারখানা-বাগান খুলে যাক ৷ আর এক চা শ্রমিক বলেন, "এখন আমাদের চা বাগান বন্ধ অবস্থায় রয়েছে ৷ কমিটি যেভাবে চালাচ্ছে তাতে 100-150 টাকা পাচ্ছি ৷ চা পাতা বিক্রি করে আমরা একটা হাজিরা পাই ৷ তাতে আমাদের সংসার চলে না ৷ অভাব-অনটনে দিন চলছে ৷ আমরা চাইছি, যাতে আমাদের হাজিরা প্রতিদিন 250 টাকা হয় ৷"

উল্লেখ্য, সকাল থেকেই রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই চলছে ভোটদান পর্ব ৷ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি কেন্দ্রের ভোটাররা ৷ এর মধ্যে জলপাইগুড়ির রায়পুর চা বাগানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দান দিতে দেখা গিয়েছে চা বাগান শ্রমিকদের ৷ সকাল থেকেই তিন কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন ৷ মাসকালাইবাড়ি কালী মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী ডা: জয়ন্ত কুমার রায় ৷

আরও পড়ুন

1. পরিবারের 11 জনের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন 87 বছরের পুতুল

2. লোকসভা নির্বাচন প্রসঙ্গে ইটিভি ভারতের সঙ্গে সরাসরি জলপাইগুড়ির বিজেপি প্রার্থী

3. হিংসা ঠেকাতে হবে কমিশনকেই, ভোটদান শুরু হতেই কড়াবার্তা রাজ্যপালের

বাগান খুললে ফিরবে 'ভালো দিন'

জলপাইগুড়ি, 19 এপ্রিল: চা বাগান রয়েছে, কারখানা রয়েছে ৷ রয়েছে মালিকও ৷ কিন্তু সবই খাতায়কলমে ৷ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে রায়পুর চা বাগান ৷ কাজ নেই শ্রমিকদের ৷ ভোটের লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আশা একটাই, খুলে থাক বন্ধ চা-বাগান ৷

আসলে এই চা বাগানের মালিক দক্ষিণ ভারতের বাসিন্দা ৷ খাতায় কলমে খোলাও রয়েছে চা-বাগান ৷ তবে তা বন্ধই বলা যায় ৷ কারখানা আছে মেশিন নেই ৷ অপারেটিং কমিটি তৈরি করে শ্রমিকরা রোজ 150 টাকা মজুরিতে চা পাতা বিক্রি করে দিন গুজরান করছেন ৷ লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করার একটাই ৷ ফের যদি খুলে যায় বন্ধ এই কারখানা ৷ তাহলে মুখে হাসি ফুটবে কয়েকশো শ্রমিকদের ৷

এক চা শ্রমিক জানান, অবস্থা খুব খারাপ ৷ এই আশায় ভোট দিয়েছি যাতে বাগানটা খুলে যায় ৷ তাহলে কাজ পাব ৷ রোজগার হবে ৷ বাচ্চারা পড়াশোনা করতে পারবে ৷ অন্য কোথাও কাজ করতে গেলে সংসার চলবে না ৷ সেখানে সপ্তাহে বা দিনের দিন টাকা দেবে না ৷ মাস শেষ হলে দেবে ৷ তাই আমরা চাই কারখানা-বাগান খুলে যাক ৷ আর এক চা শ্রমিক বলেন, "এখন আমাদের চা বাগান বন্ধ অবস্থায় রয়েছে ৷ কমিটি যেভাবে চালাচ্ছে তাতে 100-150 টাকা পাচ্ছি ৷ চা পাতা বিক্রি করে আমরা একটা হাজিরা পাই ৷ তাতে আমাদের সংসার চলে না ৷ অভাব-অনটনে দিন চলছে ৷ আমরা চাইছি, যাতে আমাদের হাজিরা প্রতিদিন 250 টাকা হয় ৷"

উল্লেখ্য, সকাল থেকেই রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই চলছে ভোটদান পর্ব ৷ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি কেন্দ্রের ভোটাররা ৷ এর মধ্যে জলপাইগুড়ির রায়পুর চা বাগানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দান দিতে দেখা গিয়েছে চা বাগান শ্রমিকদের ৷ সকাল থেকেই তিন কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন ৷ মাসকালাইবাড়ি কালী মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী ডা: জয়ন্ত কুমার রায় ৷

আরও পড়ুন

1. পরিবারের 11 জনের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন 87 বছরের পুতুল

2. লোকসভা নির্বাচন প্রসঙ্গে ইটিভি ভারতের সঙ্গে সরাসরি জলপাইগুড়ির বিজেপি প্রার্থী

3. হিংসা ঠেকাতে হবে কমিশনকেই, ভোটদান শুরু হতেই কড়াবার্তা রাজ্যপালের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.