ETV Bharat / state

সাত ঘণ্টার মধ্যেই মহানগরের বৃষ্টির জমা জল নামানোর চ্যালেঞ্জ তারক সিংয়ের - Water Logging in Kolkata - WATER LOGGING IN KOLKATA

Water Logging in Kolkata: আর নয় জলমগ্ন কলকাতা ৷ বৃষ্টি হলে দ্রুত মহানগরের জল নামানোর চ্যালেঞ্জ মেয়র পারিষদ সদস্য (নিকাশি) তারক সিংয়ের ৷ 100 মিলি মিটার বৃষ্টির জল নামবে 7 ঘণ্টার মধ্যেই বলে দাবি তাঁর ৷

Water Logging in Kolkata
জলমগ্ন কলকাতার ছবি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 12:48 PM IST

কলকাতা, 7 মে: মহানগরের জল যন্ত্রণার ছবির বদল ঘটতে চলেছে ৷ কলকাতায় 100 মিলিমিটার প্রতি ঘণ্টায় বৃষ্টি হলেও আর বেশিক্ষণ জলমগ্ন থাকবে না ৷ ঘণ্টা সাতেকের মধ্যেই রাস্তা থেকে নেমে যাবে সেই জল ৷ এমনটাই চ্যালেঞ্জ করে বললেন কলকাতা পৌরনিগমের নিকাশি বিভাগের মেয়র পারিষদ সদস্য তারক সিং ।

তিনি বলেন, "আগে ব্যর্থতা ঢাকতে নানা তত্ত্ব খাড়া করা হত । বলা হত কলকাতা কড়াইয়ের মতো । তাই জল জমে । কিন্তু সেই ছবি বদলেছি । কাজ হয়েছে । পলি তোলা, পাম্পিং স্টেশন এসব হয়েছে । এখন বলতে পারি ঘণ্টায় 30 মিলি মিটার পর্যন্ত বৃষ্টি হলে জল জমবে না । ঘণ্টায় 100 মিলি মিটার বৃষ্টি হলে ঘণ্টা সাতেকের মতো জল জমে থাকবে মহানগরে । তারপর জল নেমে যাবে ৷ তবে লক গেট বন্ধ থাকলে জল নামতে একটু দেরি হতে পারে ।"

হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়েই সোমবার সন্ধ্যা গড়াতে মহানগরে বুকে নামে অঝোর ধারায় বৃষ্টি । ঝমঝমিয়ে বৃষ্টিতে তপ্ত মহানগরে এসেছে খানিক স্বস্তি । তবে বৃষ্টির সঙ্গেই ছিল লাগাতার বজ্রবিদ্যুৎ। গতকালের টানা বৃষ্টি ঘণ্টা খানেকের বেশি সময় ধরে হয় । ঝড় বৃষ্টির জেরে কলকাতার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম মানুষের মনে স্বস্তি এলেও বেশ কিছু বড় রাস্তা থেকে অলিগলি সামান্য জলমগ্ন হয় । কিছু জায়গায় গাছের ডাল ভেঙে পরে । দু'এক জায়গায় উপড়ে পড়ে গাছ ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, সোমবার সন্ধ্যা সাড়ে 7টা থেকে রাত 9টা পর্যন্ত বালিগঞ্জ এলাকায় 77 মিলিমিটার, পামার বাজার এলাকায় 49 মিলিমিটার, ধাপা এলাকায় 64 মিলিমিটার, উল্টোডাঙ্গা এলাকায় 50 মিলি মিটার, তপসিয়া 60 মিলিমিটার, ঠনঠনিয়া 39 মিলিমিটার, মানিকতলা 57 মিলি মিটার, বীরপাড়া 46 মিলিমিটার, দত্তবাগান 59 মিলিমিটার, বেহালা ফ্লাইং ক্লাব এলাকায় 60 মিলিমিটার, জিঞ্জিরা বাজার 53 মিলিমিটার, গার্ডেনরিচে 50 মিলিমিটার প্রতি ঘণ্টায় বৃষ্টি হয়েছে ।

আরও পড়ুন:

  1. কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি, বাজপড়ে মৃত 2
  2. বৃহস্পতিবার দুপুরে আচমকা বৃষ্টিতে জলমগ্ন শহর
  3. দক্ষিণ কলকাতার আটটি ওয়ার্ডের বাসিন্দাদের জল-যন্ত্রণার সুরাহায় নিকাশি নালা সংস্কার শুরু

কলকাতা, 7 মে: মহানগরের জল যন্ত্রণার ছবির বদল ঘটতে চলেছে ৷ কলকাতায় 100 মিলিমিটার প্রতি ঘণ্টায় বৃষ্টি হলেও আর বেশিক্ষণ জলমগ্ন থাকবে না ৷ ঘণ্টা সাতেকের মধ্যেই রাস্তা থেকে নেমে যাবে সেই জল ৷ এমনটাই চ্যালেঞ্জ করে বললেন কলকাতা পৌরনিগমের নিকাশি বিভাগের মেয়র পারিষদ সদস্য তারক সিং ।

তিনি বলেন, "আগে ব্যর্থতা ঢাকতে নানা তত্ত্ব খাড়া করা হত । বলা হত কলকাতা কড়াইয়ের মতো । তাই জল জমে । কিন্তু সেই ছবি বদলেছি । কাজ হয়েছে । পলি তোলা, পাম্পিং স্টেশন এসব হয়েছে । এখন বলতে পারি ঘণ্টায় 30 মিলি মিটার পর্যন্ত বৃষ্টি হলে জল জমবে না । ঘণ্টায় 100 মিলি মিটার বৃষ্টি হলে ঘণ্টা সাতেকের মতো জল জমে থাকবে মহানগরে । তারপর জল নেমে যাবে ৷ তবে লক গেট বন্ধ থাকলে জল নামতে একটু দেরি হতে পারে ।"

হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়েই সোমবার সন্ধ্যা গড়াতে মহানগরে বুকে নামে অঝোর ধারায় বৃষ্টি । ঝমঝমিয়ে বৃষ্টিতে তপ্ত মহানগরে এসেছে খানিক স্বস্তি । তবে বৃষ্টির সঙ্গেই ছিল লাগাতার বজ্রবিদ্যুৎ। গতকালের টানা বৃষ্টি ঘণ্টা খানেকের বেশি সময় ধরে হয় । ঝড় বৃষ্টির জেরে কলকাতার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম মানুষের মনে স্বস্তি এলেও বেশ কিছু বড় রাস্তা থেকে অলিগলি সামান্য জলমগ্ন হয় । কিছু জায়গায় গাছের ডাল ভেঙে পরে । দু'এক জায়গায় উপড়ে পড়ে গাছ ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, সোমবার সন্ধ্যা সাড়ে 7টা থেকে রাত 9টা পর্যন্ত বালিগঞ্জ এলাকায় 77 মিলিমিটার, পামার বাজার এলাকায় 49 মিলিমিটার, ধাপা এলাকায় 64 মিলিমিটার, উল্টোডাঙ্গা এলাকায় 50 মিলি মিটার, তপসিয়া 60 মিলিমিটার, ঠনঠনিয়া 39 মিলিমিটার, মানিকতলা 57 মিলি মিটার, বীরপাড়া 46 মিলিমিটার, দত্তবাগান 59 মিলিমিটার, বেহালা ফ্লাইং ক্লাব এলাকায় 60 মিলিমিটার, জিঞ্জিরা বাজার 53 মিলিমিটার, গার্ডেনরিচে 50 মিলিমিটার প্রতি ঘণ্টায় বৃষ্টি হয়েছে ।

আরও পড়ুন:

  1. কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি, বাজপড়ে মৃত 2
  2. বৃহস্পতিবার দুপুরে আচমকা বৃষ্টিতে জলমগ্ন শহর
  3. দক্ষিণ কলকাতার আটটি ওয়ার্ডের বাসিন্দাদের জল-যন্ত্রণার সুরাহায় নিকাশি নালা সংস্কার শুরু
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.