ETV Bharat / state

মুখ্যমন্ত্রীকে জুতো মারার নিদান, স্বপনের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল - Swapan Majumder - SWAPAN MAJUMDER

Swapan slams Mamata: চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের বেনজির আক্রমণ করলেন বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ৷ মুখ্যমন্ত্রীকে 'অশিক্ষিত' ও 'নির্লজ্জ' বলার পর এবার চাকরিহারাদের মমতাকে 'জুতো' মারার নিদান দিলেন এই বিজেপি নেতা ৷

Swapan Majumder
Swapan Majumder
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 4:20 PM IST

অশোকনগর, 28 এপ্রিল: আদালতের নির্দেশে যাঁদের চাকরি গিয়েছে এবং যাঁরা চাকরি পাননি তাঁদের দায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । এমনই দাবি করে মুখ্যমন্ত্রীকে 'জুতো' মারার নিদান দিয়ে বসলেন বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার । এর জন্য প্রয়োজনে চাকরিহারাদের জুতো নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ারও পরামর্শ দিলেন তিনি। একই সঙ্গে সন্দেশখালির ঘটনা নিয়ে তৃণমূল সুপ্রিমোকে কাঠগড়ায় তুলেছেন এই বিজেপি নেতা । স্বপন মজুমদার বলেন, "যাঁদের চাকরি গিয়েছে এবং যাঁরা চাকরি পাননি সকলে জুতো নিয়ে ওঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) বাড়ির কাছে যান। জুতো মারার দরকার ওই মুখ্যমন্ত্রীকে। তা না-হলে শিক্ষা নেবেন না ।"

স্বপনের এহেন বক্তব্য নিয়ে তাঁকে পালটা আক্রমণ শানিয়েছে তৃণমূলও ৷ হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা বলেন, "উনি প্রার্থী হওয়ার পরে থেকে যে সমস্ত কথাবার্তা বলছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি । বাংলার মানুষ সমস্তটাই দেখছে । ভোটে এর জবাব দেবে । আমরা বিষটি নিয়ে নির্বাচন কমিশনে যাব ।"

শনিবার উত্তর 24 পরগনার অশোকনগরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কর্মীসভা করেন স্বপন মজুমদার । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেনজিরভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি । সন্দেশখালি থেকে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে এ দিন স্বপন বলেন, "এটা বাংলায় নতুন কিছু নয় । বাংলায় অস্ত্রের ভাণ্ডার রয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে জঙ্গি কার্যকলাপের আঁতুরঘর বানিয়ে রেখেছেন । তারপরেও অস্ত্র উদ্ধারকে বলছেন, ছোট ঘটনা । এই জঙ্গি এবং সন্ত্রাসের মাস্টার মাইন্ড মুখ্যমন্ত্রী । ওঁকে দ্রুত গ্রেফতার করা উচিত ।" একই সঙ্গে স্বপনের প্রশ্ন, রাজ্যের পুলিশমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন ? রাজ্য সামলাতে না পারলে তাঁর গদি ছেড়ে দেওয়া উচিত। বিজেপি নেতার আরও অভিযোগ, "মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের মতো মানুষকে আশ্রয় দিয়ে বাংলার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন ।"

আদালতের নির্দেশে শিক্ষকদের চাকরি যাওয়ার প্রসঙ্গ টেনে স্বপন মজুমদার বলেন, "বাংলায় 25 হাজার চাকরি গিয়েছে । আর মুখ্যমন্ত্রী জানেন না কাটমানি কে খেয়েছে?" একই সঙ্গে চাকরিহারা যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়িয়ে তিনি জানান, যাঁরা যোগ্য প্রার্থী তারা আবার দ্বিতীয়বার সুযোগ পাবেন । যোগ্যতার প্রমাণ করলে চাকরিও পাবেন ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে অস্ত্র মজুত ছিল নাকি বাইরে থেকে নিয়ে লোকদেখানো উদ্ধার, প্রশ্ন তুললেন মমতা
  2. মুখ্যমন্ত্রী অশিক্ষিত-নির্লজ্জ, অবিলম্বে গ্রেফতার করা উচিত; বেনজির আক্রমণ স্বপনের
  3. সন্দেশখালিতে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার! মমতার গ্রেফতারের দাবি শুভেন্দুর

অশোকনগর, 28 এপ্রিল: আদালতের নির্দেশে যাঁদের চাকরি গিয়েছে এবং যাঁরা চাকরি পাননি তাঁদের দায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । এমনই দাবি করে মুখ্যমন্ত্রীকে 'জুতো' মারার নিদান দিয়ে বসলেন বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার । এর জন্য প্রয়োজনে চাকরিহারাদের জুতো নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ারও পরামর্শ দিলেন তিনি। একই সঙ্গে সন্দেশখালির ঘটনা নিয়ে তৃণমূল সুপ্রিমোকে কাঠগড়ায় তুলেছেন এই বিজেপি নেতা । স্বপন মজুমদার বলেন, "যাঁদের চাকরি গিয়েছে এবং যাঁরা চাকরি পাননি সকলে জুতো নিয়ে ওঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) বাড়ির কাছে যান। জুতো মারার দরকার ওই মুখ্যমন্ত্রীকে। তা না-হলে শিক্ষা নেবেন না ।"

স্বপনের এহেন বক্তব্য নিয়ে তাঁকে পালটা আক্রমণ শানিয়েছে তৃণমূলও ৷ হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা বলেন, "উনি প্রার্থী হওয়ার পরে থেকে যে সমস্ত কথাবার্তা বলছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি । বাংলার মানুষ সমস্তটাই দেখছে । ভোটে এর জবাব দেবে । আমরা বিষটি নিয়ে নির্বাচন কমিশনে যাব ।"

শনিবার উত্তর 24 পরগনার অশোকনগরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কর্মীসভা করেন স্বপন মজুমদার । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেনজিরভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি । সন্দেশখালি থেকে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে এ দিন স্বপন বলেন, "এটা বাংলায় নতুন কিছু নয় । বাংলায় অস্ত্রের ভাণ্ডার রয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে জঙ্গি কার্যকলাপের আঁতুরঘর বানিয়ে রেখেছেন । তারপরেও অস্ত্র উদ্ধারকে বলছেন, ছোট ঘটনা । এই জঙ্গি এবং সন্ত্রাসের মাস্টার মাইন্ড মুখ্যমন্ত্রী । ওঁকে দ্রুত গ্রেফতার করা উচিত ।" একই সঙ্গে স্বপনের প্রশ্ন, রাজ্যের পুলিশমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন ? রাজ্য সামলাতে না পারলে তাঁর গদি ছেড়ে দেওয়া উচিত। বিজেপি নেতার আরও অভিযোগ, "মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের মতো মানুষকে আশ্রয় দিয়ে বাংলার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন ।"

আদালতের নির্দেশে শিক্ষকদের চাকরি যাওয়ার প্রসঙ্গ টেনে স্বপন মজুমদার বলেন, "বাংলায় 25 হাজার চাকরি গিয়েছে । আর মুখ্যমন্ত্রী জানেন না কাটমানি কে খেয়েছে?" একই সঙ্গে চাকরিহারা যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়িয়ে তিনি জানান, যাঁরা যোগ্য প্রার্থী তারা আবার দ্বিতীয়বার সুযোগ পাবেন । যোগ্যতার প্রমাণ করলে চাকরিও পাবেন ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে অস্ত্র মজুত ছিল নাকি বাইরে থেকে নিয়ে লোকদেখানো উদ্ধার, প্রশ্ন তুললেন মমতা
  2. মুখ্যমন্ত্রী অশিক্ষিত-নির্লজ্জ, অবিলম্বে গ্রেফতার করা উচিত; বেনজির আক্রমণ স্বপনের
  3. সন্দেশখালিতে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার! মমতার গ্রেফতারের দাবি শুভেন্দুর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.