ETV Bharat / state

রামকৃষ্ণ মঠ ও মিশনের নয়া অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ মহারাজ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী - SWAMI GAUTAMANANDA MAHARAJ - SWAMI GAUTAMANANDA MAHARAJ

Ramakrishna Math and Mission: বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের নতুন অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ । বুধবার মঠের ট্রাস্টি বোর্ড এবং মিশনের গভর্নিং বডির বৈঠকের পর তাঁর নাম ঘোষণা করা হয় ৷

New President of Belur Math
বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের নতুন অধ্যক্ষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 2:20 PM IST

Updated : Apr 24, 2024, 7:56 PM IST

হাওড়া, 24 এপ্রিল: বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের নতুন অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ মহারাজ । বুধবার মঠের ট্রাস্টি বোর্ড এবং মিশনের গভর্নিং বডির একটি বৈঠক হয় ৷ বৈঠকের পর রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ হিসেবে স্বামী গৌতমানন্দ মহারাজের নাম ঘোষণা করা হয় ৷ সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকেই স্বামীজি বেলুড় রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ হিসেবে তাঁর দায়িত্ব পালন করবেন । সোশাল মিডিয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজের প্রয়াণের পর সপ্তদশ অধ্যক্ষ পদে নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ। মঠ সূত্রের খবর, স্বামী বিমলাত্মানন্দ মহারাজ এবং স্বামী দিব্যানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৷

Ramakrishna Math and Mission
নয়া অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ মহারাজ

মঠ ও মিশনের নিয়মানুযায়ী, গণতান্ত্রিক পদ্ধতিতে স্থায়ী অধ্যক্ষ নির্বাচিত না-হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন অধ্যক্ষের নেতৃত্বে কাজকর্ম পরিচালিত হয় । সেই মতো মঠের পরিষদীয় বৈঠকে স্বামী গৌতমানন্দ মহারাজের নাম অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসেবে চূড়ান্ত হয়েছিল। স্মরণানন্দ মহারাজের প্রয়াণের পর থেকে তিনি অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্বে সামলেছেন। এবার স্থায়ী অধ্যক্ষ পদে নির্বাচিত হলেন মহারাজ। উল্লেখ্য, স্বামী স্মরণানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন। গত 26 মার্চ 95 বছর বয়সে প্রয়াত হন তিনি। স্বামী আত্মস্থানন্দ মহারাজের জীবনাবসানের পরে 2017 সালের 17 জুলাই অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি । 7 এপ্রিল বেলুড় মঠে তাঁর স্মরণে ভাণ্ডারা অনুষ্ঠিত হয়। প্রায় লক্ষ ভক্ত সেদিন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৷

ছবি- রামকৃষ্ণ মিশন, বেলুঠ মঠ

আরও পড়ুন:

হাওড়া, 24 এপ্রিল: বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের নতুন অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ মহারাজ । বুধবার মঠের ট্রাস্টি বোর্ড এবং মিশনের গভর্নিং বডির একটি বৈঠক হয় ৷ বৈঠকের পর রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ হিসেবে স্বামী গৌতমানন্দ মহারাজের নাম ঘোষণা করা হয় ৷ সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকেই স্বামীজি বেলুড় রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ হিসেবে তাঁর দায়িত্ব পালন করবেন । সোশাল মিডিয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজের প্রয়াণের পর সপ্তদশ অধ্যক্ষ পদে নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ। মঠ সূত্রের খবর, স্বামী বিমলাত্মানন্দ মহারাজ এবং স্বামী দিব্যানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৷

Ramakrishna Math and Mission
নয়া অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ মহারাজ

মঠ ও মিশনের নিয়মানুযায়ী, গণতান্ত্রিক পদ্ধতিতে স্থায়ী অধ্যক্ষ নির্বাচিত না-হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন অধ্যক্ষের নেতৃত্বে কাজকর্ম পরিচালিত হয় । সেই মতো মঠের পরিষদীয় বৈঠকে স্বামী গৌতমানন্দ মহারাজের নাম অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসেবে চূড়ান্ত হয়েছিল। স্মরণানন্দ মহারাজের প্রয়াণের পর থেকে তিনি অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্বে সামলেছেন। এবার স্থায়ী অধ্যক্ষ পদে নির্বাচিত হলেন মহারাজ। উল্লেখ্য, স্বামী স্মরণানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন। গত 26 মার্চ 95 বছর বয়সে প্রয়াত হন তিনি। স্বামী আত্মস্থানন্দ মহারাজের জীবনাবসানের পরে 2017 সালের 17 জুলাই অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি । 7 এপ্রিল বেলুড় মঠে তাঁর স্মরণে ভাণ্ডারা অনুষ্ঠিত হয়। প্রায় লক্ষ ভক্ত সেদিন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৷

ছবি- রামকৃষ্ণ মিশন, বেলুঠ মঠ

আরও পড়ুন:

Last Updated : Apr 24, 2024, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.