ETV Bharat / state

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ! নাগা সন্ন্যাসীদের নিয়ে ধর্নার হুঁশিয়ারি শুভেন্দুর - SUVENDU ADHIKARI

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না-হলে নাগা সন্ন্যাসীদের নিয়ে এপার বাংলায় ধর্নার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী ৷

ETV BHARAT
রানি রাসমণি রোড থেকে আলিমুদ্দিন স্ট্রিট পর্যন্ত মিছিলে শুভেন্দু (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 7:56 PM IST

কলকাতা, 12 নভেম্বর: বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না-হলে নাগা সন্ন্যাসীদের নিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ধরনায় বসবেন ৷ মঙ্গলবার এই নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হয়ে এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

বাংলাদেশে 'হিন্দুদের উপর অত্যাচার' ও পশ্চিমবঙ্গে 'দুর্গার মূর্তি ভাঙচুর'-এর প্রতিবাদে গিরি গোবর্ধন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আজ প্রতিবাদ মিছিলে সামিল হন শুভেন্দু অধিকারী । এই মিছিল রানি রাসমণি রোড থেকে আলিমুদ্দিন স্ট্রিট পর্যন্ত যায় । প্রথমে এলগিন রোডের বাংলাদেশ ডেপুটি হাইকমিশন পর্যন্ত মিছিল যাওয়ার কথা থাকলেও, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আলিমুদ্দিন স্ট্রিটেই শেষ হয় মিছিল ।

ETV BHARAT
নাগা সন্ন্যাসীদের নিয়ে ধর্নার হুঁশিয়ারি শুভেন্দুর (নিজস্ব চিত্র)

এদিনের মিছিল থেকে শুভেন্দু বলেন, "হিন্দুদের ক্ষমতা ও শক্তি দেখাবার সময় এসেছে । ধর্ম রক্ষার করতে প্রতিটি গ্রামে ও ওয়ার্ডে ধর্ম রক্ষা কমিটি তৈরি করে নিজেদের বাঁচার রাস্তা নিজেদেরকেই করতে হবে ।" বিরোধী দলনেতার অভিযোগ, "দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গে লাগাতার মাতৃমূর্তি ভাঙা হয়েছে । এমনকি ফালাকাটা ও গার্ডেনরিচে মণ্ডপে ঢুকে ঢাক বাজাতে নিষেধ করা হয়েছে । শ্যামপুরে দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে । বাউরিয়াতে নিরঞ্জন মিছিলের উপরে পাথর বৃষ্টি হয়েছে । কলকাতার রাজাবাজারে কালীমূর্তি ভাঙা হয়েছে ।"

এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু ৷ রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, "বাংলাদেশের ড. মুহাম্মদ ইউনূস ও এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে, যদি আপনি আপনার ভোট ব্যাংকের স্বার্থে এই গুন্ডাদের বিরত না করেন, তাহলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলন হবে । আমরা যোগী আদিত্যনাথের মতো সবাইকে সুশাসন দিতে চাই । আমরা মহিলাদের নিরাপত্তা দিতে চাই । আমরা আরজি কর বা জয়নগর দেখতে চাই না ।"

ETV BHARAT
প্রতিবাদ মিছিলে শুভেন্দু (নিজস্ব চিত্র)

এদিন বিরোধী দলনেতা ঘোষণা করেন যে, আগামী সাতদিনের মধ্যে বিজেপি একটি প্রস্তুতি সভার ডাক দিতে চলেছে ৷ সেই সভায় রাজ্যের বিভিন্ন মঠ-মন্দিরের মহন্ত ও সাধু সমাজ উপস্থিত থাকবেন ।

কলকাতা, 12 নভেম্বর: বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না-হলে নাগা সন্ন্যাসীদের নিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ধরনায় বসবেন ৷ মঙ্গলবার এই নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হয়ে এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

বাংলাদেশে 'হিন্দুদের উপর অত্যাচার' ও পশ্চিমবঙ্গে 'দুর্গার মূর্তি ভাঙচুর'-এর প্রতিবাদে গিরি গোবর্ধন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আজ প্রতিবাদ মিছিলে সামিল হন শুভেন্দু অধিকারী । এই মিছিল রানি রাসমণি রোড থেকে আলিমুদ্দিন স্ট্রিট পর্যন্ত যায় । প্রথমে এলগিন রোডের বাংলাদেশ ডেপুটি হাইকমিশন পর্যন্ত মিছিল যাওয়ার কথা থাকলেও, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আলিমুদ্দিন স্ট্রিটেই শেষ হয় মিছিল ।

ETV BHARAT
নাগা সন্ন্যাসীদের নিয়ে ধর্নার হুঁশিয়ারি শুভেন্দুর (নিজস্ব চিত্র)

এদিনের মিছিল থেকে শুভেন্দু বলেন, "হিন্দুদের ক্ষমতা ও শক্তি দেখাবার সময় এসেছে । ধর্ম রক্ষার করতে প্রতিটি গ্রামে ও ওয়ার্ডে ধর্ম রক্ষা কমিটি তৈরি করে নিজেদের বাঁচার রাস্তা নিজেদেরকেই করতে হবে ।" বিরোধী দলনেতার অভিযোগ, "দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গে লাগাতার মাতৃমূর্তি ভাঙা হয়েছে । এমনকি ফালাকাটা ও গার্ডেনরিচে মণ্ডপে ঢুকে ঢাক বাজাতে নিষেধ করা হয়েছে । শ্যামপুরে দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে । বাউরিয়াতে নিরঞ্জন মিছিলের উপরে পাথর বৃষ্টি হয়েছে । কলকাতার রাজাবাজারে কালীমূর্তি ভাঙা হয়েছে ।"

এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু ৷ রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, "বাংলাদেশের ড. মুহাম্মদ ইউনূস ও এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে, যদি আপনি আপনার ভোট ব্যাংকের স্বার্থে এই গুন্ডাদের বিরত না করেন, তাহলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলন হবে । আমরা যোগী আদিত্যনাথের মতো সবাইকে সুশাসন দিতে চাই । আমরা মহিলাদের নিরাপত্তা দিতে চাই । আমরা আরজি কর বা জয়নগর দেখতে চাই না ।"

ETV BHARAT
প্রতিবাদ মিছিলে শুভেন্দু (নিজস্ব চিত্র)

এদিন বিরোধী দলনেতা ঘোষণা করেন যে, আগামী সাতদিনের মধ্যে বিজেপি একটি প্রস্তুতি সভার ডাক দিতে চলেছে ৷ সেই সভায় রাজ্যের বিভিন্ন মঠ-মন্দিরের মহন্ত ও সাধু সমাজ উপস্থিত থাকবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.