কলকাতা, 12 নভেম্বর: বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না-হলে নাগা সন্ন্যাসীদের নিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ধরনায় বসবেন ৷ মঙ্গলবার এই নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হয়ে এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
বাংলাদেশে 'হিন্দুদের উপর অত্যাচার' ও পশ্চিমবঙ্গে 'দুর্গার মূর্তি ভাঙচুর'-এর প্রতিবাদে গিরি গোবর্ধন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আজ প্রতিবাদ মিছিলে সামিল হন শুভেন্দু অধিকারী । এই মিছিল রানি রাসমণি রোড থেকে আলিমুদ্দিন স্ট্রিট পর্যন্ত যায় । প্রথমে এলগিন রোডের বাংলাদেশ ডেপুটি হাইকমিশন পর্যন্ত মিছিল যাওয়ার কথা থাকলেও, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আলিমুদ্দিন স্ট্রিটেই শেষ হয় মিছিল ।
এদিনের মিছিল থেকে শুভেন্দু বলেন, "হিন্দুদের ক্ষমতা ও শক্তি দেখাবার সময় এসেছে । ধর্ম রক্ষার করতে প্রতিটি গ্রামে ও ওয়ার্ডে ধর্ম রক্ষা কমিটি তৈরি করে নিজেদের বাঁচার রাস্তা নিজেদেরকেই করতে হবে ।" বিরোধী দলনেতার অভিযোগ, "দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গে লাগাতার মাতৃমূর্তি ভাঙা হয়েছে । এমনকি ফালাকাটা ও গার্ডেনরিচে মণ্ডপে ঢুকে ঢাক বাজাতে নিষেধ করা হয়েছে । শ্যামপুরে দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে । বাউরিয়াতে নিরঞ্জন মিছিলের উপরে পাথর বৃষ্টি হয়েছে । কলকাতার রাজাবাজারে কালীমূর্তি ভাঙা হয়েছে ।"
এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু ৷ রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, "বাংলাদেশের ড. মুহাম্মদ ইউনূস ও এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে, যদি আপনি আপনার ভোট ব্যাংকের স্বার্থে এই গুন্ডাদের বিরত না করেন, তাহলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলন হবে । আমরা যোগী আদিত্যনাথের মতো সবাইকে সুশাসন দিতে চাই । আমরা মহিলাদের নিরাপত্তা দিতে চাই । আমরা আরজি কর বা জয়নগর দেখতে চাই না ।"
এদিন বিরোধী দলনেতা ঘোষণা করেন যে, আগামী সাতদিনের মধ্যে বিজেপি একটি প্রস্তুতি সভার ডাক দিতে চলেছে ৷ সেই সভায় রাজ্যের বিভিন্ন মঠ-মন্দিরের মহন্ত ও সাধু সমাজ উপস্থিত থাকবেন ।