ETV Bharat / state

'জুনিয়র ডাক্তারদের স্পর্শ করলে বুঝিয়ে দেব', প্রশাসনকে হুঁশিয়ারি শুভেন্দুর - KOLKATA RAPE AND MURDER - KOLKATA RAPE AND MURDER

Suvendu Adhikari on Junior Doctors' protest: জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন করছে বিজেপি ৷ স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কেউ স্পর্শ করলে কাউকে রেয়াত করবেন না বলেও হুঁশিয়ারি দেন বিজেপি নেতা ৷

Suvendu Adhikari on Junior Doctors' protest
শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 10:19 AM IST

নৈহাটি, 14 সেপ্টেম্বর: "জুনিয়র ডাক্তারদের স্পর্শ করলে বুঝিয়ে দেব । ভারতীয় জনতা পার্টি প্রতিবাদী ডাক্তারদের পাশে রয়েছে !" তৃণমূল নেতা কুণাল ঘোষের ভিডিয়ো প্রসঙ্গে রাজ‍্য প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । নৈহাটিতে আরজি করের প্রতিবাদ মিছিলে হামলার কারণে শুক্রবার মিছিল করে ভারতীয় জনতা পার্টি । মিছিলের নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং এবং দলের মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র । নৈহাটির অরবিন্দ রোড থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় গৌরীপুর চৌমাথা মোড়ে ।

জুনিয়র ডাক্তারদের পাশে থাকার আশ্বাস শুভেন্দুর (ইটিভি ভারত)

মিছিল শেষে সেখানে এক পথসভারও আয়োজন করা হয় । সেই কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা । কুণাল ঘোষের হামলা ও ষড়যন্ত্রের অভিযোগ প্রসঙ্গে নন্দীগ্রামের এই বিজেপি বিধায়ক বলেন, "ওঁর কোনও প্রশ্নের উত্তর দেব না । ওঁ (কুণাল ঘোষ) ইন্টারন‍্যাশানাল মনীষী ! তবে এটুকু বলব, পুলিশ-প্রশাসন জুনিয়র ডাক্তারদের কিছু করে দেখাক না । লাল, নীল, সবুজ ও গেরুয়া কিচ্ছু বুঝব না । জুনিয়র ডাক্তাররা আক্রান্ত হলে ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে । গত 27 অগস্ট নবান্ন অভিযানেও আমাদের কর্মী-সমর্থকরা পা মিলিয়েছিলেন । কোনও পতাকা ছাড়াই সেদিন নবান্ন অভিযান হয়েছিল । এখনও আমাদের 8 জন কর্মী জেলে রয়েছেন । মোট 204 জন কর্মী গ্রেফতার হয়েছিলেন । আন্দোলনরত ডাক্তারদের স্পর্শ করে দেখাক ! তখন বুঝতে পারবে ।"

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে চিকিৎসা না-পেয়ে এ পর্যন্ত 29 জন রোগী মারা গিয়েছেন বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । এ নিয়ে নিজের এক্স হ‍্যান্ডেলে পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী । এ প্রসঙ্গে শুভেন্দু কটাক্ষ করে বলেন, "কোভিড ও ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা সবসময় কমিয়ে দেখান মুখ্যমন্ত্রী । আর এখানে সেই সংখ্যা বাড়াতে ব্যস্ত উনি ৷ মুখ্যমন্ত্রী একজন অহংকারী এবং মিথ‍্যাবাদী ।"

এদিন নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করেন শুভেন্দু । তাঁর কথায়, "সুপ্রিম কোর্টকে দেখাবেন বলে কপিল সিব্বলের বুদ্ধিতে ফাঁকা বৈঠকের ঘরের ছবি তুলে রেখেছেন মুখ্যমন্ত্রী । লাইভ স্ট্রিমিং হলে বাংলার মানুষ দেখত, উনি ওনার ব্যক্তিগত চিকিৎসককে দিয়ে কীভাবে দুর্নীতি করিয়েছেন ৷" সেই সঙ্গে শুভেন্দুর অভিযোগ, "সন্দীপ ঘোষের বাড়ি থেকে ডাক্তারি পরীক্ষার খাতা পাওয়া যায় । ভাবুন কী অব‍্যবস্থা রাজ‍্যের স্বাস্থ্য ক্ষেত্রে ! সব তালিকা আমি প্রকাশ করে দিতে পারি । নির্মল মাঝি-সহ তৃণমূলের প্রায় 20 জন প্রথম সারির নেতার ছেলে-মেয়েরা জালিয়াতি করে ডাক্তারি পরীক্ষায় পাস করেছেন ।"

জুনিয়র ডাক্তারদের রাজনৈতিক মদত দেওয়ার প্রসঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, "অন্য কে দিচ্ছে জানি না । বিজেপি নৈতিক সমর্থন রয়েছে তাঁদের সঙ্গে ৷ এই অরাজনৈতিক লড়াইয়ে আমাদের বাড়ির ভাই, বোন ও ছেলেরাই রয়েছেন । আমার পরিচিত প্রায় 100 জন রয়েছেন প্রতিবাদী ডাক্তারদের এই আন্দোলনে ।"

নৈহাটি, 14 সেপ্টেম্বর: "জুনিয়র ডাক্তারদের স্পর্শ করলে বুঝিয়ে দেব । ভারতীয় জনতা পার্টি প্রতিবাদী ডাক্তারদের পাশে রয়েছে !" তৃণমূল নেতা কুণাল ঘোষের ভিডিয়ো প্রসঙ্গে রাজ‍্য প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । নৈহাটিতে আরজি করের প্রতিবাদ মিছিলে হামলার কারণে শুক্রবার মিছিল করে ভারতীয় জনতা পার্টি । মিছিলের নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং এবং দলের মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র । নৈহাটির অরবিন্দ রোড থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় গৌরীপুর চৌমাথা মোড়ে ।

জুনিয়র ডাক্তারদের পাশে থাকার আশ্বাস শুভেন্দুর (ইটিভি ভারত)

মিছিল শেষে সেখানে এক পথসভারও আয়োজন করা হয় । সেই কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা । কুণাল ঘোষের হামলা ও ষড়যন্ত্রের অভিযোগ প্রসঙ্গে নন্দীগ্রামের এই বিজেপি বিধায়ক বলেন, "ওঁর কোনও প্রশ্নের উত্তর দেব না । ওঁ (কুণাল ঘোষ) ইন্টারন‍্যাশানাল মনীষী ! তবে এটুকু বলব, পুলিশ-প্রশাসন জুনিয়র ডাক্তারদের কিছু করে দেখাক না । লাল, নীল, সবুজ ও গেরুয়া কিচ্ছু বুঝব না । জুনিয়র ডাক্তাররা আক্রান্ত হলে ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে । গত 27 অগস্ট নবান্ন অভিযানেও আমাদের কর্মী-সমর্থকরা পা মিলিয়েছিলেন । কোনও পতাকা ছাড়াই সেদিন নবান্ন অভিযান হয়েছিল । এখনও আমাদের 8 জন কর্মী জেলে রয়েছেন । মোট 204 জন কর্মী গ্রেফতার হয়েছিলেন । আন্দোলনরত ডাক্তারদের স্পর্শ করে দেখাক ! তখন বুঝতে পারবে ।"

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে চিকিৎসা না-পেয়ে এ পর্যন্ত 29 জন রোগী মারা গিয়েছেন বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । এ নিয়ে নিজের এক্স হ‍্যান্ডেলে পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী । এ প্রসঙ্গে শুভেন্দু কটাক্ষ করে বলেন, "কোভিড ও ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা সবসময় কমিয়ে দেখান মুখ্যমন্ত্রী । আর এখানে সেই সংখ্যা বাড়াতে ব্যস্ত উনি ৷ মুখ্যমন্ত্রী একজন অহংকারী এবং মিথ‍্যাবাদী ।"

এদিন নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করেন শুভেন্দু । তাঁর কথায়, "সুপ্রিম কোর্টকে দেখাবেন বলে কপিল সিব্বলের বুদ্ধিতে ফাঁকা বৈঠকের ঘরের ছবি তুলে রেখেছেন মুখ্যমন্ত্রী । লাইভ স্ট্রিমিং হলে বাংলার মানুষ দেখত, উনি ওনার ব্যক্তিগত চিকিৎসককে দিয়ে কীভাবে দুর্নীতি করিয়েছেন ৷" সেই সঙ্গে শুভেন্দুর অভিযোগ, "সন্দীপ ঘোষের বাড়ি থেকে ডাক্তারি পরীক্ষার খাতা পাওয়া যায় । ভাবুন কী অব‍্যবস্থা রাজ‍্যের স্বাস্থ্য ক্ষেত্রে ! সব তালিকা আমি প্রকাশ করে দিতে পারি । নির্মল মাঝি-সহ তৃণমূলের প্রায় 20 জন প্রথম সারির নেতার ছেলে-মেয়েরা জালিয়াতি করে ডাক্তারি পরীক্ষায় পাস করেছেন ।"

জুনিয়র ডাক্তারদের রাজনৈতিক মদত দেওয়ার প্রসঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, "অন্য কে দিচ্ছে জানি না । বিজেপি নৈতিক সমর্থন রয়েছে তাঁদের সঙ্গে ৷ এই অরাজনৈতিক লড়াইয়ে আমাদের বাড়ির ভাই, বোন ও ছেলেরাই রয়েছেন । আমার পরিচিত প্রায় 100 জন রয়েছেন প্রতিবাদী ডাক্তারদের এই আন্দোলনে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.