কৃষ্ণনগর, 19 অক্টোবর: কৃষ্ণনগরের তরুণীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি ৷ এই আবহে মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে সমস্ত আইনি সহযোগীতার আশ্বাস দিলেন তিনি ৷ ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ করতেও শোনা গেল তাঁকে ৷
শুভেন্দুর দাবি, "তৃণমূলের চিকিৎসকরা ময়না তদন্ত করছে ৷ আমি দায়িত্ব নিয়ে বলছি, ময়নাতদন্তে আত্মহত্যার কথা লেখা থাকবে ৷" তরুণীকে খুন করা হয়েছে বলেও অভিযোগ করেন বিজেপি নেতা ৷ তাঁর অভিযোগ, "আরজি করের ঘটনার মতো এই ঘটনাকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার ৷"
শনিবার সকালে তাঁর সঙ্গে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন কৃষ্ণনগরের 'রানিমা' অমৃতা রায় ৷ তাঁকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "এই ঘটনায় একাধিক অভিযুক্ত রয়েছে । পরিবার যা দাবি করছে, আমরা সেই দাবি মতো কাজ করার চেষ্টা করব । আমি কথা দিয়েছি, একজন অভিযুক্তও ছাড়া হবে না ।" সেই সঙ্গে তিনি জানান, তরুণীর পরিবারকে আইনি সহযোগীতার করা হবে দলের তরফে ৷
উল্লেখ্য, মঙ্গলবার রাতে আশ্রমপাড়া এলাকায় পুজো মণ্ডপের মধ্যে এক তরুণীর অর্ধনগ্ন ও অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয় । ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । বৃহস্পতিবার রাতে কল্যাণী জেএনএম হাসপাতালে ওই তরুণীর ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় । যদিও এখনও ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে এসে পৌঁছয়নি পুলিশের । এদিন রাতেই নবদ্বীপ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় ওই তরুণীর ৷
এদিকে, শুক্রবার ফের ঘটনাস্থল পরিদর্শন করেন ফরেন্সিক আধিকারিকরা ৷ তাঁদের সঙ্গে ছিলেন পুলিশ সুপার কে অমরনাথ ৷ পুলিশ সুপার বলেন, "ময়না তদন্তের সময় ওই তরুণীর দেহ থেকে কেরোসিনের গন্ধ পাওয়া গিয়েছিল । ঘটনাস্থল থেকে একটি বোতলও পাওয়া গিয়েছে ৷ তার মধ্যেও নীল রঙের তরল মিলেছে ৷ কেরোসিন বলেই প্রাথমিক অনুমান ৷" তরুণীকে পোড়ানোর সময় সেই কেরোসিন তেল ব্যবহার হতে পারে বলেই মনে করছেন পুলিশ সুপার ৷ তবে ফরেন্সিক রিপোর্ট হাতে পেলেই সেই বিষয় আরও স্পষ্ট হওয়া যাবে।