ETV Bharat / state

ইতিহাস বদলানো যাবে না, রাজ্য দিবস উদযাপন করে মমতার সরকারকে কটাক্ষ শুভেন্দুর - Suvendu Adhikari on West Bengal Day

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 20, 2024, 2:30 PM IST

BJP Celebrate West Bengal Day: কোনওভাবেই 1947 সালের 20 জুনের গুরুত্ব বদলানো যাবে না ৷ রেড রোডে বিধায়ক ও নেতাদের নিয়ে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের পর রাজ্য সরকারকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী ৷

SUVENDU ADHIKARI
শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

কলকাতা, 20 জুন: জোর করে 1947 সালের 20 জুনের গুরুত্ব কোনওভাবেই বদলানো যাবে না ৷ বৃহস্পতিবার রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করে রাজ্য সরকারকে কটাক্ষ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী ৷ পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব বোঝাতে গিয়ে বিরোধী দলনেতা এও জানান যে, কেবল এ রাজ্য নয়; ভিনরাজ্যের রাজ্যপালরাও আজ পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন ৷

বছরকয়েক ধরেই 20 জুন দিনটিকে রাজ্য দিবস হিসেবে পালন করে আসছে বিজেপি ৷ কারণ, 1947 সালের এই দিনেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আনা প্রস্তাব গৃহিত হয়েছিল বিধানসভায় ৷ যে প্রস্তাবে পশ্চিমবঙ্গের ভারতভুক্তির বিষয়টি উল্লিখিত ছিল ৷ কিন্তু গতবছর রাজভবনে 20 জুন রাজ্য় দিবস পালনের বিষয়টি রাজ্য বিরোধিতা করায় রাজভবন এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাত তৈরি হয় ৷

20 জুনের পরিবর্তে পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আখ্যা দিয়ে গত সেপ্টেম্বরে বিধানসভায় বিল পাশ করে রাজ্য সরকার ৷ এরপর চলতি বঙ্গাব্দের প্রথমদিন অর্থাৎ, 1লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হয় রাজ্য সরকারের তরফে ৷

তারই বিরোধিতা করে শুভেন্দু এদিন বলেন, "গতবছরই দেশের রাষ্ট্রপতি মহোদয়া 20 জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করেছিলেন। কোনওভাবেই আজকের দিনটার ইতিহাস বদলে দেওয়া যাবে না ৷ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না-থাকলে আজ আমরা স্বাধীন ভারতে থাকতে পারতাম না। কোনও ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে ইতিহাস বদলানো যাবে না।"

এদিকে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের দিয়ে রাজভবনের সামনে ধরনায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ কিন্তু এ ব্যাপারে প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিরোধী দলনেতাকে ৷ এমনকী শুভেন্দুকে বিকল্প ধরনার জায়গা অনুসন্ধান করতে বলে হাইকোর্ট ৷ সেই বিকল্প জায়গার বিষয়ে তাঁর আইনজীবী আগামিকাল আদালতে জানাবেন বলে জানিয়েছেন শুভেন্দু ৷

কলকাতা, 20 জুন: জোর করে 1947 সালের 20 জুনের গুরুত্ব কোনওভাবেই বদলানো যাবে না ৷ বৃহস্পতিবার রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করে রাজ্য সরকারকে কটাক্ষ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী ৷ পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব বোঝাতে গিয়ে বিরোধী দলনেতা এও জানান যে, কেবল এ রাজ্য নয়; ভিনরাজ্যের রাজ্যপালরাও আজ পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন ৷

বছরকয়েক ধরেই 20 জুন দিনটিকে রাজ্য দিবস হিসেবে পালন করে আসছে বিজেপি ৷ কারণ, 1947 সালের এই দিনেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আনা প্রস্তাব গৃহিত হয়েছিল বিধানসভায় ৷ যে প্রস্তাবে পশ্চিমবঙ্গের ভারতভুক্তির বিষয়টি উল্লিখিত ছিল ৷ কিন্তু গতবছর রাজভবনে 20 জুন রাজ্য় দিবস পালনের বিষয়টি রাজ্য বিরোধিতা করায় রাজভবন এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাত তৈরি হয় ৷

20 জুনের পরিবর্তে পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আখ্যা দিয়ে গত সেপ্টেম্বরে বিধানসভায় বিল পাশ করে রাজ্য সরকার ৷ এরপর চলতি বঙ্গাব্দের প্রথমদিন অর্থাৎ, 1লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হয় রাজ্য সরকারের তরফে ৷

তারই বিরোধিতা করে শুভেন্দু এদিন বলেন, "গতবছরই দেশের রাষ্ট্রপতি মহোদয়া 20 জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করেছিলেন। কোনওভাবেই আজকের দিনটার ইতিহাস বদলে দেওয়া যাবে না ৷ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না-থাকলে আজ আমরা স্বাধীন ভারতে থাকতে পারতাম না। কোনও ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে ইতিহাস বদলানো যাবে না।"

এদিকে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের দিয়ে রাজভবনের সামনে ধরনায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ কিন্তু এ ব্যাপারে প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিরোধী দলনেতাকে ৷ এমনকী শুভেন্দুকে বিকল্প ধরনার জায়গা অনুসন্ধান করতে বলে হাইকোর্ট ৷ সেই বিকল্প জায়গার বিষয়ে তাঁর আইনজীবী আগামিকাল আদালতে জানাবেন বলে জানিয়েছেন শুভেন্দু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.