ETV Bharat / state

শাহজাহানের সবথেকে বড় সাগরেদ মমতা-অভিষেক, নিশানা শুভেন্দুর - Suvendu Adhikari - SUVENDU ADHIKARI

Suvendu Adhikari: শেখ শাহজাহানকে সামনে রেখে ফের মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী ৷ মুখ্যমন্ত্রীকে সন্দেশখালির 'বেতাজ বাদশা'র মেন্টর ও গাইড বলে কটাক্ষ করেন তিনি ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 9:26 PM IST

মমতা-অভিষেক নিশানা শুভেন্দুর

কলকাতা, 2 এপ্রিল: কলকাতায় শেখ শাহজাহানের একাধিক সাগরেদের খোঁজ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এবার মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সন্দেশখালির 'বেতাজ বাদশা'র সাগরেদ বলে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি মঙ্গলবার উত্তরবঙ্গ থেকে কলকাতা ফিরেছেন ৷ ফেরার পথে বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন, "শাহজাহানের সবথেকে বড় সাগরেদের নাম হল মমতা বন্দ্যোপাধ্যায় । আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো।"

তাঁর কথায়, "অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নবজোয়ার বের করেছিল সেই সময় বসিরহাটের শাহজাহানের সঙ্গে দরজা বন্ধ করে কতক্ষণ মিটিং হয়েছিল দেখুন । যে ফোনটা আমিনুল নামে পুলিশ অফিসারের কাছে লুকানো আছে, সেই ফোনটা যদি বার করতে পারেন, আর যদি পাসওয়ার্ডটা শাহজাহানের থেকে জানতে পারেন, তাহলে কয়লা ভাইপো ও পিসির সঙ্গে এবং কত পুলিশ অফিসারের সঙ্গে শাহজাহান 53-54 দিন যোগাযোগ রেখেছিল, সেটা পাওয়া যাবে । শাহজাহানের সব থেকে বড় মেন্টর, গাইড ও লিডারের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো বাংলায় যা হচ্ছে তাঁর পিছনে 'সি ইজ দ্য মেন কিংপিন'।"

শেখ শাহজাহানের মতো ডায়মন্ড হারবারের 'বাঘ' জাহাঙ্গীর ৷ সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "শওকত-জাহাঙ্গীর প্রধান ৷ তারপর হোসেন শেখ আছে । শাহজাহানের বাবার নামে যত ট্রাস্ট সমস্ত জমি হোসেন শেখের কাছে রয়েছে। ক্যানিংয়ে শওকত মোল্লার গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে মিছিল হবে।" শেখ শাহজাহানের মাছের ব্যবসার আড়ালে মাদক চোরাচালানের ব্যবসা চালাতেন বলে অভিযোগ উঠেছে ৷ এ ব্যাপারে বিরোধী দলনেতা বলেন, "কলকাতা পোর্টে যে মাদক ধরা পড়েছিল তার সঙ্গে শাহজাহানের লিংক রয়েছে ৷ ওই ঘটনার তদন্ত করছে এনআইএ ।"

আরও পড়ুন:

  1. 10 বছরে 137 কোটি টাকা একাধিক প্রভাবশালীর অ্যাকাউন্টে পাঠিয়েছে শাহজাহান !
  2. গায়ের জোরে জমি দখল! কারা ছিল নিশানায়? শাহজাহানের কুর্কীতি ফাঁস ইডির
  3. ভেড়ির আড়ালে পাচার 31 কোটি, শাহজাহানকে জমি দখল সিন্ডিকেটের 'কিংপিন' বলল ইডি

মমতা-অভিষেক নিশানা শুভেন্দুর

কলকাতা, 2 এপ্রিল: কলকাতায় শেখ শাহজাহানের একাধিক সাগরেদের খোঁজ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এবার মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সন্দেশখালির 'বেতাজ বাদশা'র সাগরেদ বলে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি মঙ্গলবার উত্তরবঙ্গ থেকে কলকাতা ফিরেছেন ৷ ফেরার পথে বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন, "শাহজাহানের সবথেকে বড় সাগরেদের নাম হল মমতা বন্দ্যোপাধ্যায় । আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো।"

তাঁর কথায়, "অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নবজোয়ার বের করেছিল সেই সময় বসিরহাটের শাহজাহানের সঙ্গে দরজা বন্ধ করে কতক্ষণ মিটিং হয়েছিল দেখুন । যে ফোনটা আমিনুল নামে পুলিশ অফিসারের কাছে লুকানো আছে, সেই ফোনটা যদি বার করতে পারেন, আর যদি পাসওয়ার্ডটা শাহজাহানের থেকে জানতে পারেন, তাহলে কয়লা ভাইপো ও পিসির সঙ্গে এবং কত পুলিশ অফিসারের সঙ্গে শাহজাহান 53-54 দিন যোগাযোগ রেখেছিল, সেটা পাওয়া যাবে । শাহজাহানের সব থেকে বড় মেন্টর, গাইড ও লিডারের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো বাংলায় যা হচ্ছে তাঁর পিছনে 'সি ইজ দ্য মেন কিংপিন'।"

শেখ শাহজাহানের মতো ডায়মন্ড হারবারের 'বাঘ' জাহাঙ্গীর ৷ সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "শওকত-জাহাঙ্গীর প্রধান ৷ তারপর হোসেন শেখ আছে । শাহজাহানের বাবার নামে যত ট্রাস্ট সমস্ত জমি হোসেন শেখের কাছে রয়েছে। ক্যানিংয়ে শওকত মোল্লার গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে মিছিল হবে।" শেখ শাহজাহানের মাছের ব্যবসার আড়ালে মাদক চোরাচালানের ব্যবসা চালাতেন বলে অভিযোগ উঠেছে ৷ এ ব্যাপারে বিরোধী দলনেতা বলেন, "কলকাতা পোর্টে যে মাদক ধরা পড়েছিল তার সঙ্গে শাহজাহানের লিংক রয়েছে ৷ ওই ঘটনার তদন্ত করছে এনআইএ ।"

আরও পড়ুন:

  1. 10 বছরে 137 কোটি টাকা একাধিক প্রভাবশালীর অ্যাকাউন্টে পাঠিয়েছে শাহজাহান !
  2. গায়ের জোরে জমি দখল! কারা ছিল নিশানায়? শাহজাহানের কুর্কীতি ফাঁস ইডির
  3. ভেড়ির আড়ালে পাচার 31 কোটি, শাহজাহানকে জমি দখল সিন্ডিকেটের 'কিংপিন' বলল ইডি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.