ETV Bharat / state

'বাংলাদেশের হিন্দুদের পাশে আছে বিজেপি', বিধানসভায় আশ্বাস শুভেন্দুর - SUVENDU ADHIKARI ON BANGLADESH

বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বাংলাদেশি নাগরিক মিকশন হালদার ৷ তিনি হিন্দুদের উপর অত্যাচার বন্ধের আবেদন জানিয়েছেন ৷

LOP Suvendu Adhikari outside State Assembly
বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2024, 8:30 PM IST

Updated : Dec 9, 2024, 8:57 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর: সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন মিকশন হালদার ৷ স্থলপথে বাংলাদেশের বরিশাল থেকে পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিয়েছেন ৷ মিকশন হালদারের কাছে বৈধ পাসপোর্ট রয়েছে ৷ সোমবার তিনি বিধানসভায় এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন ৷ তাঁর দাবি, বাংলাদেশে তিন কোটিরও বেশি হিন্দু রয়েছেন ৷ তাঁদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে ৷ এবার এই হামলা বন্ধ হোক ।

এদিন মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েকে একাধিক বিষয়ে কটাক্ষ করেন শুভেন্দু। আসে পূর্ব মেদিনীপুরের প্রসঙ্গও। তিনি বলেন, "মুখমন্ত্রী লোকসভা নির্বাচনের সময় আমার বাড়ির পাশ দিয়ে পাঁচ কিলোমিটার হেঁটে গিয়েছেন ৷ একাধিক সভাও করেছেন ৷ ভাইপোও তমলুকে একাধিক সভা করেছেন এবং হেঁটেছেন ৷ মমতা বলেছেন, মেদিনীপুর জেলাকে আমি অধিকারীর চোখ দিয়ে দেখতাম ৷ তাই এবার অধিকারী মুক্ত করতে হবে ৷ কিন্তু পূর্ব মেদিনীপুরের মানুষ সৌমেন্দু অধিকারীকে প্রায় 50 হাজার ভোটে এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 80 হাজার ভোটে জিতিয়েছেন ৷ 46 শতাংশ ভোট বিজেপিকে দিয়ে 15 টি বিধানসভায় তৃণমূলকে হারিয়েছেন ৷ তাঁরা পিসি-মুক্ত পূর্ব মেদিনীপুর করে দিয়েছেন ৷ তাই তিনি ওই জেলায় একবার কেন একশো বার গেলেও কোনও লাভ হবে না ৷ 2026 সালে পূর্ব মেদিনীপুর থেকে 16টি আসন নরেন্দ্র মোদিকে দেবে মানুষ ৷"

বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'ফেক' বলেও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রী নিজেই ফেক কারণ, তিনি একটাও সত্যি কথা বলেন না ৷ বাংলাদেশের সব থেকে বেশি অত্যাচারিত হচ্ছে নমঃশূদ্র থেকে শুরু করে মতুয়া-হালদার পরিবারগুলি ৷ বিজেপি এদের পাশে আছে। অন্ন, বস্ত্র এবং আশ্রয়ের কোনও অসুবিধা হবে না ৷ বিজেপি বিশ্বাস করে যে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যথাসময়ে পদক্ষেপ করবেন ৷"

ডিএ আন্দোলন নিয়ে বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতার দাবি, "হাইকোর্টের অনুমতি নিয়ে নবান্নের সামনেও ধর্নায় বসেছিলেন আন্দোলনকারীরা ৷ এমনকী তাঁরা মুখ্যসচিবের কাছে দাবিপত্রও জমা দিয়েছিলেন ৷ পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা স্যাট যখন রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দিল, তখন থেকে স্যাটকে অসম্পূর্ণ রাখা হয়েছে ৷ স্যাটে বিচারপতি নিয়োগ করা হয়নি ৷ নিয়ম হচ্ছে সরকারি কর্মচারীরা সোজাসুজি আদালতে যেতে পারেন না, তাঁদের স্যাট-এর মাধ্যমেই যেতে হয় ৷ তাই তাঁরা আদালতে যেতে পারছেন না ৷"

এছাড়া নন্দীগ্রামের বিজেপি বিধায়ক আরও বলেন, "গত সপ্তাহে রাজ্যের আন্তর্জাতিক কানেক্টিভিটি বা পরিবহণ নিয়ে অনেক আলোচনা হয়েছিল ৷" তিনি তথ্য দিয়ে জানান, পশ্চিমবঙ্গ সরকারকে আরও একটি বিমানবন্দর তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকার জমি এবং অর্থ পাঠানোর পরেও এই বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি ৷ তিনি বলেন, "রাজ্যে প্রতিটা উন্নয়নের কাজ আটকে রয়েছে ৷ 61টি রেল প্রকল্প আটকে রয়েছে ৷ শুধুমাত্র রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে কাজ এগোচ্ছে না ৷" রাজ্য সরকারের পরিকাঠামোগত উন্নয়নে নজর নেই বলেই অভিযোগ, শুভেন্দুর ৷

কলকাতা, 9 ডিসেম্বর: সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন মিকশন হালদার ৷ স্থলপথে বাংলাদেশের বরিশাল থেকে পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিয়েছেন ৷ মিকশন হালদারের কাছে বৈধ পাসপোর্ট রয়েছে ৷ সোমবার তিনি বিধানসভায় এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন ৷ তাঁর দাবি, বাংলাদেশে তিন কোটিরও বেশি হিন্দু রয়েছেন ৷ তাঁদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে ৷ এবার এই হামলা বন্ধ হোক ।

এদিন মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েকে একাধিক বিষয়ে কটাক্ষ করেন শুভেন্দু। আসে পূর্ব মেদিনীপুরের প্রসঙ্গও। তিনি বলেন, "মুখমন্ত্রী লোকসভা নির্বাচনের সময় আমার বাড়ির পাশ দিয়ে পাঁচ কিলোমিটার হেঁটে গিয়েছেন ৷ একাধিক সভাও করেছেন ৷ ভাইপোও তমলুকে একাধিক সভা করেছেন এবং হেঁটেছেন ৷ মমতা বলেছেন, মেদিনীপুর জেলাকে আমি অধিকারীর চোখ দিয়ে দেখতাম ৷ তাই এবার অধিকারী মুক্ত করতে হবে ৷ কিন্তু পূর্ব মেদিনীপুরের মানুষ সৌমেন্দু অধিকারীকে প্রায় 50 হাজার ভোটে এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 80 হাজার ভোটে জিতিয়েছেন ৷ 46 শতাংশ ভোট বিজেপিকে দিয়ে 15 টি বিধানসভায় তৃণমূলকে হারিয়েছেন ৷ তাঁরা পিসি-মুক্ত পূর্ব মেদিনীপুর করে দিয়েছেন ৷ তাই তিনি ওই জেলায় একবার কেন একশো বার গেলেও কোনও লাভ হবে না ৷ 2026 সালে পূর্ব মেদিনীপুর থেকে 16টি আসন নরেন্দ্র মোদিকে দেবে মানুষ ৷"

বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'ফেক' বলেও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রী নিজেই ফেক কারণ, তিনি একটাও সত্যি কথা বলেন না ৷ বাংলাদেশের সব থেকে বেশি অত্যাচারিত হচ্ছে নমঃশূদ্র থেকে শুরু করে মতুয়া-হালদার পরিবারগুলি ৷ বিজেপি এদের পাশে আছে। অন্ন, বস্ত্র এবং আশ্রয়ের কোনও অসুবিধা হবে না ৷ বিজেপি বিশ্বাস করে যে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যথাসময়ে পদক্ষেপ করবেন ৷"

ডিএ আন্দোলন নিয়ে বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতার দাবি, "হাইকোর্টের অনুমতি নিয়ে নবান্নের সামনেও ধর্নায় বসেছিলেন আন্দোলনকারীরা ৷ এমনকী তাঁরা মুখ্যসচিবের কাছে দাবিপত্রও জমা দিয়েছিলেন ৷ পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা স্যাট যখন রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দিল, তখন থেকে স্যাটকে অসম্পূর্ণ রাখা হয়েছে ৷ স্যাটে বিচারপতি নিয়োগ করা হয়নি ৷ নিয়ম হচ্ছে সরকারি কর্মচারীরা সোজাসুজি আদালতে যেতে পারেন না, তাঁদের স্যাট-এর মাধ্যমেই যেতে হয় ৷ তাই তাঁরা আদালতে যেতে পারছেন না ৷"

এছাড়া নন্দীগ্রামের বিজেপি বিধায়ক আরও বলেন, "গত সপ্তাহে রাজ্যের আন্তর্জাতিক কানেক্টিভিটি বা পরিবহণ নিয়ে অনেক আলোচনা হয়েছিল ৷" তিনি তথ্য দিয়ে জানান, পশ্চিমবঙ্গ সরকারকে আরও একটি বিমানবন্দর তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকার জমি এবং অর্থ পাঠানোর পরেও এই বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি ৷ তিনি বলেন, "রাজ্যে প্রতিটা উন্নয়নের কাজ আটকে রয়েছে ৷ 61টি রেল প্রকল্প আটকে রয়েছে ৷ শুধুমাত্র রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে কাজ এগোচ্ছে না ৷" রাজ্য সরকারের পরিকাঠামোগত উন্নয়নে নজর নেই বলেই অভিযোগ, শুভেন্দুর ৷

Last Updated : Dec 9, 2024, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.