ETV Bharat / state

বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে 3 হাজার, দলীয় সভায় দাবি শুভেন্দুর - Suvendu Adhikari on laxmir bhandar

Suvendu Adhikari: রানাঘাটের বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী ৷ জানিয়ে দিলেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা দেওয়া হবে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 6:51 PM IST

Updated : Mar 13, 2024, 9:57 PM IST

রানাঘাট, 13 মার্চ: মুখ্যমন্ত্রীর অস্ত্রেই তাঁকে মাত করার বার্তা দিলেন বিরোধী দলনেতা ৷ রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসতে তাঁকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে সাহায্য করেছিল তা তিনি নিজেই বরাবর বলেন ৷ এবার সেই অস্ত্রেই শান দিয়ে তাঁর একদা ঘনিষ্ঠ সহযোগীর বার্তা রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেওয়া হবে ৷ রানাঘাটের নির্বাচনী জনসভা থেকে বুধবার এমনই দাবি করেন মমতাকে বিধানসভা নির্বাচনে হারানো শুভেন্দু অধিকারী ৷ স্থানীয় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে সভা করেন শুভেন্দু ৷ সেখান থেকে একাধিক বিষয়ে সরব হন তিনি ৷ সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷ পাশাপাশি রানাঘাট এবং কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ও মহুয়া মৈত্রকেও আক্রমণ করেন শুভেন্দু ৷ ভাষণের একটি অংশে আরও একবার প্রধানমন্ত্রীকে ক্ষমতায় না-নিয়ে এলে ভারতের অবস্থা ইউক্রেনের থেকেও খারাপ হবে ৷ আর তাই নরেন্দ্র মোদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতেই হবে ৷

অন্য একটি প্রসঙ্গে সিএএ-র কথা তুলে ধরেন বিরোধী দলনেতা ৷ মমতার নাম করে শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী নাগরিকত্ব আইন নিয়ে মিথ্যা কথা বলেন ৷ তিনি বলেন, আবেদন করলে নাগরিকত্ব চলে যাবে ৷ আমি বলছি, কারও কিছু হবে না ৷ নাগরিকত্বের জন্য আবেদন করতে কোনও নথি লাগবে না। অন্য দেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছেন কি না সেটারও কোনও প্রমাণপত্র লাগবে না । আবেদন করলেই গৃহমন্ত্রক নাগরিকত্ব দেবে ৷"

এরপরই সংখ্যালঘুদের তিনি বলেন, "একজন সংখ্যালঘুর ক্ষতি হলেও আমার বিধায়ক পদ ছেড়ে দেব ।" এরপরই সন্দেশখালির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ভোটের প্রচারে তৃণমূলে এলে বাড়িতে ঢুকতে দেবেন না। পুরুষরা কথা বলবেন। মেয়েরা ভিতরে থাকবেন। সন্দেশখালিতে কী হয়েছে আমরা সবাই জানি ৷ 2011 সালের আগে আমরা বলতাম, তোমার নাম আমার নাম নন্দীগ্রাম, নন্দীগ্রাম ৷ এখনকার স্লোগান হল, "সন্দেশখালি করবে চোর মমতার চেয়ার খালি । সন্দেশখালির বদলা হবে ইভিএমে ।"

এরপরই একে একে মহুয়া এবং মুকুটমণি অধিকারীকে আক্রমণ করেন বিরোধী দলনেতা ৷ তাঁকে বলতে শোনা যায়, "সংসদে প্রশ্ন করতে ভ্যানিটি ব্যাগ ও কুকুর ঘুষ নেওয়া সাংসদকে হারিয়ে দিতে হবে ৷" পরে মুকুটমণির নাম না করে তিনি বলেন, "মুকুটের কাছে চোর মমতা, সাধু মমতা হয়ে গিয়েছেন। ওঁর কাছে জানতে চান, উনি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন ? বাংলায় ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে গিয়েছে ।"

কংগ্রেস থেকে তৃণমূলের মতো দলে পরিবারতন্ত্র চলে বলে দাবি বিজেপির ৷ সেই প্রসঙ্গ তুলে ধরে শুভেন্দু জানান, মোদির আগে পরিবারবাদের উপরে বিচার হত । এখন বিকাশবাদের উপর বিচার হয় । সংখ্যালঘুদের থেকে সরিয়ে রাখা হয় । কিন্তু প্রধানমন্ত্রীদের শুধু হিন্দুদের জন্য কিছু করেন না। সবার জন্য করেন ৷ নরেন্দ্র মোদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করলে ভারত তৃতীয় অর্থনীতির দেশ হবে ।

আরও পড়ুন:

  1. এনআরসি মাথা হলে সিএএ তার লেজুড়, ফের মোদি সরকারের বিরুদ্ধে সরব মমতা
  2. 'বেসুরো' বাবুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন মমতার; দিদি মায়ের মতো বকতেই পারেন, প্রতিক্রিয়া ভাইয়ের

রানাঘাট, 13 মার্চ: মুখ্যমন্ত্রীর অস্ত্রেই তাঁকে মাত করার বার্তা দিলেন বিরোধী দলনেতা ৷ রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসতে তাঁকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে সাহায্য করেছিল তা তিনি নিজেই বরাবর বলেন ৷ এবার সেই অস্ত্রেই শান দিয়ে তাঁর একদা ঘনিষ্ঠ সহযোগীর বার্তা রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেওয়া হবে ৷ রানাঘাটের নির্বাচনী জনসভা থেকে বুধবার এমনই দাবি করেন মমতাকে বিধানসভা নির্বাচনে হারানো শুভেন্দু অধিকারী ৷ স্থানীয় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে সভা করেন শুভেন্দু ৷ সেখান থেকে একাধিক বিষয়ে সরব হন তিনি ৷ সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷ পাশাপাশি রানাঘাট এবং কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ও মহুয়া মৈত্রকেও আক্রমণ করেন শুভেন্দু ৷ ভাষণের একটি অংশে আরও একবার প্রধানমন্ত্রীকে ক্ষমতায় না-নিয়ে এলে ভারতের অবস্থা ইউক্রেনের থেকেও খারাপ হবে ৷ আর তাই নরেন্দ্র মোদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতেই হবে ৷

অন্য একটি প্রসঙ্গে সিএএ-র কথা তুলে ধরেন বিরোধী দলনেতা ৷ মমতার নাম করে শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী নাগরিকত্ব আইন নিয়ে মিথ্যা কথা বলেন ৷ তিনি বলেন, আবেদন করলে নাগরিকত্ব চলে যাবে ৷ আমি বলছি, কারও কিছু হবে না ৷ নাগরিকত্বের জন্য আবেদন করতে কোনও নথি লাগবে না। অন্য দেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছেন কি না সেটারও কোনও প্রমাণপত্র লাগবে না । আবেদন করলেই গৃহমন্ত্রক নাগরিকত্ব দেবে ৷"

এরপরই সংখ্যালঘুদের তিনি বলেন, "একজন সংখ্যালঘুর ক্ষতি হলেও আমার বিধায়ক পদ ছেড়ে দেব ।" এরপরই সন্দেশখালির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ভোটের প্রচারে তৃণমূলে এলে বাড়িতে ঢুকতে দেবেন না। পুরুষরা কথা বলবেন। মেয়েরা ভিতরে থাকবেন। সন্দেশখালিতে কী হয়েছে আমরা সবাই জানি ৷ 2011 সালের আগে আমরা বলতাম, তোমার নাম আমার নাম নন্দীগ্রাম, নন্দীগ্রাম ৷ এখনকার স্লোগান হল, "সন্দেশখালি করবে চোর মমতার চেয়ার খালি । সন্দেশখালির বদলা হবে ইভিএমে ।"

এরপরই একে একে মহুয়া এবং মুকুটমণি অধিকারীকে আক্রমণ করেন বিরোধী দলনেতা ৷ তাঁকে বলতে শোনা যায়, "সংসদে প্রশ্ন করতে ভ্যানিটি ব্যাগ ও কুকুর ঘুষ নেওয়া সাংসদকে হারিয়ে দিতে হবে ৷" পরে মুকুটমণির নাম না করে তিনি বলেন, "মুকুটের কাছে চোর মমতা, সাধু মমতা হয়ে গিয়েছেন। ওঁর কাছে জানতে চান, উনি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন ? বাংলায় ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে গিয়েছে ।"

কংগ্রেস থেকে তৃণমূলের মতো দলে পরিবারতন্ত্র চলে বলে দাবি বিজেপির ৷ সেই প্রসঙ্গ তুলে ধরে শুভেন্দু জানান, মোদির আগে পরিবারবাদের উপরে বিচার হত । এখন বিকাশবাদের উপর বিচার হয় । সংখ্যালঘুদের থেকে সরিয়ে রাখা হয় । কিন্তু প্রধানমন্ত্রীদের শুধু হিন্দুদের জন্য কিছু করেন না। সবার জন্য করেন ৷ নরেন্দ্র মোদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করলে ভারত তৃতীয় অর্থনীতির দেশ হবে ।

আরও পড়ুন:

  1. এনআরসি মাথা হলে সিএএ তার লেজুড়, ফের মোদি সরকারের বিরুদ্ধে সরব মমতা
  2. 'বেসুরো' বাবুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন মমতার; দিদি মায়ের মতো বকতেই পারেন, প্রতিক্রিয়া ভাইয়ের
Last Updated : Mar 13, 2024, 9:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.