ETV Bharat / state

ঝড়ে আহতদের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দুর মুখে জলপাইগুড়ির হাসপাতালের প্রশংসা - Suvendu Adhikari

Suvendu Adhikari: জলপাইগুড়িতে ঝড়ে আহতদের সঙ্গে সোমবার দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে গিয়ে তাঁদের সঙ্গে বিরোধী দলনেতা দেখা করেন ৷ হাসপাতালের কাজের প্রশংসাও করেন ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 5:36 PM IST

Updated : Apr 1, 2024, 6:29 PM IST

ঝড়ে আহতদের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দুর মুখে জলপাইগুড়ির হাসপাতালের প্রশংসা

জলপাইগুড়ি, 1 এপ্রিল: ঝড়ে জখম গ্রামবাসীদের সঙ্গে হাসপাতালে এসে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা খুব ভালো কাজ করেছেন বলেও জানিয়েছেন তিনি ৷ হাসপাতাল থেকে বের হয়ে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশংসা করেন বিরোধী দলনেতা ৷

সোমবার বাগডোগরা থেকে সোজা জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে হাজির হন শুভেন্দু অধিকারী । প্রায় আধঘণ্টা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা ঝড়ে জখম গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি । জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি বিভাগ থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সরা খুবই ভালো কাজ করছেন । সারা রাত জেগে তাঁরা কাজ করছেন । এনজিওদের অনুরোধ করব কাজ চালিয়ে যেতে ।’’ হাসপাতাল থেকে ক্ষতিগ্রস্ত গ্রামগুলি পরিদর্শনে যাওয়ার কথা বলে তিনি বেরিয়ে যান ৷

এদিকে হাসপাতালের আউরডোরের গেট বন্ধ থাকায় শুভেন্দু বের হওয়ার সময়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা বিক্ষোভ শুরু করেন । তাঁদের অভিযোগ, রাজনীতি করতে এসেছেন শুভেন্দু । রোগীদের সমস্যা হচ্ছে ৷ তাঁদের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ বচসা হয় ৷ পুলিশের তরফে রোগীদের অন্য গেট দিয়ে যেতে অনুরোধ করা হয় ৷ তার পরও আউটডোরের গেট কেন বন্ধ, সেই নিয়ে প্রশ্ন তোলা হয় তাঁদের তরফে ৷

বিক্ষোভকারীদের একজন সনৎ গুহ বলেন, ‘‘ডাক্তার দেখাতে এসেছিলাম ওপিডি-তে ৷ প্রায় দেড় দু’ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে ৷ গেট বন্ধ থাকায় আটকে ছিলাম ৷ তাই জানতে চেয়েছিলাম যে গেট কেন বন্ধ ? কিন্তু কোনও সদুত্তর পাইনি ৷ পরে শুনলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন ৷ ওঁর এই সময়ে আসা উচিত হয়নি ৷ পরে আসতে পারতেন ৷ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো রাতে এসেছিলেন, যাতে মানুষের সমস্য়া না হয় ৷’’

অন্যদিকে জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, "ঝড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে । চিকিৎসা চলছে সকলের । তবে আউরডোর বন্ধ ছিল কি না জানা নেই ।"

আরও পড়ুন:

  1. মৃত 4, আহত শতাধিক; রাতেই ঝড়ে বিধ্বস্ত এলাকায় মমতা
  2. জলপাইগুড়ির মৃত্যুতে মর্মাহত মোদি, বিজেপি নেতৃত্বকে মাঠে নামার নির্দেশ
  3. ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি নিয়ে উদ্বিগ্ন শাহ, ফোন মমতাকে

ঝড়ে আহতদের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দুর মুখে জলপাইগুড়ির হাসপাতালের প্রশংসা

জলপাইগুড়ি, 1 এপ্রিল: ঝড়ে জখম গ্রামবাসীদের সঙ্গে হাসপাতালে এসে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা খুব ভালো কাজ করেছেন বলেও জানিয়েছেন তিনি ৷ হাসপাতাল থেকে বের হয়ে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশংসা করেন বিরোধী দলনেতা ৷

সোমবার বাগডোগরা থেকে সোজা জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে হাজির হন শুভেন্দু অধিকারী । প্রায় আধঘণ্টা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা ঝড়ে জখম গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি । জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি বিভাগ থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সরা খুবই ভালো কাজ করছেন । সারা রাত জেগে তাঁরা কাজ করছেন । এনজিওদের অনুরোধ করব কাজ চালিয়ে যেতে ।’’ হাসপাতাল থেকে ক্ষতিগ্রস্ত গ্রামগুলি পরিদর্শনে যাওয়ার কথা বলে তিনি বেরিয়ে যান ৷

এদিকে হাসপাতালের আউরডোরের গেট বন্ধ থাকায় শুভেন্দু বের হওয়ার সময়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা বিক্ষোভ শুরু করেন । তাঁদের অভিযোগ, রাজনীতি করতে এসেছেন শুভেন্দু । রোগীদের সমস্যা হচ্ছে ৷ তাঁদের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ বচসা হয় ৷ পুলিশের তরফে রোগীদের অন্য গেট দিয়ে যেতে অনুরোধ করা হয় ৷ তার পরও আউটডোরের গেট কেন বন্ধ, সেই নিয়ে প্রশ্ন তোলা হয় তাঁদের তরফে ৷

বিক্ষোভকারীদের একজন সনৎ গুহ বলেন, ‘‘ডাক্তার দেখাতে এসেছিলাম ওপিডি-তে ৷ প্রায় দেড় দু’ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে ৷ গেট বন্ধ থাকায় আটকে ছিলাম ৷ তাই জানতে চেয়েছিলাম যে গেট কেন বন্ধ ? কিন্তু কোনও সদুত্তর পাইনি ৷ পরে শুনলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন ৷ ওঁর এই সময়ে আসা উচিত হয়নি ৷ পরে আসতে পারতেন ৷ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো রাতে এসেছিলেন, যাতে মানুষের সমস্য়া না হয় ৷’’

অন্যদিকে জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, "ঝড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে । চিকিৎসা চলছে সকলের । তবে আউরডোর বন্ধ ছিল কি না জানা নেই ।"

আরও পড়ুন:

  1. মৃত 4, আহত শতাধিক; রাতেই ঝড়ে বিধ্বস্ত এলাকায় মমতা
  2. জলপাইগুড়ির মৃত্যুতে মর্মাহত মোদি, বিজেপি নেতৃত্বকে মাঠে নামার নির্দেশ
  3. ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি নিয়ে উদ্বিগ্ন শাহ, ফোন মমতাকে
Last Updated : Apr 1, 2024, 6:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.