সল্টলেক, 15 জুন: এবারও মুখোমুখি হলেন না দিলীপ-শুভেন্দু ৷ জল্পনা থাকলেও কোর কমিটির বৈঠকে দেখা গেল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ৷ যদিও শনিবারের রাজ্য বিজেপির বৈঠকে হাজির হন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা ৷ লোকসভা ভোটের পর্যালোচনার পাশাপাশি রাজ্যের চার বিধানসভার উপনির্বাচনের প্রার্থীও বাছাই হয়েছে এই বৈঠকে ৷ রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠকের পর চার আসনের জন্য 12 জনের নাম দিল্লিতে পাঠাল গেরুয়া শিবির ৷
এদিন কোর কমিটির বৈঠকে হাজির ছিলেন অগ্নিমিত্রা পল, শান্তনু ঠাকুর, লকেট চট্টোপাধ্য়ায়, দিলীপ ঘোষেরা ৷ যদিও এদিনের সেই বৈঠকে দেখা গেল না শুভেন্দুকে ৷ রাজ্যের বিরোধী দলনেতা আগেই জানিয়েছিলেন, কোচবিহারে ভোট পরবর্তী হিংসার জেরে ঘরছাড়াদের পাশে থাকতে পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে ৷ আর সেকারণেই কোর কমিটির সেই বৈঠকে নেই শুভেন্দু ৷ সুতরাং জল্পনা থাকলেও এবারও মুখোমুখি হলেন না দিলীপ-শুভেন্দু ৷ এদিন বৈঠকের পর চার বিধানসভা কেন্দ্রের জন্য তিনটি করে নাম দিল্লিতে পাঠাচ্ছে রাজ্য বিজেপি ৷ বৈঠক শেষে এদিন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, "12 জনের নাম চূড়ান্ত করে দিল্লিতে পাঠানো হয়েছে ৷ এক আসনের জন্য তিনটি করে নাম পাঠানো হচ্ছে দিল্লিতে ৷ সেখান থেকে চূড়ান্ত করা হবে প্রার্থী ৷"
অন্যদিকে, শুভেন্দু অধিকারীর এদিনের বৈঠকে গড়হাজির থাকার প্রসঙ্গেও মুখ খুলেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ এদিন বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের মুখে লকেট চট্টোপাধ্যায় বলেন, "হতেই পারে সবসময় সবার সময় হয়ে ওঠে না ৷ এই বৈঠক হঠাৎই ঠিক করা হয়েছে ৷ তাঁকে (শুভেন্দু অধিকারী) জানিয়ে দেওয়া হবে কী আলোচনা করা হয়েছে ৷"
এদিনের কোর কমিটির বৈঠকের আগে সুকান্ত মজুমদার বলেন, "লজ্জার বিষয় যাঁরা মার খাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, নিজেদের বাড়িতে থাকতে পারছেন না, বাড়িতে গিয়ে তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছেন ৷ খুন করার হুমকি দিচ্ছেন এবং বাড়ির লোকেরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ আমাদের বিরোধী দলনেতা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ৷ দুর্ভাগ্য সাক্ষাৎ করতে দেওয়া হল না ৷ রাজভবনে তাঁদের ঢুকতে দেওয়া হল না ৷ কারণ হিসাবে দেখানো হল রাজভবনের সামনে 144 ধারা জারি আছে ৷"