কলকাতা, 28 জুন: ডিএ নিয়ে আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের হাতে নিজের বেতনের বর্ধিত অংশ তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এই প্রতিশ্রুতি তিনি আগেই দিয়েছিলেন ৷ সেই মতো আন্দোলনকারীদের আইনি লড়াইয়ের খরচ চালাতে এদিন 40 হাজার টাকা তিনি দিলেন সংগ্রামী যৌথ মঞ্চকে ৷
আজ বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন যে, এর আগে তিনি যখন সংগ্রামী যৌথ মঞ্চের অনশন মঞ্চে গিয়েছিলেন, তখনই তিনি নিজের বেতনের বর্ধিত অর্থ তাঁদের দিয়ে সাহায্য করার প্রস্তাব দিয়েছিলেন । সেই প্রস্তাবে রাজি হয়েছেন আন্দোলনকারীরা । তবে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, সেই মামলায় যেহেতু সংগ্রামী যৌথ মঞ্চ সরাসরিভাবে যুক্ত নয়, তাই এই চেক তারা শুভেন্দু অধিকারীর থেকে পেয়ে কর্মচারী পরিষদের হাতে তুলে দেবে বলে জানিয়েছে ।
শুভেন্দু অধিকারী বলেন, "রাজ্য সরকার আমাকে 40 হাজার টাকা যে বাড়তি বেতন দিচ্ছে, সেটা আমি এঁদের হাতে তুলে দিলাম । আমার এই টাকা না-নেওয়ার উপায় নেই, কারণ এই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় । আমি এর আগে সংগ্রামী যৌথ মঞ্চে গিয়ে তাদের আইনি লড়াইয়ের জন্য আমার বাড়তি টাকা দেব বলে প্রস্তাব দিয়েছিলাম ।"
তিনি আরও বলেন যে, সুপ্রিম কোর্টে এঁরা যে আইনি লড়াইটা লড়ছে, সেই জন্য তাঁরা এই টাকা ব্যবহার করতে পারবেন । সামান্য এই অর্থ কিছুটা হলেও কাজে আসবে বলে মনে করেন শুভেন্দু। তাঁর কথায়, "আমি আমার কথা রাখা শুরু করলাম এবং যতদিন আমি এই রাজ্যের বিরোধী দলনেতা থাকব, ততদিন পর্যন্ত আমার এই বাড়তি টাকা আরটিজিএস বা চেকের মাধ্যমে এঁদের হাতে তুলে দেব ।"
এই লড়াইতে তিনি যৌথ মঞ্চের পাশে আছেন বলে আশ্বাস দেন বিরোধী দলনেতা । তিনি এও বলেন যে, "এই লড়াই থেমে থাকবে না । এই লড়াই চলবে । এর সঙ্গে এ রাজ্যে যে সরকারি দল বিধানসভা চালাচ্ছে, তাদের অনুরোধ করব, প্রাক্তন বিধায়কদের ভাতাও যেন বৃদ্ধি করা হয় । তারা অত্যন্ত কষ্টে রয়েছেন । এই প্রাক্তন বিধায়কদের মধ্যে বেশিরভাগই বামফ্রন্টের । তাই বামফ্রন্ট বা ডানফ্রন্ট হোক, সেইসব না-দেখে প্রাক্তন বিধায়কদের কথাও ভাবা উচিত ৷ আর তার সঙ্গে সরকারি কর্মচারীদেরও কেন্দ্রীয় হারে বেতন দিয়ে দেওয়া উচিত ।"