ডায়মন্ড হারবার, 11 ফেব্রুয়ারি: সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে রয়েছে শাহজাহান শেখ । কালীঘাটে হানা দিলে পেয়ে যাবে শাহজাহানকে । প্রতিদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মধ্যাহ্নভোজন ও নৈশভোজন করছেন শাহজাহানের সঙ্গে ।" শিবু হাজরার গ্রেফতারি প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য, "শিবু হাজরাকে গ্রেফতার করতে হবে না ৷ শিবু হাজরাকে জনগণই গ্রেফতার করে নেবে । ওদের একমাত্র ওষুধ হল জনগণ ৷ এগারোর আগে নন্দীগ্রাম দেখিয়েছিল লড়াই, এখন দেখাচ্ছে সন্দেশখালি । মাতৃশক্তিকে দেখেছেন তো, এই মাতৃশক্তির পাঁচশো-হাজারে মমতার দিকে যাওয়ার লোক নয় ।"
সামনেই লোকসভা নির্বাচন । 2024 সালের লোকসভা নির্বাচনের হটস্পট যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র হতে চলেছে তা বলাই বাহুল্য । মূলত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী হচ্ছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী । অন্যদিকে ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাই এবার লোকসভা নির্বাচনে রাজনৈতিক মহলের লক্ষ্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র । এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীর নাম সামনে আসেনি । কিন্তু লোকসভা নির্বাচনের আগে ভোট ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির ।
শনিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলাতে একটি জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মূলত এই জনসভা থেকে রাজ্য সরকারকে কার্যত তুলোধনা করলেন নন্দীগ্রামের বিধায়ক । একের পর এক দুর্নীতি ইস্যু নিয়ে রাজ্য সরকারকে তিরবিদ্ধ করতে দেখা গেল তাঁকে ৷ আমতলাতে শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল মন্ডল সভাপতিকে নিজের হাতে সম্বর্ধনা জ্ঞাপন করেন ।
এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সভানেত্রী অগ্নিমিত্রা পল ও ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি অজিত সরদার । এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার প্রাক্তন বিধায়ক দীপক কুমার হালদার ও বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা । এ দিন শুভেন্দু অধিকারী বলেন, "নাগরিকত্ব আইন পাশ হলে সবচেয়ে বেশি সুবিধা পাবে মতুয়া সম্প্রদায়ের মানুষজন । আগে মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে একাত্তরের জমির দলিল দেখাতে হতো, কিন্তু এই নাগরিকত্বের আইন পাশ হলে সেই দলিল আর দেখাতে হবে না । বাংলাদেশ থেকে যে সকল হিন্দুরা দেশভাগের জ্বালা নিয়ে ভারতবর্ষে চলে এসেছিল তাদেরকে এই আইনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে ।"
ঘাটালের সাংসদ দেব শনিবার মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পৃথকভাবে বৈঠক করছেন ৷ সেই বৈঠক প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "বৈঠক করে কাঁচকলা হবে ! ঘাটালে আমরা দু'লক্ষ ভোটে জিতব । মোদির বাইরে কাউকে কেউ ভোট দেবে না ৷ কেউ পাগল নয়, দেশটাকে ইউক্রেন আর আফগানিস্তান করে দেবে ।" শনিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ বিজেপি বিধায়ক বলেন, "উনি আমাদের সম্পদ ৷ ওঁনার দ্রুত আরোগ্য কামনা করি । বাঙালির অহংকার মিঠুন চক্রবর্তী দ্রুত সুস্থতা কামনা করি ৷ লোকসভা নির্বাচনে প্রচারে তারকা মুখ মিঠুন চক্রবর্তীকে আমরা দেখতে চাই ।"
আরও পড়ুন: