ETV Bharat / state

'মমতার আশ্রয়ে কালীঘাটে রয়েছেন শাহজাহান', বিস্ফোরক দাবি শুভেন্দুর - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Suvendu Adhikari: শাহজাহান শেখকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, শাহজাহানকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছেন ৷ তিনি কালীঘাটে রয়েছেন ৷ শিবু হাজরার গ্রেফতারি নিয়েও মুখ খোলেন নন্দীগ্রামের বিধায়ক ৷

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 12:12 PM IST

আমতলার জনসভায় শুভেন্দু অধিকারী

ডায়মন্ড হারবার, 11 ফেব্রুয়ারি: সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে রয়েছে শাহজাহান শেখ । কালীঘাটে হানা দিলে পেয়ে যাবে শাহজাহানকে । প্রতিদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মধ্যাহ্নভোজন ও নৈশভোজন করছেন শাহজাহানের সঙ্গে ।" শিবু হাজরার গ্রেফতারি প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য, "শিবু হাজরাকে গ্রেফতার করতে হবে না ৷ শিবু হাজরাকে জনগণই গ্রেফতার করে নেবে । ওদের একমাত্র ওষুধ হল জনগণ ৷ এগারোর আগে নন্দীগ্রাম দেখিয়েছিল লড়াই, এখন দেখাচ্ছে সন্দেশখালি । মাতৃশক্তিকে দেখেছেন তো, এই মাতৃশক্তির পাঁচশো-হাজারে মমতার দিকে যাওয়ার লোক নয় ।"

সামনেই লোকসভা নির্বাচন । 2024 সালের লোকসভা নির্বাচনের হটস্পট যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র হতে চলেছে তা বলাই বাহুল্য । মূলত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী হচ্ছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী । অন্যদিকে ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাই এবার লোকসভা নির্বাচনে রাজনৈতিক মহলের লক্ষ্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র । এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীর নাম সামনে আসেনি । কিন্তু লোকসভা নির্বাচনের আগে ভোট ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির ।

শনিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলাতে একটি জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মূলত এই জনসভা থেকে রাজ্য সরকারকে কার্যত তুলোধনা করলেন নন্দীগ্রামের বিধায়ক । একের পর এক দুর্নীতি ইস্যু নিয়ে রাজ্য সরকারকে তিরবিদ্ধ করতে দেখা গেল তাঁকে ৷ আমতলাতে শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল মন্ডল সভাপতিকে নিজের হাতে সম্বর্ধনা জ্ঞাপন করেন ।

এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সভানেত্রী অগ্নিমিত্রা পল ও ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি অজিত সরদার । এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার প্রাক্তন বিধায়ক দীপক কুমার হালদার ও বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা । এ দিন শুভেন্দু অধিকারী বলেন, "নাগরিকত্ব আইন পাশ হলে সবচেয়ে বেশি সুবিধা পাবে মতুয়া সম্প্রদায়ের মানুষজন । আগে মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে একাত্তরের জমির দলিল দেখাতে হতো, কিন্তু এই নাগরিকত্বের আইন পাশ হলে সেই দলিল আর দেখাতে হবে না । বাংলাদেশ থেকে যে সকল হিন্দুরা দেশভাগের জ্বালা নিয়ে ভারতবর্ষে চলে এসেছিল তাদেরকে এই আইনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে ।"

ঘাটালের সাংসদ দেব শনিবার মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পৃথকভাবে বৈঠক করছেন ৷ সেই বৈঠক প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "বৈঠক করে কাঁচকলা হবে ! ঘাটালে আমরা দু'লক্ষ ভোটে জিতব । মোদির বাইরে কাউকে কেউ ভোট দেবে না ৷ কেউ পাগল নয়, দেশটাকে ইউক্রেন আর আফগানিস্তান করে দেবে ।" শনিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ বিজেপি বিধায়ক বলেন, "উনি আমাদের সম্পদ ৷ ওঁনার দ্রুত আরোগ্য কামনা করি । বাঙালির অহংকার মিঠুন চক্রবর্তী দ্রুত সুস্থতা কামনা করি ৷ লোকসভা নির্বাচনে প্রচারে তারকা মুখ মিঠুন চক্রবর্তীকে আমরা দেখতে চাই ।"

আরও পড়ুন:

  1. তৃণমূল সাসপেন্ড করতেই পুলিশের জালে শাহজাহান ঘনিষ্ঠ উত্তম, গ্রেফতার বিজেপি নেতাও
  2. সন্দেশখালিতে শান্তি ফেরাতে রাজ্যপালের কাছে পদক্ষেপের আবেদন বিজেপির, সময় বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী
  3. ব্রেনস্ট্রোকেই আক্রান্ত মিঠুন, রয়েছেন নিউরোফিজিসিয়ান-কার্ডিয়োলজিস্টের নজরদারিতে

আমতলার জনসভায় শুভেন্দু অধিকারী

ডায়মন্ড হারবার, 11 ফেব্রুয়ারি: সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে রয়েছে শাহজাহান শেখ । কালীঘাটে হানা দিলে পেয়ে যাবে শাহজাহানকে । প্রতিদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মধ্যাহ্নভোজন ও নৈশভোজন করছেন শাহজাহানের সঙ্গে ।" শিবু হাজরার গ্রেফতারি প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য, "শিবু হাজরাকে গ্রেফতার করতে হবে না ৷ শিবু হাজরাকে জনগণই গ্রেফতার করে নেবে । ওদের একমাত্র ওষুধ হল জনগণ ৷ এগারোর আগে নন্দীগ্রাম দেখিয়েছিল লড়াই, এখন দেখাচ্ছে সন্দেশখালি । মাতৃশক্তিকে দেখেছেন তো, এই মাতৃশক্তির পাঁচশো-হাজারে মমতার দিকে যাওয়ার লোক নয় ।"

সামনেই লোকসভা নির্বাচন । 2024 সালের লোকসভা নির্বাচনের হটস্পট যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র হতে চলেছে তা বলাই বাহুল্য । মূলত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী হচ্ছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী । অন্যদিকে ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাই এবার লোকসভা নির্বাচনে রাজনৈতিক মহলের লক্ষ্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র । এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীর নাম সামনে আসেনি । কিন্তু লোকসভা নির্বাচনের আগে ভোট ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির ।

শনিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলাতে একটি জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মূলত এই জনসভা থেকে রাজ্য সরকারকে কার্যত তুলোধনা করলেন নন্দীগ্রামের বিধায়ক । একের পর এক দুর্নীতি ইস্যু নিয়ে রাজ্য সরকারকে তিরবিদ্ধ করতে দেখা গেল তাঁকে ৷ আমতলাতে শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল মন্ডল সভাপতিকে নিজের হাতে সম্বর্ধনা জ্ঞাপন করেন ।

এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সভানেত্রী অগ্নিমিত্রা পল ও ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি অজিত সরদার । এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার প্রাক্তন বিধায়ক দীপক কুমার হালদার ও বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা । এ দিন শুভেন্দু অধিকারী বলেন, "নাগরিকত্ব আইন পাশ হলে সবচেয়ে বেশি সুবিধা পাবে মতুয়া সম্প্রদায়ের মানুষজন । আগে মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে একাত্তরের জমির দলিল দেখাতে হতো, কিন্তু এই নাগরিকত্বের আইন পাশ হলে সেই দলিল আর দেখাতে হবে না । বাংলাদেশ থেকে যে সকল হিন্দুরা দেশভাগের জ্বালা নিয়ে ভারতবর্ষে চলে এসেছিল তাদেরকে এই আইনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে ।"

ঘাটালের সাংসদ দেব শনিবার মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পৃথকভাবে বৈঠক করছেন ৷ সেই বৈঠক প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "বৈঠক করে কাঁচকলা হবে ! ঘাটালে আমরা দু'লক্ষ ভোটে জিতব । মোদির বাইরে কাউকে কেউ ভোট দেবে না ৷ কেউ পাগল নয়, দেশটাকে ইউক্রেন আর আফগানিস্তান করে দেবে ।" শনিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ বিজেপি বিধায়ক বলেন, "উনি আমাদের সম্পদ ৷ ওঁনার দ্রুত আরোগ্য কামনা করি । বাঙালির অহংকার মিঠুন চক্রবর্তী দ্রুত সুস্থতা কামনা করি ৷ লোকসভা নির্বাচনে প্রচারে তারকা মুখ মিঠুন চক্রবর্তীকে আমরা দেখতে চাই ।"

আরও পড়ুন:

  1. তৃণমূল সাসপেন্ড করতেই পুলিশের জালে শাহজাহান ঘনিষ্ঠ উত্তম, গ্রেফতার বিজেপি নেতাও
  2. সন্দেশখালিতে শান্তি ফেরাতে রাজ্যপালের কাছে পদক্ষেপের আবেদন বিজেপির, সময় বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী
  3. ব্রেনস্ট্রোকেই আক্রান্ত মিঠুন, রয়েছেন নিউরোফিজিসিয়ান-কার্ডিয়োলজিস্টের নজরদারিতে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.