শিলিগুড়ি, 20 জানুয়ারি: মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা শুভেন্দু অধিকারীর। এবার মুখ্যমন্ত্রীকে 'অর্ধ উন্মাদ' বললেন বিরোধী নেতা। পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসা প্রসঙ্গেই মমতাকে একহাত নিতে দেরি করলেন না তিনি । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় বদল হয়েছে । সকাল 10টার পরিবর্তে 9.45 মিনিট থেকে শুরু হবে পরীক্ষা ৷ তা নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । 'মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা অন্যায় ৷' শুক্রবার শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন তিনি ।
দলীয় কর্মসূচিতে যোগ দিতে গতকাল সড়কপথে কোচবিহারের মেখলিগঞ্জ রওনা দেন। তার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা । পাশাপাশি রামমন্দিরের উদ্বোধনের দিন রাজ্যে মুখ্যমন্ত্রীর সংহতি মিছিল নিয়েও তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী । এদিন শুভেন্দু অধিকারী বলেন, "পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত অত্যন্ত অন্যায় । আমার মনে হয় এই সিদ্ধান্ত পর্ষদের নয়। এটা যার সোডিয়াম পটাশিয়ামের গন্ডোগোল যার হয়েছে তার সিদ্ধান্ত। মুকুল রায়ের মতো তার মাথায় গন্ডোগোল দেখা দিয়েছে। তিনি অর্ধ উন্মাদ।"
চলতি বছরে মাধ্য়মিক পরীক্ষা সকাল 9টা 45 মিনিট থেকে শুরু হবে ৷ ফলে পরীক্ষার্থীরা সমস্যায় পড়েবেন বলেই জানান শুভেন্দু অধিকারী । তিনি উল্লেখ করেন, "উত্তরবঙ্গের জেলা তো বটেই পাশাপাশি ঝাড়গ্রাম, জঙ্গলমহল-সহ একাধিক জায়গা ঘন কুয়াশা থাকে সকাল বেলায়। তাই পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারবে না। পরীক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি করবে ৷"
অন্যদিকে, এদিনের সাংবাদিক সম্মেলন নিয়ে মুখ্যমন্ত্রীর সংহতি মিছিল নিয়েও তীব্র আক্রমণ করেন ৷ এই প্রসঙ্গেই শুভেন্দু অধিকারী বলেন, "আদালত একাধিক শর্ত সাপেক্ষে ওই মিছিলের অনুমতি দিয়েছে। আর সেই শর্ত পালন করা মুখ্যমন্ত্রী ও তার পুলিশের দায়িত্ব। একটাও যদি রামভক্তের গায়ে ওইদিন আক্রমণ ঘটে তার পূর্ণ দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আদালতকে আমি ধন্যবাদ দেব। আমার যে উত্তর কলকাতায় হওয়ার কথা ছিল সেটার অনুমতি দিয়েছে আদালত।"
আরও পড়ুন:
- মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সময় নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের
- 'উনি পচা ডোবার মালিক', এক দেশ এক ভোট ইস্যুতে মমতাকে নাম-না করে কটাক্ষ শুভেন্দু'র
- মাধ্যমিক পরীক্ষায় সিসিটিভি! নজিরবিহীন নজরদারি মধ্যশিক্ষা পর্ষদের