বসিরহাট, 10 ডিসেম্বর: বাংলাদেশের ইউনুস সরকার আসলে জঙ্গিদের দ্বারা পরিচালিত । মঙ্গলবার উত্তর 24 পরগনার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বিরোধী দলনেতা এ দিন ইউনুস সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করার ডাকও দিয়েছেন ।
গত 25 নভেম্বর ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে । তারপর থেকেই সে দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের উপর হামলা চলছে । সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে । ইতিমধ্যে বেশ কয়েকজন সংখ্যালঘুর মৃত্যু হয়েছে । চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতীয়দের আন্দোলন শুরু হয়েছে ।
মঙ্গলবার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে একটি প্রতিবাদ সভা হয় । সেই সভা মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের অন্তবর্তী ইউনুস সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "পরিকল্পিতভাবে ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছে । ওদের উদ্দেশ্যই হল সংখ্যালঘুদের সেদেশ থেকে উৎখাত করা । কী সাহস ইউনুস সরকারের । বলছে চার ঘণ্টায় কলকাতা দখল করে নেবে । আমাদের দু'টো রাফাল বাংলাদেশে ফেললেই কাজ হয়ে যাবে । তাই, এত বড় বড় আওয়াজ দেবেন না । সেই আওয়াজ বন্ধ করার ওষুধ আছে আমাদের কাছে ।"
তিনি আরও বলেন, "সম্পূর্ণ অগণতান্ত্রিক বাংলাদেশের সরকার । এই সরকারটা মৌলবাদীদের দ্বারা পরিচালিত । শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে । পৃথিবীর কোথাও এমন ঘটনা ঘটে না । কেবল একটি বিশেষ সম্প্রদায়ের অধ্যুষিত দেশগুলোতেই এই ধরনের গা-জোয়ারি দেখা যায় । আমি বিশ্বাস করি, আমেরিকা ও ভারতের মতো গণতান্ত্রিক দেশগুলি সম্মিলিতভাবে জঙ্গি পরিচালিত বাংলাদেশ সরকারকে উৎখাত করবে । জঙ্গিবাদকে নিকেশ করবে ।"
![Suvendu Adhikari](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-12-2024/wb-n24-01-suvenduonghojadangaborder-speech-byte-raju-10009_10122024153921_1012f_1733825361_148.jpg)
তারপর শুভেন্দুর সংযোজন, "বাংলাদেশের বর্তমান সরকার আইএস, তালিবান ও হামাসের একটা সংস্করণ । দ্রুত এই জঙ্গি মৌলবাদী সরকারকে উৎখাত করা দরকার ।"
1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে নন্দীগ্রামের বিধায়ক বলেন, "মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাঙালি শহিদ হয়েছেন । 17 হাজার ভারতীয় সৈন্য শহিদ হয়েছেন । আর আজ তারা মুখে বড় বড় কথা বলছে । করানোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশকে বিনামূল্যে প্রতিষেধক টিকা দিয়েছিলেন । ওদের বড় বড় কথা সব বন্ধ হয়ে যাবে ।"
![Suvendu Adhikari](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-12-2024/wb-n24-01-suvenduonghojadangaborder-speech-byte-raju-10009_10122024153921_1012f_1733825361_628.jpg)
বিরোধী দলের নেতা আরও বলেন, "প্রয়াত ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এক দেশ এক বিধানের কথা বলেছিলেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই পথেই এগিয়ে চলেছেন । কাশ্মীর থেকে 370 ধারা তুলে দিয়েছেন । সেখানে আজ ভারতের পতাকা ওড়ে । প্রধানমন্ত্রীকে ভোটে হারাতে না-পেরে তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে ।"