ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর মদতে করোনা-কালে পিএম কেয়ারের 2200 কোটি টাকা নয়ছয়, অভিযোগ শুভেন্দুর - Corruption in PM Cares Fund - CORRUPTION IN PM CARES FUND

Corruption in PM Cares Fund: এবার পিএম কেয়ার ফান্ডের টাকায় দুর্নীতির অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আর এই দুর্নীতির পিছনে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, এই দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রী উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জড়িত রয়েছেন ৷

Corruption in PM Cares Fund
করোনাকালে পিএম কেয়ারের 2200 কোটি টাকা নয়ছয়ের অভিযোগ শুভেন্দু অধিকারীর ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 2:11 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: করনোরা সময় পিএম কেয়ার ফান্ডের 2200 কোটি টাকার দুর্নীতি হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে ৷ আর এই দুর্নীতির মাথায় রয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বর্তমান উপদেষ্টা তথা প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ! এমনই বিস্ফোরক অভিযোগ করলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

করোনাকালে পিএম কেয়ারের 2200 কোটি টাকা নয়ছয়ের অভিযোগ শুভেন্দু অধিকারীর ৷ (ইটিভি ভারত)

আরজি করের দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু 2020 সালে করোনার সময় রাজ্যের স্বাস্থ্য দফতরকে দেওয়া পিএম কেয়ার ফান্ডের দুর্নীতির অভিযোগ তুলে ধরেন ৷ তিনি বলেন, "2020 সালে করোনার সময় পিএম কেয়ার ফান্ডের প্রায় 2200 কোটি টাকা রাজ্যের স্বাস্থ্য দফতরকে দেওয়া হয়েছিল ৷ সেই টাকার দুর্নীতি হয়েছে তৎকালীন এবং বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৷ সেই দুর্নীতির তদন্তের জন্য একটি ইনভেস্টিগেশন কমিটি তৈরি হয়েছিল তৎকালীন মুখ্যসচিব, বর্তমানে যিনি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৷"

শুভেন্দু অভিযোগ করেছেন, "আমি একাধিকবার সেই তদন্তের রিপোর্ট প্রকাশ করতে বলেছিলাম ৷ তা এখনও পর্যন্ত সামনে আনেনি এই সরকার ৷ কারণ, ওই দুর্নীতি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৷" এপ্রসঙ্গে রাজ্যের আরেক প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার বিরুদ্ধেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "কোভিড সরঞ্জাম কেনার জন্য 'হেলথ কর্পোরেশন', অর্থাৎ যারা টেন্ডার করে, তাদের থেকে সেটি (2200 কোটির টেন্ডার) নিয়ে রাজীব সিনহা ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরকে দিয়ে দেন ৷ সেখানে ছিলেন রাজেশ সিনহা ৷ তিনি সেটি তন্তুজকে হস্তান্তর করেছিলেন ৷ যেহেতু, তন্তুজ স্টেট গভর্মেন্ট আন্ডার টেকিং, তাই তন্তুজকে টেন্ডার করতে হয়নি ৷"

শুভেন্দু অধিকারীর অভিযোগ, সেই সময় মাস্ক, ভেন্টিলেশন মেশিন, স্যানিটাইজার থেকে কোভিড অ্যাপ্রন সাপ্লাই-সহ একাধিক সরঞ্জাম কেনা হয়েছিল পবন অরোরা ও মহেশ পাঞ্জাবি নামে দুই শিল্পপতির সংস্থার থেকে ৷ এক্ষেত্রে শুভেন্দুর নাম না-করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগসাজোশের অভিযোগ এনেছেন ৷ তিনি বলেন, এই পবন অরোরার পুত্র হলেন অঙ্কুশ অরোরা ৷ যিনি মেনকা গম্ভীরের (অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা) স্বামী ৷ তাহলে বুঝুন, এরা কীভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত ৷ এটা একটা বিরাট চক্র ৷" তবে, ইডি এবং সিবিআই-এর দুর্নীতি দমন শাখা যেভাবে আরজি কর তথা রাজ্য স্বাস্থ্য দফতরের দুর্নীতির তদন্ত শুরু করেছে, তাতে দ্রুত সব সত্যি সামনে আসবে ৷

কলকাতা, 7 সেপ্টেম্বর: করনোরা সময় পিএম কেয়ার ফান্ডের 2200 কোটি টাকার দুর্নীতি হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে ৷ আর এই দুর্নীতির মাথায় রয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বর্তমান উপদেষ্টা তথা প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ! এমনই বিস্ফোরক অভিযোগ করলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

করোনাকালে পিএম কেয়ারের 2200 কোটি টাকা নয়ছয়ের অভিযোগ শুভেন্দু অধিকারীর ৷ (ইটিভি ভারত)

আরজি করের দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু 2020 সালে করোনার সময় রাজ্যের স্বাস্থ্য দফতরকে দেওয়া পিএম কেয়ার ফান্ডের দুর্নীতির অভিযোগ তুলে ধরেন ৷ তিনি বলেন, "2020 সালে করোনার সময় পিএম কেয়ার ফান্ডের প্রায় 2200 কোটি টাকা রাজ্যের স্বাস্থ্য দফতরকে দেওয়া হয়েছিল ৷ সেই টাকার দুর্নীতি হয়েছে তৎকালীন এবং বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৷ সেই দুর্নীতির তদন্তের জন্য একটি ইনভেস্টিগেশন কমিটি তৈরি হয়েছিল তৎকালীন মুখ্যসচিব, বর্তমানে যিনি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৷"

শুভেন্দু অভিযোগ করেছেন, "আমি একাধিকবার সেই তদন্তের রিপোর্ট প্রকাশ করতে বলেছিলাম ৷ তা এখনও পর্যন্ত সামনে আনেনি এই সরকার ৷ কারণ, ওই দুর্নীতি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৷" এপ্রসঙ্গে রাজ্যের আরেক প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার বিরুদ্ধেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "কোভিড সরঞ্জাম কেনার জন্য 'হেলথ কর্পোরেশন', অর্থাৎ যারা টেন্ডার করে, তাদের থেকে সেটি (2200 কোটির টেন্ডার) নিয়ে রাজীব সিনহা ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরকে দিয়ে দেন ৷ সেখানে ছিলেন রাজেশ সিনহা ৷ তিনি সেটি তন্তুজকে হস্তান্তর করেছিলেন ৷ যেহেতু, তন্তুজ স্টেট গভর্মেন্ট আন্ডার টেকিং, তাই তন্তুজকে টেন্ডার করতে হয়নি ৷"

শুভেন্দু অধিকারীর অভিযোগ, সেই সময় মাস্ক, ভেন্টিলেশন মেশিন, স্যানিটাইজার থেকে কোভিড অ্যাপ্রন সাপ্লাই-সহ একাধিক সরঞ্জাম কেনা হয়েছিল পবন অরোরা ও মহেশ পাঞ্জাবি নামে দুই শিল্পপতির সংস্থার থেকে ৷ এক্ষেত্রে শুভেন্দুর নাম না-করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগসাজোশের অভিযোগ এনেছেন ৷ তিনি বলেন, এই পবন অরোরার পুত্র হলেন অঙ্কুশ অরোরা ৷ যিনি মেনকা গম্ভীরের (অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা) স্বামী ৷ তাহলে বুঝুন, এরা কীভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত ৷ এটা একটা বিরাট চক্র ৷" তবে, ইডি এবং সিবিআই-এর দুর্নীতি দমন শাখা যেভাবে আরজি কর তথা রাজ্য স্বাস্থ্য দফতরের দুর্নীতির তদন্ত শুরু করেছে, তাতে দ্রুত সব সত্যি সামনে আসবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.